IND vs AUS, Toss Report: টসে জিতলো ভারত, অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের লক্ষ্যে প্রথম একাদশে পাঁচ বদল টিম ইন্ডিয়ার !! 1

IND vs AUS: টিম ইন্ডিয়ার এশিয়া কাপ (Asia Cup 2023) জয়ের পর এক সপ্তাহও পেরোয় নি। এর মধ্যেই মাঠে ফিরছেন ভারতীয় ক্রিকেটাররা। মোহালির আই এস বিন্দ্রা স্টেডিয়ামে আজ তাঁদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া (IND vs AUS)। বিশ্বকাপের আর বেশী দেরী নেই। তার আগে অজি শিবিরকেই প্রস্তুতির অন্তিম সুযোগ হিসেবে দেখছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এশিয়া কাপ জয় সত্ত্বেও ভারতীয় দল সম্পর্কে ছোটোখাটো কিছু প্রশ্নের উত্তর মেলে নি এখনও। সেই সকল ধাঁধার উত্তর খুঁজতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের সিরিজকে ব্যবহার করতে চান দ্রাবিড় (Rahul Dravid)। অন্যদিকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া চলতি বছরে ইতিমধ্যেই একবার ভারতকে হারিয়েছে একদিনের সিরিজে। বিশ্বকাপের ঠিক আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে চাইবে তারাও।

চোটের কারণে অস্ট্রেলিয়া দল থেকে ছিটকে গিয়েছেন ট্র্যাভিস হেড (Travis Head)। পরিবর্তে ওপেনিং-এ ডেভিড ওয়ার্নারের সঙ্গী হতে পারেন মিচেল মার্শ (Mitchell Marsh)। দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলেন নি স্টিভ স্মিথ (Steve Smith)। কবজির চোট সারিয়ে ভারতের বিরুদ্ধে মাঠে ফিরছেন তিনি। প্রোটিয়াদের বিপক্ষে ব্যাট হাতে সফল হয়েছেন মার্নাস লাবুশেন (Marnus Labuschagne)। মনে করা হচ্ছে বিশ্বকাপের চূড়ান্ত দলে থাকবেন তিনি। আজ চার নম্বরে তাঁর জন্যও বড় পরীক্ষা। নজর থাকবে ক্যামেরন গ্রিন এবং মার্কাস স্টয়নিসের দিকেও। অস্ট্রেলিয়ার হয়ে উইকেটরক্ষকের দস্তানা হাতে মাঠে নামতে চলেছেন জশ ইংলিস। চোট সারিয়ে মাঠে ফিরছেন অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। সাথে পেস ব্যাটারির ধার বাড়াতে মাঠে থাকবেন শন অ্যাবট। অ্যাস্টন অ্যাগার না থাকায় একমাত্র স্পিনার হিসেবে খেলছেন অ্যাডাম জাম্পা।

প্রথম দুটি একদিনের ম্যাচে ভারত যে স্কোয়াড নিয়ে পরীক্ষানিরীক্ষা করবে,তার স্পষ্ট ইঙ্গিত মিলেছে দল ঘোষণার সময়েই। আজকের ম্যাচে অধিনায়ক হিসেবে থাকছেন কে এল রাহুল (KL Rahul)। বিশ্রামে রোহিত শর্মা, বিরাট কোহলি। ওপেনিং-এ শুভমান গিলের সঙ্গী হবেন ঈশান কিষণ (Ishan Kishan)। তিন নম্বরে ব্যাটার হিসেবে পাল্লাভারী ঋতুরাজ গায়কোয়াড়ের। এশিয়া কাপে চোটের জন্য ছিটকে গিয়েছিলেন শ্রেয়স আইয়ার। আজ চার নম্বরে ব্যাট হাতে ফিরছেন তিনিও। এছাড়া পাঁচে থাকছেন রাহুল। ছয় নম্বরে সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) ভাবছে ভারতীয় দল। হার্দিক পান্ডিয়া না থাকায় প্রধান অলরাউন্ডারের ভূমিকায় থাকবেন রবীন্দ্র জাদেজা। এক বছরেরও বেশী সময় পর পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে ফিরছেন রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin)। আজ নজর থাকবে তাঁর দিকে। পেস বিভাগে বুমরাহ-শার্দুল এবং শামি’কে রেখেই দল সাজিয়েছে ভারত।

Asia Cup 2023 Asia Cup 2023 Schedule | Asia Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Afghanistan Squad | Bangladesh Squad | Sri Lanka Squad | Nepal Squad

IND vs AUS ম্যাচের সময়সূচি-

প্রথম একদিনের ম্যাচ

স্থান আই এস বিন্দ্রা স্টেডিয়াম, মোহালি, পাঞ্জাব

তারিখ ২২ সেপ্টেম্বর, ২০২৩, শুক্রবার

সময় দুপুর ১ টা ৩০ মিনিট (ভারতীয় সময়)

World Cup 2023 | World Cup Tickets & Schedule | World Cup 2023 All Squad | India Squad | Pakistan Squad Bangladesh Squad | Afghanistan Squad | England Squad | New Zealand Squad | Australia Squad | South Africa Squad | Sri Lanka Squad | Netherlands Squad

IS Bindra Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

IS Bindra Stadium | IND vs AUS | Image: Twitter
IS Bindra Stadium | Image: Twitter

মোহালির আই এস বিন্দ্রা স্টেডিয়ামে শুক্রবার ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) সিরিজের প্রথম একদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে। ভারতীয় উপমহাদশের গতিশীল পিচগুলির অন্যতম মোহালি। এখানে ইনিংসের শুরুর দিকে বল হাতে সহায়তা পান ফাস্ট বোলাররা। পাওয়ার প্লে’তে সেই কারণে গতির আগুন ছুটিয়ে প্রতিপক্ষের উইকেট তুলে নেওয়ার প্রয়াস থাকবে দুই দলেরই। ম্যাচ যত গড়াবে পিচ ততই ব্যাটিং স্বর্গে রূপান্তরিত হবে। এই মাঠেই অস্ট্রেলিয়া সহজে ৩৫৯ রান’ও তাড়া করে জয় ছিনিয়ে নিয়েছিলো ২০১৯ সালে। মোহালির বাইশ গজে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নজির এটিই।

আই এস বিন্দ্রা স্টেডিয়ামে এখনও অবধি ২৫টি একদিনের ম্যাচ খেলা হয়েছে। এর মধ্যে ১৫টিতে প্রথমে ব্যাটিং করা দল জয় পেয়েছে। এবং ১০টি ম্যাচে জয় এসেছে রান তাড়া করে। এক ইনিংসে সর্বোচ্চ রান তোলার নজির রয়েছে ভারতের। শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৭ সালে ‘মেন ইন ব্লু’ ৪ উইকেটের বিনিময়ে ৩৯২ রান তুলেছিলো। সর্বনিম্ন রানের নজির রয়েছে পাকিস্তানের। ২০০৬ সালে তারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অল-আউট হয়েছিলো ৮৯ রান করেই। হাই স্কোরিং গ্রাউন্ড বলে পরিচিত মোহালির প্রথম ইনিংসের গড় স্কোর ২৭২। ভারত বনাম অস্ট্রেলিয়া লড়াইতে এই মাঠে এগিয়ে অস্ট্রেলিয়া। তারা পাঁচ সাক্ষাতের মধ্যে ৪টিতে জিতেছে।

Mohali Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

Mohali Weather | IND vs AUS | Image: Twitter
Mohali Weather | Image: Twitter

মোহালিতে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রী সেলসিয়াস হওয়ার সম্ভাবনা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকার সম্ভাবনা ৬৩ শতাংশ। যা খানিক অস্বস্তিতে ফেলতে পারে ক্রিকেটারদের। সম্প্রতি এশিয়া কাপে প্রায় প্রতিটি খেলায় বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু মোহালিতে ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) ম্যাচ চলাকালীন বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। সম্পূর্ণ ১০০ ওভারের ম্যাচ দেখার ব্যাপারে আশাবাদী ক্রিকেটজনতা।

টসের পর দুই অধিনায়কের বক্তব্য-

কে এল রাহুল-

আমরা প্রথমে বোলিং করবো। এখানে সাধারণত রান তাড়া করে সাফল্য পাওয়া যায়। এখনও কিছু কিছু জিনিস ঠিকঠাক করা বাকি রয়েছে। যেগুলো ঠিক হয়েছে (এশিয়া কাপে) তার ধারাবাহিকতাও বজায় রাখতে হবে। আরও একটা চ্যালেঞ্জ। পৃথিবীর সেরা দলের বিরুদ্ধে খেলে আমাদের সুবিধাই হবে। ওরা (অস্ট্রেলিয়া) কঠিন প্রতিদ্বন্দ্বী, এবং ওদের বিপক্ষে খেলা বেশ উপভোগ্য হয়। এটা সবসময়ই একটা বড় চ্যালেঞ্জ।

প্যাট কামিন্স-

বেশ কিছুটা সময় পর মাঠে ফিরে ভালো লাগছে। মিচেল স্টার্ক এবং গ্লেন ম্যাক্সওয়েল এখনও সম্পূর্ণ প্রস্তুত নয়। আমরাও প্রথমে বোলিং-ই বাছতাম। কিন্তু তা না হওয়ায় বিশেষ বিচলিত নই। সুন্দর রৌদ্রজ্জ্বল দিন। আমাদের হয়ে ডেভিড ওয়ার্নার এবং মিচেল স্টার্ক ওপেন করবে। তারপর যথাক্রমে থাকছে স্মিথ, মার্নাস এবং ইংলিস।

দুই দলের প্রথম একাদশ-

IND vs AUS | Image: Getty Images

 

ভারত-

ঈশান কিষণ, শুভমান গিল, ঋতুরাজ গায়কোয়াড়, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (অধিনায়ক, উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, রবিচন্দ্রণ অশ্বিন, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ।

অস্ট্রেলিয়া-

ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, ক্যামেরন গ্রিন, মার্কাস স্টয়নিস, জশ ইংলিস (উইকেটরক্ষক), ম্যাথু শর্ট,  প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা, শন অ্যাবট।

ভারত বনাম অস্ট্রেলিয়া, টস রিপোর্ট-

টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিলো ভারত।

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *