IND vs AUS: “বাইশ গজের রাজা…” দুরন্ত শতরানে গুয়াহাটি মাতালেন ঋতুরাজ, সোশ্যাল মিডিয়া ভাসলো শুভেচ্ছার স্রোতে !! 1

IND vs AUS: প্রথম দুই টি-২০ ম্যাচে দুর্দান্ত পারফর্ম্যান্স করে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছিলো ভারত। সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন তরুণ টিম ইন্ডিয়া আজ সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে নেমেছে মাঠে। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে আজ টসে জিতেছিলো অস্ট্রেলিয়া। প্রথমে বোলিং বেছে নিয়েছিলেন অজি অধিনায়ক ম্যাথু ওয়েড (Matthew Wade)। আজ একাদশে বেশ কিছু পরিবর্তন করেছিলো অজি ব্রিগেড। প্রথম এগারোয় সুযোগ পেয়েছিলেন কেন রিচার্ডসন, জেসন বেহরেনডফেরা। বোলিং বিভাগের এই সব বদলই শুরুতে সাফল্য এনে দিয়েছিলো অস্ট্রলিয়াকে। যথাক্রমে ৬ ও ০ রানে সাজঘরে ফিরে গিয়েছিলেন যশস্বী জয়সওয়াল এবং ঈশান কিষণ।

Read More: স্বপ্ন অধরাই থাকছে পাক ফ্যানদের জন্য, দেশের মাটিতে খেলতে দেখতে পারবেন না বিরাটকে !!

দুই উইকেট হারানোর পর সূর্যকুমার যাদব এবং ঋতুরাজ গায়কোয়াড়ের ব্যাটে ম্যাচে ফেরে টিম ইন্ডিয়া। প্রথম প্রত্যাঘাতের পথে গিয়েছিলেন সূর্য’ই। ৫টি চার এবং ২ ছক্কায় ২৯ বলে ৩৯ রান করেন তিনি। এরপর রণমূর্তি ধারণ করতে দেখা গেলো ঋতুরাজকে। শুরুটা মন্থর ভঙ্গিতেই করেছিলেন। ১০০ বা ১১০-এর মধ্যে ঘোরাফেরা করছিলো স্ট্রাইক রেট। এরপর ম্যাচ যত এগোলো ততই রকেট গতিতে ছুটলো ঋতুর ব্যাটে রানের ফোয়ারা। কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক টি-২০ শতরান করলেন তিনি। শেষ ওভারে তাঁর ব্যাট থেকে এলো দুটি চার এবং দুটি ছক্কা। ১৫ চার ও ৭ ছক্কায় সাজানো ঋতুরাজের ৫৭ বলে ১২৩* রানের ইনিংসটির প্রশংসায় পঞ্চমুখ সোশ্যাল মিডিয়া।

নির্ধারিত ২০ ওভারে ভারত আজ তুলেছে ৩ উইকেটের বিনিময়ে ২২২ রান। নেটদুনিয়া জুড়ে শুধুই ঋতুরাজ বন্দনা। জাতীয় দলের অফস্পিনার রবিচন্দ্রণ অশ্বিন ট্যুইট করে লিখেছেন, “ঋতু-রাজা।” তাঁর ইনিংসকে রাজকীয় আখ্যা দিয়েছেন আরও অনেকে। ‘আজ ঋতুরাজ বুঝিয়ে দিলো ও কতটা প্রতিভাবান’ লিখেছেন আরও একজন। ‘ভারতীয় দল টি-২০তে নিজেদের স্থায়ী ওপেনার পেয়ে গেলো’ মন্তব্য আরও একজনের। ‘টি-২০ বিশ্বকাপে ঋতুরাজ না গেলে অবাক হবো’ গুণমুগ্ধ এক ভক্তের প্রতিক্রিয়া দেখা গেলো সোশ্যাল মিডিয়ায়। ‘টি-২০তে অন্তত শুভমানের বদলে ঋতুরাজকেই খেলানো উচিৎ’ এক চেন্নাই সুপার কিংস ভক্ত প্রিয় তারকাকে স্থায়ী ভাবে দেখতে চেয়েছেন জাতীয় দলের জার্সিতে।

দেখে নিন ট্যুইটচিত্র-

Also Read: “মিডিয়ার সামনে এমন বক্তব্য মোটেও উচিত নয়….”, বিশ্বকাপের ফাইনালের আগে রোহিতের বক্তব্যকে একহাত নিলেন গম্ভীর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *