gambhir-willing-to-coach-team-india

নতুন কোচের সন্ধানে টিম ইন্ডিয়া (Team India)। ২০২১ সালের নভেম্বরে হটসিটে বসেছিলেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। প্রায় তিন বছর বিরাট কোহলি, রোহিত শর্মাদের হেডস্যর হিসেবে ছিলেন তিনি। এই সময়কালে এশিয়া কাপ (Asia Cup) জিতেছে ভারত। তবে আইসিসি ট্রফি এখনও অধরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওডিআই বিশ্বকাপের ফাইনালে পৌঁছলেও মেটে নি কাপ ও ঠোঁটের দূরত্ব। জুন মাসের টি-২০ বিশ্বকাপই (T20 World Cup) কোচ হিসেবে দেশকে আইসিসি ট্রফি এনে দেওয়ার শেষ সুযোগ দ্রাবিড়ের সামনে। গত বছরের নভেম্বর মাসেই চুক্তি ফুরিয়েছিলো তাঁর। তবে কুড়ি-বিশের বিশ্বকাপের কথা মাথায় রেখে সেই সময় দ্রাবিড়ের সাথে চুক্তি নবীকরণ করেছিলেন বোর্ড কর্মকর্তারা। জুলাই মাসের গোড়া থেকেই নতুন প্রশিক্ষকের হাতে টিম ইন্ডিয়াকে (Team India) সঁপে দেওয়াই লক্ষ্য এখন জয় শাহ’দের।

বিসিসিআই সচিব জানিয়েছিলেন যে দ্রাবিড় যদি দায়িত্বে থাকতে চান, তাহলে নতুন করে আবেদন করতে হবে তাঁকে। সংবাদমাধ্যম সূত্রে খবর যে সেই পথে হাঁটেন নি প্রাক্তন ভারত অধিনায়ক। তাঁর উত্তরসূরি হিসেবে একটা সময় দেখা হচ্ছিলো ভিভিএস লক্ষ্মণকে (VVS Laxman)। কিন্তু ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে যে ব্যক্তিগত কারণে গত বছরেই হায়দ্রাবাদের প্রাক্তনী জানিয়ে দিয়েছিলেন জয় শাহ’কে যে তিনি টিম ইন্ডিয়ার (Team India) দায়িত্ব নিতে চান না। অগত্যা নতুন কাউকে কোচের দায়িত্ব দেওয়া ছাড়া পথ খোলা নেই বিসিসিআই-এর সামনে। সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগের ঘোষণা করেছিলো তারা। জমা পড়েছে প্রায় ৩০০০ আবেদন। তা ঝাড়াই-বাছাইয়ের পর রয়েছে সাক্ষাৎকার পর্ব। শেষমেশ দায়িত্ব কে পান তা সময় বলবে, তবে ক্রিকেটমহলের হাওয়ায় আপাতত ভাসছে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) নাম।

Read More: T20 World Cup: ফাঁস হলো প্রথম ম্যাচের একাদশ, আয়ারল্যান্ডের বিরুদ্ধে চমকে দেবে ভারতের টিম কম্বিনেশন !!

ইতিবাচক প্রতিক্রিয়া দিলেন গৌতম গম্ভীর-

Gautam Gambhir | Team India | Image: Twitter
Gautam Gambhir | Image: Twitter

প্রথম যখন টিম ইন্ডিয়ার (Team Indua) নতুন কোচ নিয়োগের খবর সামনে এসেছিলো তখন গুঞ্জন শুরু হয়েছিলো রিকি পন্টিং (Ricky Ponting), জাস্টিন ল্যাঙ্গার, স্টিফেন ফ্লেমিং (Stephen Fleming), অ্যান্ডি ফ্লাওয়ারদের মত বিদেশী তারকাদের নিয়ে। কিন্তু দেশ ও পরিবার ছেড়ে দীর্ঘ সময় ভারতে থাকতে রাজী হন নি তাঁদের কেউই। এরপরেই সম্ভাব্য কোচ হিসেবে ভাসতে থাকে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) নাম। এবারের আইপিএলে (IPL) মেন্টর হিসেবে কলকাতা নাইট রাইডার্সের (KKR) সাথে যুক্ত ছিলেন তিনি। কলকাতা ট্রফি জেতার পরেই সম্ভাব্য কোচ হিসেবে জোরালো হয় তাঁর নাম। চেন্নাইয়ের ফাইনালের দিন বোর্ড সচিব জয় শাহের (Jay Shah) সাথে আলাদা করে কথাও বলতে দেখা যায় গম্ভীরকে। পরে বিসিসিআই ঘনিষ্ট এক আইপিএল মালিক সংবাদমাধ্যমকে জানান যে চূড়ান্ত হয়েছে গম্ভীরের নাম’ই।

গোটা দেশ যখন টিম ইন্ডিয়ার (Team India) কোচের পদে তাঁর নিয়োগ নিয়ে হইচইয়ে ব্যস্ত, তখন এই বিষয়ে কোনো রকম প্রতিক্রিয়া এতদিন দেন নি খোদ গৌতম গম্ভীর। অবশেষে আবু ধাবি’তে একটি অনুষ্ঠানে মুখ খুললেন তিনি। প্রশ্নের জবাবে তিনি বলেন, “দেখুন আমার ভারতীয় দলকে কোচিং করাতে ভালোই লাগবে। জাতীয় দলকে প্রশিক্ষণ দেওয়ার চেয়ে বড় সম্মানের কিছুই নেই।” ২০১১-র পর বিশ্বকাপ জেতে নি ভারত। কোচ হিসেবে কিভাবে বিশ্বকাপ জেতাবেন দল’কে। এক খুদে প্রশ্নকর্তাকে জবাব দিতে গিয়ে গম্ভীরের মুখে টিম স্পিরিটের কথা। তিনি জানান, “আমি কি করে ভারতকে বিশ্বকাপ জেতাবো-আমার মনে হয় আমি একা বিশ্বকাপ জয়ে সাহায্য করতে পারবো না। ১৪০ কোটি ভারতীয় দেশকে জেতাতে পারেন। সবাই যদি আমাদের জন্য প্রার্থনা করেন, আমরা যদি তাঁদের প্রতিনিধি হিসেবে খেলতে পারি, তাহলেই বিশ্বকাপ জিতবো।”

Also Read: T20 World Cup: রুদ্ধশ্বাস থ্রিলারের সাক্ষী থাকলো বার্বাডোজ, সুপার ওভারে ওমানকে হারিয়ে জয়ী নামিবিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *