IND vs AUS 2nd Test: “একা বুমরাহ নয়, গোটা দলই…” টিম ইন্ডিয়া সম্পর্কে বিস্ফোরক বয়ান নাথান লিয়ঁ’র !! 1

IND vs AUS: চলছে ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) টেস্ট সিরিজ। ২০১৭ থেকে ব্যাগি গ্রিন বাহিনীকে লাল বলের লড়াইতে টানা চারটি সিরিজে হারিয়েছে ‘মেন ইন ব্লু।’ এর মধ্যে দুই বার তাদের ডেরায় গিয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে এসেছে টিম ইন্ডিয়া। এবার হ্যাট্রিকের লক্ষ্য নিয়ে ক্যাঙারুর দেশে পা রেখেছেন বিরাট কোহলি (Virat Kohli), জসপ্রীত বুমরাহ’রা (Jasprit Bumrah)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ হার ভারতকে প্রথম টেস্টের আগে খানিক ব্যাকফুটে রেখেছিলো। কিন্তু পার্‌থে যেভাবে ২৯৫ রানের ব্যবধানে স্বাগতিক দেশকে রীতিমত গুঁড়িয়ে দিয়েছে তারা, তা উলটে দিয়েছে যাবতীয় হিসেবনিকেশ। অ্যাডিলেডে এই মুহূর্তে চলছে দ্বিতীয় টেস্ট। এরপর ব্রিসবেন মেলবোর্ন ও সিডনিতে মুখোমুখি হওয়ার কথা ক্রিকেটদুনিয়ার দুই হেভিওয়েটের। লড়াইটা যে সহজ হবে না তা স্বীকার করে নিলেন নাথান লিয়ঁ (Nathan Lyon)।

Read More: IND vs AUS 2nd Test: হর্ষিতকে ‘স্লেজ’ লাবুশেনের, পালটা দিলেন ভারতীয় পেসারও, চরম উত্তেজনায় অ্যাডিলেড টেস্ট !!

টিম ইন্ডিয়াকে সমীহ করছেন লিয়ঁ-

Indian Cricket Team | IND vs AUS | Image: Getty Images
Indian Cricket Team | Image: Getty Images

পার্‌থ-এ জসপ্রীত বুমরাহ’র বিক্রমে ধরাশায়ী হতে হয়েছিলো অস্ট্রেলিয়াকে। অ্যাডিলেড টেস্টেও (IND vs AUS) যে তিনি ঘাতক হয়ে উঠতে পারেন তা মেনে নিচ্ছেন কিংবদন্তি অফস্পিনার। একই সাথে ভারতীয় দলের বাকি সদস্যদেরও প্রশংসা করেছেন লিয়ঁ (Nathan Lyon)। অ্যাডিলেডে গোলাপি বলের টেস্ট শুরু হওয়ার আগে এক সাক্ষাৎকারে জানান, “আমি ভারতীয় স্কোয়াডের দিকে তাকালে একঝাঁক সুপারস্টারকে দেখতে পাই। কিন্তু ক্রিকেট একটি দলগত খেলা। জিততে হলে গোটা দলকে ভালো পারফর্ম করতে হয়। ভারতীয় শিবিরে বুমরাহ ও অন্যান্য তারকারা রয়েছেন ঠিকই, কিন্তু তাঁরাই সব নন। দলের বাকি সদস্যরাও অবিশ্বাস্য প্রতিভার অধিকারী। ওরা একটা দুর্দান্ত ক্রিকেট দল। কোনো নির্দিষ্ট একজনের উপর আমাদের সম্পূর্ণ ফোকাস থাকবে না, সেটা নিশ্চিত করতে পারি।”

প্রতিদ্বন্দ্বীতা রয়েছে দুই দলের মধ্যে। কিন্তু একইসাথে ভারতকে যে চূড়ান্ত সম্মান করে ব্যাগি গ্রিন বাহিনী, তাও স্পষ্ট করেছেন লিয়ঁ (Nathan Lyon)। “আমরা অবশ্যই প্রতিদ্বন্দ্বীতা উপহার দেব। আমরা ওদের সমীহ করি কিন্তু নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলতে আমরা মরিয়া। একটা দুর্দান্ত প্রতিপক্ষের বিরুদ্ধে কঠিন লড়াই চালাতে আমরা প্রস্তুত। এই মুহূর্তে ভারত বিশ্বের সেরা ক্রিকেট দলগুলোর একটা,” সংযোজন অস্ট্রেলীয় ক্রিকেটের শ্রেষ্ঠতম অফস্পিনারের। ৫৩৬ টেস্ট উইকেটের মালিক রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin) পার্থ-এ জায়গা পান নি প্রথম এগারোয়। ৩০০ উইকেটের মাইলস্টোন পেরোনোর পরও শিকে ছেঁড়ে নি রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) ভাগ্যে। টিম ইন্ডিয়ার স্কোয়াডের স্কোয়াডের গভীরতা ঠিক কতটা তা নিজের সাক্ষাৎকারে তুলে ধরতে শোনা গিয়েছে লিয়ঁ’কে।

ভারতের বিরুদ্ধে ম্রিয়মান লিয়ঁ-

Nathan Lyon | Image: Getty Images
Nathan Lyon | Image: Getty Images

ভারতের বিপক্ষে (IND vs AUS) ২৯ টেস্ট ম্যাচে ১২৩ উইকেট রয়েছে নাথান লিয়ঁ’র। দুই দেশের ক্রিকেটীয় দ্বৈরথে লাল বল হাতে সবচেয়ে বেশী উইকেটের মালিকও তিনি। ২ বার ম্যাচে ১০ উইকেট নেওয়ারও নজির রয়েছে তাঁর। কিন্তু এবারের বর্ডার-গাওস্কর ট্রফিতে (BGT) এখনও অবধি বিশেষ সুবিধা করতে পারেন নি অস্ট্রেলীয় অফস্পিনার। পার্‌থ ও অ্যাডিলেডে স্পিন সহায়ক পিচ চোখে পড়ে নি। ছড়ি ঘুরিয়েছেন পেসাররাই। প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ২৩ রান খরচ করে উইকেটশূন্য ছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে দুই উইকেট পেলেও ৯৬ রান খরচ করতে হয়েছে তাঁকে। আর অ্যাডিলেডে গোলাপি বলের খেলায় মাত্র ১ ওভার হাত ঘোরানোর সুযোগ পেয়েছিলেন ভারতের প্রথম ইনিংসে। ৬ রান খরচ করলেও উইকেট আসে নি। এখনও অবধি বিশেষ সাফল্য না পেলেও আশাবাদী তিনি।

Also Read: IND vs AUS 2nd Test: লাবুশেন’কে বল ছুঁড়ে মারলেন সিরাজ, অ্যাডিলেডে অগ্নিশর্মা ভারতীয় পেসার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *