IND vs WI
Rohit Sharma & Virat Kohli

IND vs AFG: নতুন বছরের গোড়াতে দেশের মাটিতে আফগানিস্তানের মুখোমুখি ভারতীয় দল (IND vs AFG)। তিনটি টি-২০ ম্যাচ খেলার কথা ‘মেন ইন ব্লু’র। জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে বসতে চলেছে টি-২০ বিশ্বকাপ। আফগানিস্তান সিরিজকে সেই মেগা টুর্নামেন্টের প্রস্তুতির অংশ হিসেবে দেখছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। গত ১১ তারিখ মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে ছিলো সিরিজের প্রথম ম্যাচ। ১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই দুই ওপেনারের উইকেট খোয়াতে হলেও যেভাবে ব্যাট হাতে ভরসা যুগিয়ে টিম ইন্ডিয়াকে (Team India) জয় এনে দিয়েছেন তিলক বর্মা, শিবম দুবে (Shivam Dube), রিঙ্কু সিং-রা, তা ভরসা যুগিয়েছে সমর্থকদের।

প্রথম ম্যাচে ৬ উইকেটে জয়ের পর আফগানিস্তানের বিরুদ্ধে আজ ইন্দোরের হোলকার স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে মাঠে নামার কথা টিম ইন্ডিয়ার (Team India)। টানা দ্বিতীয় জয় ছিনিয়ে নিয়ে ইন্দোরেই সিরিজ পকেটে পুরে নিতে চায় ভারতীয় শিবির। ম্যাচের আগে শক্তি বেড়েছে দলের। ব্যক্তিগত কারণে প্রথম টি-২০ ম্যাচে খেলতে পারেন নি বিরাট কোহলি (Virat Kohli)। আজ ফিরছেন তিনি। ১৪ মাস পর ভারতীয় জার্সিতে কুড়ি-বিশের ক্রিকেট খেলতে দেখা যাবে কোহলিকে। ওপেনিং স্লট নাকি তিন নম্বর- কোন পজিশনে কোহলিকে ব্যাট করতে পাঠান কোচ দ্রাবিড়, নজর থাকবে সেইদিকে। একই সাথে নজর থাকবে রোহিত শর্মা’র (Rohit Sharma) দিকেও। লম্বা সময় পর টি-২০তে কামব্যাক করেছেন ভারত অধিনায়ক’ও। আজ ইন্দোরে এক নতুন রেকর্ড স্পর্শ করার হাতছানি রয়েছে তাঁর সামনে।

Read More: IND vs ENG: ভাগ্য খুলছে KS ভারতের, রাহুলের গ্লাভসে গলাবেন হাত !!

রানের সন্ধানে থাকবেন রোহিত শর্মা-

Rohit Sharma | ind vs afg | Image: Twitter
Rohit Sharma | Image: Twitter

২০২২-এর টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে ১০ উইকেটের ব্যবধানে লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছিলো ভারত’কে। অ্যাডিলেড ওভালের সেই ম্যাচের পর টি-২০ ক্রিকেট থেকে অব্যাহতি নিয়ে নিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। ২০২২-এর নভেম্বর মাসে ভারত গিয়েছিলো নিউজিল্যান্ড সফরে। দেখা যায় নি রোহিতকে। ২০২৩ সালে শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মত প্রতিপক্ষের বিরুদ্ধে টি-২০ খেলেছে টিম ইন্ডিয়া। কিন্তু মাঠে দেখা যায় নি রোহিত’কে (Rohit Sharma)। তাঁর অবর্তমানে অধিকাংশ ম্যাচে নেতৃত্বের ভার সামলেছেন হার্দিক পান্ডিয়া। সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরাহকেও মাঝেমধ্যে দেখা গিয়েছে নেতার ভূমিকায়।

১৪ মাসের বিরতির পর অবশেষে ভারত বনাম আফগানিস্তান (IND vs AFG) সিরিজে টি-২০ স্কোয়াডে ফিরেছেন রোহিত। মোহালিতে প্রথম ম্যাচে মাঠেও নেমেছিলেন তিনি। কিন্তু ব্যাট হাতে সাফল্য পান নি। শুভমান গিলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফিরেছেন শূন্য রানে। গত দশ টি-২০ ইনিংসে রোহিতের (Rohit Sharma) বড় স্কোর বিশেষ নেই। একমাত্র অর্ধশতক দূর্বল নেদারল্যান্ডসের বিরুদ্ধে। পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশের মত প্রতিপক্ষের বিরুদ্ধে শান্তই ছিলো ব্যাট। আইপিএলেও ২০.৭৫ গড়ে ৩৩২ রানের বেশী আসে নি ২০২৩ সালে। প্রত্যাবর্তন ম্যাচের শূন্য রানের ইনিংস স্বভাবতই চাপ বাড়িয়েছে রোহিতের (Rohit Sharma) উপর। আজ ইন্দোরে বড় রান করে অফ ফর্মের শৃঙ্খল ভাঙতে চাইবেন তিনি। হোলকার স্টেডিয়ামে আন্তর্জাতিক টি-২০তে শতক রয়েছে তাঁর। যা বাড়তি আত্মবিশ্বাস যোগাতে পারে রোহিতকে।

সফলতম অধিনায়ক হতে পারেন রোহিত-

MS Dhoni, Virat Kohli and Rohit Sharma | IND vs AFG | Image: Getty Images
MS Dhoni, Virat Kohli and Rohit Sharma | Image: Getty Images

প্রায় দেড় বছর আন্তর্জাতিক টি-২০ খেলেন নি রোহিত শর্মা (Rohit Sharma)। তবে প্রত্যাবর্তনের দিনকয়েকের মধ্যেই সফলতম অধিনায়কের মুকুটের হাতছানি থাকছে তাঁর সামনে। ২০১৭ সালে প্রথমবার টি-২০ ম্যাচে ভারতের অধিনায়কত্ব করেছিলেন। ২০২১ সালের টি-২০ বিশ্বকাপের পর কুড়ি-বিশের ক্রিকেটে ভারতীয় দলের নেতৃত্ব ছেড়ে দেন বিরাট কোহলি (Virat Kohli)। তারপর পাকাপাকি ভাবে অধিনায়ক করা হয় রোহিত’কে (Rohit Sharma)। এখনও অবধি ৫২টি টি-২০ ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। জিতেছেন ৪০টিতে। হার মাত্র ১২টিতে। জয়ের শতকরা হার ৭৬.৯২। আজ ইন্দোরে আফগানিস্তানের বিরুদ্ধে জিতলে ৪১টি জয়-সহ ভারতের সফলতম টি-২০ অধিনায়কের শিরোপা নিজের নামে করে নিতে পারবেন হিটম্যান।

আজ ভারত জিতলেও আপাতত সফলতম অধিনায়কের খেতাব মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) সাথে ভাগাভাগি করে নিতে হবে রোহিতকে। তাঁর’ও অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি-২০’র আঙিনায় জয়ের সংখ্যা ৪১। তবে তিনি দেশকে নেতৃত্ব দিয়েছেন ৭২ ম্যাচে। জয়ের হার ৫৬.৯৪। অতএব শতাংশের হারে অনেকখানি এগিয়ে রয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। হিটম্যান জয়-পরাজয়ের পরিসংখ্যানের হিসেবে অনেকখানি পিছনে ফেলেছেন বিরাট কোহলি’কে। ২০১৭ থেকে ২০২১ অবধি অধিনায়ক হিসেবে ৫০ টি-২০ ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়ে কোহলি (Virat Kohli) জিতেছেন ৩০ ম্যাচ। তাঁর নেতৃত্বে ভারত হেরেছে ১৬ ম্যাচে। দুটি ম্যাচ টাই হয়েছে। বাকি দুই ম্যাচ থেকেছে অমীমাংসিত।

Also Read: IND vs AFG, 2nd T20i: দ্বিতীয় ম্যাচেই সিরিজ পকেটে পুরতে বদ্ধপরিকর ভারত, শক্তি বাড়িয়ে মাঠে নামছেন রোহিত’রা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *