রিঙ্কু-ঋতুরাজ নয়, বিরাট কোহলি বিশ্বকাপ থেকে বাদ পড়লে এই খেলোয়াড় যাবেন ওয়েস্ট ইন্ডিজ !! 1

T20 World Cup: ক্রিকেটজনতার ফোকাসে এখন টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। আগামী মাসের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে বসতে চলেছে প্রতিযোগিতার আসর। এগারো বছর আইসিসি আয়োজিত কোনো প্রতিযোগিতায় সাফল্য না পাওয়া টিম ইন্ডিয়া এই টুর্নামেন্টকেই আপাতত করেছেন ‘পাখির চোখ।’ খেতাব জয় ছাড়া কিছুই নেই তাদের ভাবনায়। ২০২২-এর টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটের ব্যবধানে লজ্জাজনক পরাজয়ের পর ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে নিজেদের দলকে ঢেলে সাজিয়েছে ‘মেন ইন ব্লু।’ সিনিয়রদের অনেককে সরিয়ে জায়গা দেওয়া হয়েছে তরুণদের। এবারের টুর্নামেন্টে তাই তারুণ্যের তেজে বলীয়ান হয়ে মাঠে নামতে চায় ভারত।

জানুয়ারি মাসেই গ্রুপ বিন্যাস ও টুর্নামেন্টের সম্পূর্ণ সূচি ঘোষণা করে দিয়েছিলো আইসিসি। ভারত রয়েছে গ্রুপ-এ’তে। ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে নিউ ইয়র্কের মাঠে অভিযান শুরু করছে তারা। দ্বিতীয় ম্যাচ ৯ তারিখ। নিউ ইয়র্কের নাসাও কাউন্টির মাঠে প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। এরপর ১২ ও ১৫ তারিখ যথাক্রমে নিউ ইয়র্ক ও ফ্লোরিডায় মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মুখোমুখি হবে টিম ইন্ডিয়া (Team India)। এবারের টি-২০ বিশ্বকাপে কারা ভারতের জার্সি পরবেন তা গত ৩০ তারিখ ঘোষণা করে দিয়েছে ভারতীয় বোর্ড। বিরাট কোহলির (Virat Kohli) জন্য হয়ত শেষ সুযোগ টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জেতার। এই টুর্নামেন্টের ইতিহাসে ভারতের সফলতম ক্রিকেটার বিরাটের বিকল্প এখন থেকেই প্রস্তুত রাখছে বিসিসিআই।

Read More: IPL 2024: দল জিতলেও মন খারাপ রোহিত শর্মা’র, সাজঘরে চোখে জল মুম্বই অধিনায়কের !!

চুটিয়ে IPL খেলছেন বিরাট কোহলি-

Virat Kohli | T20 World Cup | Image: Getty Images
Virat Kohli | Image: Getty Images

এই মুহূর্তে আইপিএলে ব্যস্ত রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এই মরসুমেই ট্রফি থেকে আপাতত অনেকখানি দূরে। অঙ্কের হিসেবে তাদের প্লে-অফে যাওয়ার সম্ভাবনা এখনও মিলিয়ে যায় নি হাওয়ায়। তবুও ‘মিরাকল’-এর আশা করছেন না সমর্থকেরা। একটা সময় দশ দলের টুর্নামেন্টে সবার নীচে ছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স (RCB)। গত তিন ম্যাচে জয়ের হ্যাট্রিক করে কয়েক ধাপ উপরে উঠে এসেছে তারা। আপাতত পয়েন্ট তালিকায় তাদের অবস্থান সাতে। ১১ ম্যাচে ৭টি হারলেও ৪টিতে জিতেছে তারা। লীগ পর্বে বাকি ৩ ম্যাচ। সর্বোচ্চ ১৪ পয়েন্টে পৌঁছনো সম্ভব তাদের।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছন্দে না থাকলেও অনবদ্য ফর্মে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli) স্বয়ং। এই মরসুমে এখনও অবধি ১১ ম্যাচে ৬৭.৭৫ গড়ে তিনি করেছেন ৫৪২ রান। অর্ধশতকের গণ্ডী পেরিয়েছেন চারটি ম্যাচে। রাজস্থান রয়্যালসের (RR) বিরুদ্ধে করেছেন শতরান’ও। এই মুহূর্তে সর্বোচ্চ রান সংগ্রাহকের কমলা টুপির মালিকও কোহলিই। আইপিএলে অল্প সময়ের ব্যবধানে একের পর এক ম্যাচ খেলতে হচ্ছে বিরাটকে। যা চিন্তা বাড়িয়েছে ভারতীয় সমর্থকদের। আইপিএল মিটলেই রয়েছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। মাঝে এক সপ্তাহের বিরতিও নেই। ফ্র্যাঞ্চাইজির হয়ে সর্বস্ব উজাড় করে খেলতে গিয়ে দুর্ভাগ্যক্রমে যদি চোট পান কোহলি, তাহলে তিনি অনিশ্চিত হয়ে পড়তে পারেন টি-২০ বিশ্বকাপে।

বিকল্প হতে পারেন শুভমান গিল-

Shubman Gill and Virat Kohli | T20 World Cup | Image: Getty Images
Shubman Gill and Virat Kohli | Image: Getty Images

টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ৮৯ গড়ে ১১৪১ রান রয়েছে তাঁর। ছয়টি টি-২০ বিশ্বকাপ খেলেছেন বিরাট। এর মধ্যে চারটি সংস্করণে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রান করেছেন তিনি। একমাত্র ক্রিকেটার হিসেবে দুইবার টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হওয়ার নজিরও গড়েছেন তিনি। যদিও ট্রফি জেতা হয় নি। বর্তমানে তাঁর টি-২০ স্ট্রাইক রেট নিয়ে বিস্তর জলঘোলা হলেও কোহলির পরিসংখ্যানই তাঁকে বিশ্বকাপের দলে জায়গা দিতে বাধ্য করেছে নির্বাচকদের। ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে ভারতীয় ব্যাটিং লাইন আপে তিন নম্বরে খেলার ব্যপারে এগিয়েও রয়েছেন তিনিই। তবুও ব্যাক-আপ প্ল্যান’ও প্রস্তুত রাখছে দল। যদি কোনো কারণে বিরাট না খেলতে পারেন তাহলে জায়গা পাবেন শুভমান গিল।

৩০ এপ্রিল যে ১৫ সদস্যের মূল স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা, সেখানে জায়গা হয় নি শুভমানের। তিনি রয়েছেন চার সদস্যের ট্র্যাভেলিং রিজার্ভদের তালিকায়। এই তালিকায় রিঙ্কু সিং-এর মত ব্যাটার থাকলেও বিরাটের বিকল্প হিসেবে শুভমানই (Shubman Gill) আদর্শ হতে পারেন বলে মত বিশেষজ্ঞদের। কোহলির মতই শুভমানও টপ-অর্ডার ব্যাটার। প্রয়োজনে অ্যাঙ্কর-এর ভূমিকায় সফল হতে পারেন দুজনে। এছাড়াও কঠিন পরিস্থিতিতে ইনিংস গড়ার খুঁটিনাটি সম্পর্কে কোহলির মতই ধারণা রয়েছে শুভমানেরও। গত মরসুমে আইপিএলে ৮৯০ রান করেছিলেন তিনি। এই বছরও ৩২ গড়ে ৩৩২ রান রয়েছে তাঁর।

Also Read: T20 বিশ্বকাপে একবার নয় বরং দুই বার মুখোমুখি হতে চলেছে ইন্ডিয়া-পাকিস্তান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *