imad-got-into-scandal-post-ind-vs-pak

টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) আঙিনায় ভারত-পাক (IND vs PAK) লড়াইতে একপেশে দাপট রয়েছে টিম ইন্ডিয়ারই (Team India)। এতদিন সাত সাক্ষাতে কেবল ১টি জয় ছিলো পাকিস্তানের। ২০২৪-এ তাদের সামনে সুযোগ ছিলো ব্যবধান কমিয়ে আনার। কাছাকাছিও পৌঁছেছিলো তারা। কিন্তু শেষমেশ ভারতীয় বোলিং-এর দাপটে হেরেই ছাড়তে হয় মাঠ। ৬-২ এর বদলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৭-১। নিউ ইয়র্কের নাসাও কাউন্টির মাঠে দিনের শুরুটা পাকিস্তানের পক্ষেই গিয়েছিলো। টসে জিতেছিলেন বাবর আজম। ভারতকে তিনি প্রথমে ব্যাটিং-এর আমন্ত্রণ জানান। শুরুতেই উইকেট তুলে ধাক্কা দিয়েছিলেন নাসিম শাহ (Naseem Shah) ও শাহীন শাহ আফ্রিদি। আক্রমণ জারি রাখেন বোলাররা। ঋষভ পন্থ ছাড়া রুখে দাঁড়াতে পারেন নি কেউই। ১৯ ওভারে মাত্র ১১৯ রানে থেমে যায় টিম ইন্ডিয়ার ইনিংস।

১২০ রানের লক্ষ্য তাড়া করে সহজেই জিতবে পাকিস্তান। এমনটা ধরে নিয়েছিলেন অনেকে। কিন্তু পিচ থেকে সাহায্য আদায় করে নিয়ে পালটা আঘাত শুরু করেন ভারতীয় বোলাররা। প্রথমে বাবর (Babar Azam), পরে উসমান খান ও মহম্মদ রিজওয়ানের উইকেট তুলে নিয়ে চাপে ফেলে পাকিস্তানকে। মিডল অর্ডারে ইফতিকার আহমেদ, ফখর জামান, শাদাব খানরা থাকলেও তাঁরা মোকাবিলা করতে পারেন নি বুমরাহ (Jasprit Bumrah), হার্দিক, আর্শদীপদের। একটা সময় পাক দলের শেষ ভরসা ছিলেন ইমাদ ওয়াসিম (Imad Wasim)। ক্রিজে অনেকক্ষণ কাটিয়ে ম্যাচকে শেষ অবধি টেনে নিয়ে যাওয়ার প্রয়াস করেছিলেন তিনি। কিন্তু ধোনি বা বিরাটের মত শেষলগ্নে বাজিমাত করতে পারেন নি তিনি। ২০তম ওভারের প্রথম বলেই আউট হন। করেন ২৩ বলে ১৫ রান। তাঁর মন্থর ইনিংসের জন্য পাক সমর্থকদের ‘ভিলেন’ হয়ে উঠেছেন তারকা অলরাউন্ডার। তাঁর সমালোচনায় মুখর সকলে।

Read More: বাদের খাতায় শিবম-বিরাট, আমেরিকার বিরুদ্ধে বিকল্প হিসেবে দুই তরুণকে তৈরি রাখছে টিম ইন্ডিয়া !!

হোয়্যাটসঅ্যাপ চ্যাট বিতর্কে ইমাদ ওয়াসিম-

Imad Wasim | IND vs PAK | Image: Getty Images
Imad Wasim | Image: Getty Images

ভারত-পাক (IND vs PAK) ম্যাচে বিরুদ্ধে হতশ্রী পারফর্ম্যান্স ইমাদ ওয়াসিমের (Imad Wasim)। পরাজয়ের জন্য অনেকেই দায়ী করছেন তাঁকে। পিএসএলের প্লে-অফে দারুণ পারফর্ম্যান্স করার পর তিনি জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটানোর পর যতটা খুশি দেখিয়েছিলো পাক সমর্থকদের, এখন ঠিক ততটাই বীতশ্রদ্ধ লাগছে তাঁদের। ক্রিকেট বিশেষজ্ঞরাও একহাত নিয়েছেন ইমাদকে। প্রাক্তন অধিনায়ক মহম্মদ হাফিজ (Mohammad Hafeez) একটি টেলিভিশন চ্যানেলে বলেছেন যে মহম্মদ আমির, ইমাদ ওয়াসিমের (Imad Wasim) মত ক্রিকেটাররা আদতে টি-২০ বিশ্বকাপকে গুরুত্বই দেন নি। এই সময় কোনো লীগ ক্রিকেট না থাকায় ‘টাইমপাস’ হিসেবে জাতীয় দলে ফিরেছেন তাঁরা। সেলিম মালিক’ও ‘ইচ্ছাকৃত’ বল নষ্টের অভিযোগ এনেছেন ইমাদের বিরুদ্ধে। সবমিলিয়ে তাঁকে নিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি পাকিস্তানে।

এহেন আবহে ইমাদ ওয়াসিমকে (Imad Wasim) ঘিরে পুরনো একটি বিতর্ক ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। ঘটনার সূত্রপাত ২০১৭ সালে। আফগান জাত এক ডাচ তরুণী পাকিস্তান ক্রিকেটার ইমাদ ওয়াসিমের বিরুদ্ধে তাঁকে ‘কুপ্রস্তাব’ দেওয়ার অভিযোগ আনেন। নিজের অভিযোগের স্বপক্ষে বেশ কিছু হোয়্যাটসঅ্যাপ চ্যাটও ফাঁস করেন তিনি। সেখানে ছবি রয়েছে পাক অলরাউন্ডারের। আর রয়েছে বেশ কিছু ভয়েস নোট। তাতে তাঁকে শোনা গিয়েছিলো ঐ তরুণীকে যৌনতার প্রস্তাব দিতে। এই সব ভয়েস নোট ও চ্যাট ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই উঠেছিলো বিতর্কের ঝড়। সেই যাত্রায় একটি পালটা ভিডিও পোস্ট করে নিজের পক্ষে সাফাই দিয়েছিলেন ইমাদ। সময়ের সাথে সাথে বিষয়টি মিটেও যায়। তবে ভারত-পাক (IND vs PAK) ম্যাচে তাঁর ব্যর্থতার পর অন্তর্জাল দুনিয়ার অতল থেকে ফের ভেসে উঠেছে সেই ভিডিওগুলি। তা শেয়ার করে ইমাদকে নিশানা করেছেন অনেকে।

দেখে নিন ইমাদ ওয়াসিমের সেই বিতর্কিত চ্যাটগুলি-

Also Read: IND vs PAK: টিম ইন্ডিয়ার গলায় কাঁটা হয়ে রয়েছে এই খেলোয়াড়, একার দমে হারাবে বিশ্বকাপ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *