টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) মিটলেই নয়া কোচ দেখা যাবে টিম ইন্ডিয়াতে (Team India)। রাহুল দ্রাবিড়ের উত্তরসূরি হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। লক্ষ্ণৌ ছেড়ে চলতি মরসুমে তিনি যোগ দিয়েছিলেন নাইট রাইডার্সে (KKR)। মেন্টর হিসেবে দলকে জিতিয়েছেন ট্রফি। বিজ্ঞপ্তি প্রকাশের পর রিকি পন্টিং, স্টিফেন ফ্লেমিং-দের মত বিদেশী কোচদের নাম ভাসলেও আইপিএলের সাফল্য ‘ফেভারিট’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে গম্ভীরকে (Gautam Gambhir)। একটি অনুষ্ঠানে তিনি নিজেও জানিয়েছেন যে জাতীয় দলের দায়িত্ব নিতে আপত্তি নেই তাঁর। আইপিএল ফাইনালের দিন বোর্ড সচিব জয় শাহের সাথে আলোচনা করতেও দেখা গিয়েছে তাঁকে। ২৭ মে অবধি ছিলো আবেদনের সময়সীমা। সংবাদমাধ্যম সূত্র জানাচ্ছে যে আবেদন করেছেন তিনি।
সরকারী ঘোষণা এখনও আসে নি। এমনকি কোনো সাক্ষাৎকার’ও হয় নি কোচ নিয়োগের বিষয়ে। কিন্তু তাও বোর্ড সূত্র মারফৎ খবর যে পদে বসছেন গম্ভীরই (Gautam Gambhir)। বিসিসিআই ঘনিষ্ট এক আইপিএল (IPL) ফ্র্যাঞ্চাইজি মালিক ক্রিকবাজকে গম্ভীরের নিয়োগের ব্যপারে জানিয়েছেন। সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন বোর্ডের খুব কাছের এক বর্ষীয়ান ধারাভাষ্যকার’ও। সম্ভবত জুন মাস শেষের আগেই ঘোষণা করা হতে পারে নতুন কোচের নাম। শেষবেলায় কি দেখা যেতে পারে কোনো ট্যুইস্ট? গম্ভীরের হাতে থেকে কেউ কেড়ে নিতে পারেন কোচের ব্যাটন? সম্ভাবনা তৈরি হয়েছে হরভজন সিং-এর (Harbhajan Singh) একটি ট্যুইটের পর। প্রাক্তন সতীর্থ নয়, বরং প্রাক্তন কোচ গ্যারি কার্স্টেনকে (Gary Kirsten) ফের দায়িত্বে দেখতে চেয়েছেন তিনি।
Read More: Big Breaking: জন্টি রোডস হতে চলেছেন টিম ইন্ডিয়ার নতুন কোচ, BCCI করলো বড় ঘোষণা !!
পাকিস্তান দল নিয়ে খুশি নন কার্স্টেন-
গুজরাত টাইটান্স (GT) ফ্র্যাঞ্চাইজির মেন্টর পদে ছিলেন দক্ষিণ আফ্রিকার গ্যারি কার্স্টেন (Gary Kirsten)। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) আগেই তিনি যোগ দিয়েছেন পাকিস্তান (PAK) শিবিরে। কিন্তু আশানুরূপ সাফল্য পান নি সেখানে। গ্রুপ পর্বেই ছিটকে যেতে হয়েছে পাক দল’কে। সংবাদমাধ্যম সূত্রে খবর বাবর আজম (Babar Azam), শাহীন আফ্রিদিদের সাজঘরের হালত দেখে ক্ষুব্ধ কার্স্টেন। দলের মধ্যে একতার স্পষ্ট অভাব দেখছেন তিনি। বীতশ্রদ্ধ কোচ ড্রেসিংরুমে নিজের বিরক্তির কথা জানিয়েছিলেন। বলেছিলেন, “পাকিস্তান দলে কোনো একতাই নেই। এটা কোনো দল নয়। এখানে কেউ একে অপরকে সাহায্য করে না। সবাই আলাদা আলাদা। আমি অনেক দলের সাথে কাজ করেছি, কিন্তু এমন অবস্থা কোথাও দেখি নি।”
ক্রিকেটারদের গোপনে এই কথা জানিয়েছিলেন কার্স্টেন (Gary Kirsten)। কিন্তু তাও ফাঁস হয়ে গিয়েছে ইতিমধ্যেই। যা বিরক্তি বাড়িয়েছে তাঁর। সাংবাদিকেরা প্রশ্ন করলে যদিও এড়িয়ে গিয়েছেন তিনি। জানিয়েছেন, “আমার সোশ্যাল মিডিয়া নেই। আমি প্রকাশ্যে মুখ খুলি না সাংবাদিক সম্মেলন ছাড়া।” কিন্তু সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে পাকিস্তানের দায়িত্ব নিয়ে সত্যিই খুশি নন তিনি। এর আগে বিপুল অর্থের প্রস্তাব অস্ট্রেলীয় প্রাক্তনী শেন ওয়াটসনকে (Shane Watson) দিয়েছিলো পিসিবি। কিন্তু রাজী হন নি তিনি। বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতাসম্পন্ন কার্স্টেন দায়িত্ব নিলেও যেদিকে এগোচ্ছে ঘটনাপ্রবাহ, তাতে আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) অবধি তিনি থাকেন কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন।
কার্স্টেনকে ভারতে ফেরার পরামর্শ ভাজ্জির-
২০১১ সালে ভারত যখন দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপ (ICC World Cup) জিতেছিলো, তখন কোচ ছিলেন গ্যারি কার্স্টেন। সাফল্যের পিছনে তাঁর অবদান এক কথায় স্বীকার করেন শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar) থেকে বিরাট কোহলি-সকলেই। দলকে এক সুতোয় বেঁধে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পিছনে তাঁর যে কার্যকরী ভূমিকা ছিলো তা দিনের আলোর মত পরিষ্কার। এরপর গুজরাত টাইটান্সের (GT) মেন্টর থাকাকালীনও সাফল্য পেয়েছেন তিনি। ২০২২-এ জিতেছেন ট্রফি, ২০২৩-এ হয়েছেন রানার্স আপ। পাকিস্তানের সাজঘরে তাঁকে সমস্যার সম্মুখীন হতে দেখে ব্যথিত টিম ইন্ডিয়ার ২০১১ ওডিআই বিশ্বকাপ জয়ী দলের সদস্য হরভজন সিং (Harbhajan Singh)। তিনি পাশে দাঁড়ালেন কার্স্টেনের।
এই মুহূর্তে কোচের সন্ধানে রয়েছে টিম ইন্ডিয়া (Team India)। প্রাক্তন প্রশিক্ষককে ভাজ্জির পরামর্শ পুরনো দলে ফিরে আসার। নিজের এক্স-হ্যান্ডেলে তিনি লেখেন, “ওখানে নিজের সময় নষ্ট কোরো না গ্যারি (কার্স্টেন)। টিম ইন্ডিয়াকে কোচিং করাতে ফিরে এসো। গ্যারি কার্স্টেন একজন দুর্লভ হীরে। একজন দারুণ কোচ, একজন মেন্টর। উনি আমাদের ২০১১-এর দলের সকলের একজন সৎ ও খুব কাছের বন্ধু। আমাদের ২০১১ সালের বিশ্বকাপজয়ী কোচ। একজন স্পেশ্যাল মানুষ।” শোনা যাচ্ছে কার্স্টেনের সেই দলেরই সদস্য গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) কোচের পদে দায়িত্ব দেওয়ার কথা ভাবছে বিসিসিআই। শীঘ্রই রয়েছে সাক্ষাৎকার। তবে কি গম্ভীরের নাম অপছন্দ ভাজ্জির? তাই সুকৌশলে ভাসিয়ে দেওয়া কার্স্টেনের নাম? সেই প্রশ্নের জবাব যদিও মেলে নি এখনও।