ind-vs-aus-3rd-t20i-match-report

IND vs AUS: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছিলো ভারত। আশা ছিলো আজ তৃতীয় ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে সিরিজ পকেটে পুরে ফেলবেন সূর্যকুমার (Suryakumar Yadav), ঈশান কিষণ’রা। কিন্তু বাস্তবে দেখা গেলো উলটো ছবি। অস্ট্রেলিয়া ফের একবার বুঝিয়ে দিলো সূচাগ্র মেদিনীও বিনা যুদ্ধে ছেড়ে দিতে প্রস্তুত নয় তারা। ম্যাচের অর্ধেকের বেশী সময় চালকের আসনে থেকেও ৫ উইকেটে হেরেই আজ মাঠ ছাড়তে হলো টিম ইন্ডিয়াকে। ব্যাটিং ভালো পারফর্ম করলেও বোলিং অনভিজ্ঞতা এবং টিম ম্যানেজমেন্টের পাঁচ বোলার খেলানোর নীতিই ফিরলো ব্যুমেরাং হয়ে। ম্যাক্সওয়েল ঝড়ের সামনে শেষমেশ মাথানত করতেই হলো আবেশ, প্রসিদ্ধ, অক্ষরদের।

টসে জিতে প্রথমে বোলিং বেছে নিয়েছিলো অস্ট্রেলিয়া। দ্রুত দুই উইকেট হারালেও সূর্যকুমার এবং ঋতুরাজের সুবাদে ম্যাচে ফিরেছিলো ভারত। আজ গুয়াহাটির মাঠে অনবদ্য ব্যাটিং করলেন ঋতুরাজ। আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম শতরান এলো তাঁর ব্যাটে। কুড়ি-বিশের আন্তর্জাতিক ক্রিকেটে কোনো ভারতীয়ের করা দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হলেন তিনি। ভারত ২০ ওভারে তোলে ২২২ রান। রান তাড়া করতে নেমে ট্র্যাভিস হেডের সৌজন্যে ঝড়ের গতিতে শুরু করেছিলো অস্ট্রেলিয়া। এরপর অল্প সময়ের ব্যবধানে বেশ কিছু উইকেট তুলে চালকের আসনে বসেছিলো টিম ইন্ডিয়ার তরুণ ব্রিগেড। কিন্তু মারমুখী ম্যাক্সওয়েলের সামনেই দিশা হারালো ভারতীয় বোলিং। ১০০তম আন্তর্জাতিক টি-২০তে শতরান করেন তিনি। ম্যাথু ওয়েডকে সাথে নিয়ে মাঠ ছাড়েন ৫ উইকেটে জয় ছিনিয়ে নিয়ে।

Read More: IND vs AUS: ঋতুরাজের দুর্ধর্ষ শতরানে অজিদের বিরুদ্ধে বড় রান ভারতের, সিরিজ জিততে এবার ভরসা বোলাররাই !!

গুয়াহাটির বাইশ গজে রাজ ঋতুরাজের-

Ruturaj Gaikwad | IND vs AUS | Image: Getty Images
Ruturaj Gaikwad | IND vs AUS | Image: Getty Images

প্রথম একাদশে বেশ কিছু বদল করেছিলো আজ অস্ট্রেলিয়া। কেন রিচার্ডসন, জেসন বেহরেনডফদের মত বোলারদের জায়গা দিয়েছিলেন ম্যাথু ওয়েড’রা। ভারতীয় ইনিংসের গোড়াতে কার্যকরী হয়েছিলো অস্ট্রেলিয়ার নতুন স্ট্র্যাটেজি। মাত্র ৬ রানেই ফিরে যান ওপেনার যশস্বী জয়সওয়াল। গত দুই টি-২০তে জোড়া অর্ধশতক করেছিলেন ঈশান কিষণ। আজ খাতা খোলার আগেই তাঁকে আউট করেন রিচার্ডসন। ২৪ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে একটা সময় টিম ইন্ডিয়া যখন বেশ চাপে, তখনই রক্ষাকর্তা হয়ে উঠতে দেখা গেলো সূর্যকুমার যাদব ও ঋতুরাজ গায়কোয়াড়কে। দুই তারকা ব্যাটারের সৌজন্যে ভারত এগোলো বড় রানের দিকে।

প্রাথমিক প্রত্যাঘাতটা শুরু করেছিলেন অধিনায়ক সূর্য। ২৯ বলে ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে তিনি করেন ৩৯ রান। এরপর অ্যারন হার্ডি’র অলে সূর্য ফিরলেও বিধ্বংসী ইনিংস খেললেন ঋতুরাজ। আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারের প্রথম শতরান এলো তাঁর ব্যাট থেকে। শেষ ওভারে ম্যাক্সওয়েলের বিরুদ্ধে ৩০ রান তুললো ঋতু-তিলক জুটি। আজ গুয়াহাটির মাঠে ঋতুরাজ অপরাজিত রইলেন ৫৭ বলে ১২৩ রান করে। মেরেছেন ১৫টি চার ও ৭টি ছক্কা। প্রথম ২২ বলে তিনি করেছিলেন ২২ রান। শেষে ১০১ এলো মাত্র ৩৫ বলে। ভারত নির্ধারিত ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে তোলে ২২২ রান। তিলক বর্মা অপরাজিত থাকেন ৩১ রানে।

ম্যাক্সওয়েল ঝড়ে বেসামাল ভারত-

Glenn Maxwell | IND vs AUS | Image: Getty Images
Glenn Maxwell | IND vs AUS | Image: Getty Images

প্রথম দুই টি-২০তে খেলেন নি ট্র্যাভিস হেড। বিশ্বকাপ ফাইনালের নায়ক আজ মাঠে ফিরলেন অস্ট্রেলিয়ার জার্সিতে। ওপেন করতে নেমে আরও একবার ভারতীয় সমর্থকদের রক্তচাপ বাড়িয়ে দিয়েছিলেন তিনি। ঝড়ের গতিতে এগোচ্ছিলো অজি ইনিংস। অ্যারন হার্ডি ১২ বলে ১৬ রান করে ফিরলেও অদম্য দেখাচ্ছিলো হেড’কে। শেষমেশ তাঁর ইনিংসে দাঁড়ি টানেন আবেশ খান। ১৮ বলে ৩৫ রান করে রবি বিষ্ণোই-এর হাতে ধরা পড়েন হেড। অজি মিডল অর্ডারকে আজ বেশ নড়বড়ে লেগেছে। জশ ইংলিস প্রথম খেলায় শতরান করেছিলেন। আজ গুয়াহাটিতে ৬ বলে ১০-এর বেশী এগোতে পারেন নি। তাঁকে ফেরান রবি বিষ্ণোই। মার্কাস স্টয়নিস’ও ২১ বলে ১৭ রান করে আউট হন অক্ষর প্যাটেলের বলে। স্টয়নিসের পরেই ফিরে যান টিম ডেভিড’ও।

ভারতের সহজ জয় যখন নিশ্চিত দেখাচ্ছে, তখন রুখে দাঁড়ান গ্লেন ম্যাক্সওয়েল। দিনকয়েক আগেই আফগানিস্তানের বিপক্ষে এক অতিমানবীয় ২০১* রানের ইনিংস খেলে অভাবনীয় জয় এনে দিয়েছেন অস্ট্রেলিয়াকে। আজও সেই একই ভঙ্গিতে খেলতে দেখা গেলো তাঁকে। পাঁচ উইকেট তুলে নেওয়ার পরেও তাই স্বস্তি মিললো না ভারতীয় বোলারদের। ১৮তম ওভারে প্রসিদ্ধ কৃষ্ণা মাত্র ৫ রান খরচ করে ম্যাচ আরও একবার ভারতের পক্ষে নিয়ে আসেন। শেষ দুই ওভারে বাকি ছিলো ৪৩ রান। অক্ষরের ১৯তম ওভার থেকে এলো ২২ রান। উইকেটের সামনে থেকে বল ধরে অস্ট্রেলিয়াকে ফ্রি হিট উপহার দিলেন ঈশান কিষণ, ওভারের শেষ বলে দিলেন বাই চার। শেষ ওভারে বাকি ছিলো ২১। মারমুখী ম্যাক্সওয়েল এবং ওয়েডের বিরুদ্ধে সেই পুঁজি রক্ষা করতে পারলেন না প্রসিদ্ধ। ১০৪ রানে অপরাজিত রইলেন ম্যাক্সওয়েল, ওয়েডের সংগ্রহ ১৬ বলে ২৮।

Also Read: IND vs AUS: “বাইশ গজের রাজা…” দুরন্ত শতরানে গুয়াহাটি মাতালেন ঋতুরাজ, সোশ্যাল মিডিয়া ভাসলো শুভেচ্ছার স্রোতে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *