IND vs AUS: বিশ্বকাপের ফাইনালে যন্ত্রণাদায়ক পরাজয়কে পিছনে ফেলে ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টায় ভারতীয় দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে গত ২৩ তারিখ তারা জয় ছিনিয়ে নিয়েছিলো বিশাখাপত্তনমের মাঠে। আজ তিরুঅনন্তপুরমেও দাপটের সাথেই জিতলো ভারতের তরুণ দল। বিরাট কোহলি, রোহিত শর্মা নেই। একাদশে সামিল হন নি হার্দিক পান্ডিয়া বা জসপ্রীত বুমরাহ’র মত আন্তর্জাতিক ক্রিকেটে অনেকটা সময় কাটিয়ে ফেলা কেউও। তবুও বিশ্বজয়ী তারকাতে ঠাসা অজি একাদশকে ধরাশায়ী করতে বিশেষ মুশকিলে পড়তে হয় নি সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বাধীন ভারতীয় দলকে।
টসের মুদ্রা আজ পড়েছিলো অস্ট্রেলিয়ার পক্ষে। অধিনায়ক ম্যাথু হেড বোলিং বেছে নেন। ইনিংসের গোড়া থেকেই শন অ্যাবট, নাথান এলিসদের উপর চাপ বাড়িয়েছিলেন ভারতীয় ব্যাটার’রা। বছর ২১-এর যশস্বী জয়সওয়াল শুরু থেকেই ঝড় তোলেন আজ। ভালো ইনিংস খেলতে দেখা গেলো ঋতুরাজ, ঈশান কিষণদের। শেষবেলায় রিঙ্কু সিং-এর দুর্দান্ত ইনিংস ভারতকে পৌঁছে দেয় ২৩৫ রানে। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দ্রুত করতে চাইলেও নিয়মিত উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া। মাঝে টিম ডেভিড এবং মার্কাস স্টয়নিস তাদের ম্যাচে ফেরানোর প্রয়াস করলেও সফল হয় নি তা। ১৮১ রানেই আটকে রইলো তাদের ইনিংস। ৪৪ রানের ব্যবধানে জিতে সিরিজে ২-০ এগিয়ে গেলো টিম ইন্ডিয়া।
Read More: IND vs AUS: “এ তো পুরোই আগুন…” রিঙ্কুর ব্যাটিং ঝড়ে তছনছ অস্ট্রেলিয়া, নেটমাধ্যম মাতোয়ারা তরুণ তারকার প্রশংসায় !!
দুরন্ত যশস্বী, ঝড় তুললেন রিঙ্কু সিং –

গত ম্যাচে মাত্র ৮ বলে ২১ রান করে আউট হয়ে গিয়েছিলেন যশস্বী জয়সওয়াল। আজও নিজের ধুন্ধুমার অবতার থেকে সরে এলেন না। ইনিংসকে দীর্ঘায়িত করতে দেখা গেলো আজ তাঁকে। এর আগে ওয়েস্ট ইন্ডিজে ভালো ব্যাটিং করেছেন তিনি। এশিয়ান গেমসেও রান পেয়েছেন। আজ অজি বোলিং-কে নিয়ে ছেলেখেলা করে মাত্র ২৫ বলে ৫৩ রান করে গেলেন বাম হাতি ব্যাটার। মারেন ৯টি চার এবং ২টি ছক্কা। ঋতুরাজ গায়কোয়াড় বিশাখাপত্তনমে করেছিলেন ‘ডায়মন্ড ডাক।’ কোনো রান করার আগেই রান-আউট হন তিনি। আজ সফল হলেন তিনিও। ৪৩ বলে ৫৮ রান করেন তিনি। যশস্বী-ঋতুরাজের ৭৭ রানের জুটি দ্রুত ভারতকে বড় রানের দিকে এগিয়ে যেতে সাহায্য করে।
টানা দ্বিতীয় অর্ধশতক এলো ঈশান কিষণের ব্যাটে। মাত্র ৩২ বলে ৪টি ছক্কা এবং ৩টি চারের সাহায্যে তিনি করেন ৫২ রান। অধিনায়ক সূর্যকুমার শুরুটা ঝোড়ো গতিতে করলেও ১৯ রানের বেশী পান নি আজ। ইনিংসের একদম শেষে সকলের মন জিতে নিতে দেখা গেলো রিঙ্কু সিং-কে। আইপিএলের আঙিনায় একাধিক দুর্ধর্ষ ইনিংস খেলতে দেখা গিয়েছে রিঙ্কুকে এর আগে। এখন আন্তর্জাতিক ক্রিকেটেও সেই এক ভঙ্গিতে ব্যাটিং করছেন তিনি। আজ মাত্র ৯ বল খেলে ৩৪৪.৪৪ স্ট্রাইক রেটে ৩১* রান করেন তিনি। রিঙ্কুর ‘ক্যামিও’ ভারতকে ২০ ওভারে পৌঁছে দেয় ২৩৫ রানে। টি-২০ ক্রিকেটে এক ইনিংসে নিজেদের সর্বোচ্চ ইনিংস খেললো আজ টিম ইন্ডিয়া।
চাপের মুখে ভেঙে পড়লো অস্ট্রেলীয় ব্যাটিং-

ম্যাট শর্ট এবং স্টিভ স্মিথের ওপেনিং জুটি দীর্ঘক্ষণ ক্রিজে থাকে নি আজ। ১০ বলে ১৯ রান করে প্রথমেই আউট হন শর্ট। তাঁকে ফেরান রবি বিষ্ণোই। গত ম্যাচে ধুন্ধুমার শতরান করা জশ ইংলিসের আজকের সংগ্রহ ৪ ম্যাচে মাত্র ৩ রান। তিনিও বিষ্ণোই-এর শিকার হন। প্রথম টি-২০তে না খেললেও আজ মাঠে নেমেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। তারকা অলরাউন্ডারকে মাত্র ৫ রানের মাথায় আউট করেন অক্ষর প্যাটেল। ১৬ বলে ১৯ রান করে আউট হন স্টিভ স্মিথ’ও। চাহাল-কুলদীপ বা অশ্বিনের অবর্তমানেও টিম ইন্ডিয়ার স্পিন বিভাগ যে সুরক্ষিত তার ধারণা পাওয়া গেলো আজ তিরুঅনন্তপুরমে। ৪ ওভারে ৩২ রানের বিনিময়ে ৩ উইকেট নিলেন বিষ্ণোই। শর্ট, ইংলিস ছাড়াও তিনি আউট করেন টিম ডেভিড’কে।
পঞ্চম উইকেটের জুটিতে প্রত্যাঘাতের প্রয়াস করে অস্ট্রেলিয়া। দুই অলরাউন্ডার টিম ডেভিড এবং মার্কাস স্টয়নিসকে দেখা গিয়েছিলো দ্রুত রান তুলতে। কিন্তু আজ যথেষ্ট হলো না তা। ডেভিড ২২ বলে ৩৭ এবং স্টয়নিস ২৫ বলে ৪৫ রান করে আউট হতে অস্ট্রেলিয়ার হার নিশ্চিত হয়ে গিয়েছিলো। অধিনায়ক ম্যাথু ওয়েড ক্রিজে সময় নিয়েছিলেন। কিন্তু দলের নিশ্চিত পতন রোধ করতে পারেন নি। অপরাজিত রইলেন ২৩ বলে ৪২ রান করে। টিম ইন্ডিয়ার হয়ে বিষ্ণোই-এর পাশাপাশি বল হাতে সফল প্রসিদ্ধ কৃষ্ণা’ও। ৩ উইকেট নিলেন তিনি। ১টি করে উইকেট জমা পড়েছে অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং এবং মুকেশ কুমারের ঝুলিতে। জোড়া জয় ছিনিয়ে নেওয়ার পর ভারত এবার পাড়ি দেবে দেশের উত্তর-পূর্বাংশের গুয়াহাটিতে। সেখানেই আগামী ২৮ তারিখ রয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) সিরিজের তৃতীয় টি-২০।