IPL শুরুতেই হায়দ্রাবাদ ভক্তদের জন্য দুঃসংবাদ, লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন এই ম্যাচ উইনার !! 1

জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৭তম সিজিন (IPL 2024), এই পরিস্থিতিতে প্রথম ৭ ম্যাচের পরিসমাপ্তি ঘটেছে এবং প্রথম কয়েকটি ম্যাচের বিচারে ঘরের মাটিতেই সাতটি দল জয়লাভ করেছে। গতকাল গুজরাটকে পরাস্ত করেছে চেন্নাই সুপার কিংস এবং তালিকায় শীর্ষে পৌঁছে গিয়েছিল। আজকের মেগা ম্যাচে মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) ও মুম্বই ইন্ডিয়ান্স (MI)।

আরও পড়ুন | IPL 2024: শাপে বর পাঞ্জাব কিংসের, ‘ভুল করে’ এই দুর্ধর্ষ ক্রিকেটারকে দলে সামিল করেছেন প্রীতি জিন্টা’রা !!

হায়দ্রাবাদের তারকা স্পিনার গেলেন ছিটকে

এই পরিস্থিতিতে হায়দ্রাবাদ দলের থেকে পাওয়া গেল এক অত্যন্ত খারাপ খবর। তারকা স্পিনারকে ছাড়াই মুম্বইয়ের বিরুদ্ধে নামতে হবে দলকে। শ্রীলঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে (Wanindu Hasaranga) এই মরসুমের শুরু থেকে দলে পায়নি SRH। এবার এটা নিশ্চিত হয়ে গিয়েছে যে হাসারাঙ্গাকে আপাতত দলে পাচ্ছে না SRH বাহিনী।

এই মরশুমের শুরুর কয়েকটা ম্যাচে তিনি থাকছেন না, তা আগে থেকেই নিশ্চিত ছিল। তবে আরও এক সপ্তাহ এবার তাঁকে সানরাইজার্স পাবে না। বাম পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন তিনি। ব্যাথা কমাতে বিশেষজ্ঞ ডাক্তারকে দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন হাসারাঙ্গা। প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে হাসারাঙ্গা বর্তমানে শ্রীলঙ্কার T20 দলের দায়িত্বে রয়েছেন এবং তিনি সদ্য ক্যাপ্টেন হিসাবে অসাধারণ প্রদর্শন দেখিয়েছেন। তবে আম্পায়ারদের সঙ্গে খারাপ ব্যাবহারের জন্য ক্ষতিপূরণ দিতে হয়েছে হাসারাঙ্গাকে।

আপাতত ক্রিকেট থেকে সাসপেন্ড রয়েছেন হাসারাঙ্গা

Wanindu Hasaranga, ipl 2024
Wanindu Hasaranga | Image: Getty Images

বাংলাদেশে দুই সিরিজেই ভয়ানক ব্যথা সহ্য করেই খেলেছেন হাসারাঙ্গা। দুই সিরিজ মিলিয়ে ছয় ম্যাচে তিনি আট উইকেট পেয়েছিলেন। বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলোয়াড়দের আচরণবিধির ধারা ২.৮ লঙ্ঘনের জন্য আট ডিমেরিট পয়েন্ট পেয়েছেন এবং টেস্ট সিরিজ থেকে শ্রীলঙ্কাকে প্রতিনিধিত্ব করা থেকে বরখাস্ত হয়েছেন। অনেকে এটিকে চক্রান্ত বলে মনে করছেন, তাদের মতে আসন্ন T20 বিশ্বকাপের আগে এই সাস্পেনসনের আওতায় না পড়েন।

আরও পড়ুন | IPL 2024: এই তিনটি কারণে এখনি হার্দিক’কে সরিয়ে রোহিত’কে নেতৃত্বে ফেরানো উচিৎ মুম্বই ইন্ডিয়ান্সের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *