T20 World Cup 2024: স্বপ্ন অধরাই থাকলো শুভমান গিল-আবেশ খানের, বিশ্বকাপ না খেলেই ফিরছে দেশে !! 1

আগামীকাল বিশ্বকাপের মঞ্চে (T20 World Cup 2024) ভারতীয় দল নিয়ম রক্ষার ম্যাচে মুখোমুখি হতে চলেছে কানাডার বিরুদ্ধে চলতি বিশ্বকাপে ভারতীয় দল প্রথম তিন ম্যাচেই জয় লাভ করে সুপার এইটের জন্য যোগ্যতা অর্জন করেছে। এই পরিস্থিতিতে সুপার এইটের মাঝে ভারতীয় দলের তিনটি বিপক্ষ দল হতে চলেছে অস্ট্রেলিয়া-আফগানিস্থান এবং বাংলাদেশ। এই তিনটি দলের বিরুদ্ধে ভারতকে খেলতে হবে সুপার এইট’এর ম্যাচ। এই মারকাটারি ম্যাচ গুলির আগে ভারতীয় দলে শুরু হলো কাটাছেড়ার কাজ, দল থেকে বাদ পড়েছেন শুভমান গিল (Shubman Gill) এবং আবেশ খান (Avesh Khan)।

সুপার এইটের মঞ্চে প্রবেশ করলো টিম ইন্ডিয়া

USA vs IND, t20 world cup 2024
USA vs IND | Image: Getty Images

চলতি বিশ্বকাপে ভারতীয় দলের প্রথম কয়েকটি ম্যাচ খেলতে হয়েছিল আমেরিকার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। তবে কানাডার বিরুদ্ধে প্রথমবারের জন্য ফ্লোরিডাতে খেলতে চলেছে টিম ইন্ডিয়া, এরপর ভারতীয় দলের সুপারহিটের মঞ্চে ওয়েস্ট ইন্ডিজে ফিরতে হবে। যেখানে হতে চলেছে বড় চ্যালেঞ্জ, আমেরিকা যুক্তরাষ্ট্রের পিচে ব্যাটিং করা খুবই মুশকিল। এমনকি এখানে কোন ম্যাচেই ব্যাটিং দলকে ১৪০ রানের গন্ডী টপকাতে দেখতে পাওয়া যায়নি। ভারতীয় দল প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে আট উইকেটে জয়লাভ করেছিল, এরপর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ১১৯ রান ডিফেন্ড করেছিল।

Read More: T20 World Cup 2024: ভাগ্য খুললো রিংকু সিংয়ের, বিশ্বকাপ দলে নিলেন সরাসরি এন্ট্রি !!

এরপর আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গত ম্যাচে ১১১ রান তাড়া করতে এসে টিম ইন্ডিয়ার ব্যাটিং ধস লক্ষ্য করা গিয়েছিল। আগামী ১৫ জুন ফ্লোরিডায় কানাডার বিরুদ্ধে লেগের শেষ ম্যাচ খেলতে চলেছে টিম ইন্ডিয়া। এই ম্যাচের পরেই টিম ইন্ডিয়ার রিজার্ভ দলে থাকা দুই ক্রিকেটার অর্থাৎ শুভমান গিল (Shubman Gill) এবং আবেশ খানকে (Avesh Khan) মুক্তি দেওয়া হবে।

গিল-আবেশ’দের মুক্তি দিয়েছে টিম ম্যানেজমেন্ট

Avesh Khan and Shubman Gill, t20 world cup 2024
Shubman Gill and Avesh Khan | Image: Twitter

জানা গিয়েছে, এই দুই তরুণকে শুধু নিউইয়র্ক লেগের (ভারতের প্রথম তিনটি ম্যাচ) জন্য ট্র্যাভেলিং রিজার্ভ হিসাবে সুযোগ দেওয়া হয়েছিল। তাঁদের আপাতত ছেড়ে দেওয়া হলেও ভারতীয় স্কোয়াডে ঢোকার এখনও সুযোগ রয়েছে দুজনের। যদিও, গিল বা আবেশ সহজে জাতীয় দলে সুযোগ পেতেন না। মূল স্কোয়াডের কেউ চোট পেলেই তখন দুজনের পক্ষে জাতীয় দলে খেলার সম্ভাবনা ছিল। USA’র পর ভারতীয় দল যেহেতু ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলতে চলেছে তাই সেখানে স্পিন উইকেট লক্ষ করা যাবে যেখানে গিল বা আবেশের কোনো প্রয়োজন হবে না বলেই মনে করছেন কতৃপক্ষ।

যেহেতু দলে ব্যাক আপ ওপেনার হিসাবে রয়েছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) তাই গিলকে মুক্তি দিলো টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট। যদিও ট্র্যাভেলিং স্কোয়াডে রিঙ্কু সিং (Rinku Singh), খলিল আহমেদকে (Khaleel Ahamed) রেখে দেওয়া হচ্ছে। বিশ্বাস করা হচ্ছে যে, রিংকুকে দেখা যেতে পারে আসন্ন ম্যাচগুলোতে।

Read Also: T20 World Cup 2024: “আরও দুটো বড়াপাও খাও…” রোহিতের ফিটনেসের বেহাল দশা, ট্রলের কাঁটায় বিদ্ধ ভারত অধিনায়ক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *