hardik pandya, team india
Hardik Pandya | Image: Getty Images

TOP 3: টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জয়ের পর ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। হিটম্যানের অবসরের পর নতুন অধিনায়কের সন্ধানে ক্রিকেট নিয়ামক সংস্থা। দৌড়ে দুই প্রধান মুখ হিসেবে রয়েছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ও সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে তাঁদের মধ্যে কাকে বেছে নেওয়া হবে সেই সিদ্ধান্ত নিতে গিয়ে দ্বিধাবিভক্ত বোর্ডের অন্দরমহল। গত দেড়-দুই বছর ধরে আগামী অধিনায়ক হিসেবে ‘গ্রুম’ করা হয়েছে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। কর্মকর্তাদের একাংশ চাইছেন তাঁকে। আবার সদ্য নিযুক্ত হওয়া কোচ গৌতম গম্ভীর জানিয়ে দিয়েছেন যে তাঁর পছন্দ সূর্যকুমার যাদব। এই দড়ি টানাটানি কতদিন চলবে সেইদিকে এখন তাকিয়ে সকলে। বিশেষজ্ঞমহলের মতে হার্দিকের পক্ষে যেতে পারে তিনটি কারণ।

Read More: বদলা নিলেন রোহিত শর্মা, ক্যাপ্টেনসি থেকে হার্দিক পান্ডিয়াকে করলেন আউট !!

সূর্যকুমারের চেয়ে অভিজ্ঞতায় এগিয়ে হার্দিক-

Hardik Pandya and Rohit Sharma | T20 | Image: Getty Images
Hardik Pandya and Rohit Sharma | Image: Getty Images

আন্তর্জাতিক স্তরে অধিনায়কত্ব করার বিষয়ে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) চেয়ে অনেকখানি এগিয়ে রয়েছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। আইপিএলে গুজরাত টাইটান্সের অধিনায়কত্ব দিয়ে হাতেখড়ি হয়েছিলো তাঁর। এরপর ২০২২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথমবার দেশকে নেতৃত্ব দেন। অ্যাওয়ে সিরিজে তাঁর অধিনায়কত্বে জয় পায় টিম ইন্ডিয়া (Team India)। এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধেও অ্যাওয়ে সিরিজে দলকে জয় এনে দেন অধিনায়ক হার্দিক। ২০২৩-এ শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড সিরিজে ভারতের নেতা হিসেবে মাঠে নেমেছেন। জয়ও পেয়েছে টিম ইন্ডিয়া। একমাত্র ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ছাড়া একটিও সিরিজ হারেন নি তিনি। পক্ষান্তরে সূর্যকুমার যাদব ভারতকে নেতৃত্ব দিয়েছেন কেবল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। অভিজ্ঞতায় তাই এগিয়ে হার্দিকই।

গম্ভীরের একাধিপত্ব খর্ব হবে-

Gautam Gambhir | T20 | Image: Getty Images
Gautam Gambhir | Image: Getty Images

সদ্যই জাতীয় দলের কোচ হয়েছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ইতিমধ্যেই নিজের পছন্দের বিষয়গুলি প্রায় জোর করেই দলের উপর চাপিয়ে দেওয়ার প্রবণতা দেখা গিয়েছে তাঁর মধ্যে। এক বছরেরও বেশী সময় সাদা বলের খেলায় টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক ছিলেন হার্দিক (Hardik Pandya)। রোহিতের অবর্তমানে দিয়েছেন নেতৃত্ব। স্বাভাবিক নিয়মে টি-২০তে (T20) রোহিতের (Rohit Sharma) অবসরের পর তাঁরই অধিনায়কত্ব পাওয়ার কথা। কিন্তু ব্যক্তিগত সম্পর্কের জেরে হার্দিককে সরিয়ে রেখে সূর্যকুমার যাদবের হাতে দায়িত্ব তুলে দিতে চাইছেন গম্ভীর। শুরু থেকেই যদি তাঁর যাবতীয় দাবী মেনে নিতে থাকে বোর্ড, তাহলে আগামীতে যে টিম ইন্ডিয়ার অন্দরে কোচ ও ক্রিকেটারদের মধ্যে দ্বন্দ্বের সম্ভাবনা বাড়বে তা নিশ্চিত। তা এড়াতেই কোচের চাহিদায় রাশ টানতে পারে বিসিসিআই।

ভবিষ্যতের কথা ভাবতে হবে দল’কে-

Hardik Pandya and Suryakumar Yadav | T20 | Image: Getty Images
Hardik Pandya and Suryakumar Yadav | Image: Getty Images

তিন ফর্ম্যাটে তিনজন অধিনায়ক নীতি আদৌ কার্যকরী হবে কিনা তা নিয়ে দ্বিধায় বোর্ড কর্তা’রা। টেস্ট ও ওডিআইতে আপাতত রোহিতই সামলাবেন নেতৃত্বের ভার। কিন্তু টি-২০’র নতুন অধিনায়ক বাছতে গিয়েও দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা প্রয়োজন বিসিসিআই-এর। আর বছর দুয়েকের মধ্যেই তিন ফর্ম্যাট থেকে সরে দাঁড়াতে পারেন রোহিত। তখন ওডিআই ফর্ম্যাটেই প্রয়োজন হবে নতুন অধিনায়ক। সূর্যকুমার টি-২০তে (T20) নিয়মিত হলেও বাকি দুই ফর্ম্যাটে কখনোই নন। যদি টেস্ট জসপ্রীত বুমরাহ’কে আগামীর অধিনায়ক হিসেবে বেছে নেন জয় শাহ’রা, সেক্ষেত্রে সাদা বলের দুই ফর্ম্যাটের জন্য একজন নির্দিষ্ট অধিনায়ক প্রয়োজন হবে। সেই ভূমিকায় আদর্শ বিকল্প হতে পারেন একমাত্র হার্দিক পান্ডিয়াই। অভিজ্ঞতা, পারফর্ম্যান্স থেকে নেতৃত্ব দেওয়া মানসিকতা-তারকা অলরাউন্ডারের ঝুলিতে মজুর রয়েছে সবই।

Also Read: গম্ভীরের জামানায় কপাল পুরলো হার্দিক পান্ডিয়ার, বিশ্বকাপের হিরোর হাতে উঠছে T20 দলের অধিনায়িকত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *