ভারতীয় দলের কোচ হিসেবে আগামী মাস থেকেই সম্ভবত দেখা যাবে গৌতম গম্ভীরকে (Gautam Gambhir)। রাহুল দ্রাবিড়ের উত্তরসূরি হিসেবে তাঁর নাম নিয়ে আলোচনা চলছে বেশ কিছু দিন ধরেই। আইপিএলের আসরে কলকাতা নাইট রাইডার্সকে (KKR) ট্রফি উপহার দেওয়ার পরেই কোচ হিসেবে গম্ভীরকে চেয়ে সওয়াল করেছিলেন অনেকে। সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), অনিল কুম্বলের মত প্রাক্তন অধিনায়কদের ভোটও পেয়েছিলেন তিনি। চেন্নাইতে আইপিএল ফাইনালে বিসিসিআই সচিব জয় শাহের (Jay Shah) সাথে একান্তে বেশ খানিকক্ষণ কথাও বলতে দেখা গিয়েছিলো তাঁকে। দেশের স্বার্থে আইপিএলের (IPL) লোভনীয় প্রস্তাব ছাড়তে যে তিনি তৈরি তা জয় শাহের সাথে আলোচনার পরেই স্পষ্ট করেছিলেন গম্ভীর।
বিসিসিআই ঘনিষ্ট এক আইপিএল ফ্র্যাঞ্চাইজি মালিক ক্রিকবাজকে জানিয়ে দিয়েছিলেন কোচ পদে চূড়ান্ত হয়ে গিয়েছেন গম্ভীর (Gautam Gambhir)। এরপর এক প্রভাবশালী বর্ষীয়ান ধারাভাষ্যকার’ও স্বীকার করে নেন খবরের সত্যতা। তার পর থেকেই কোচ হিসেবে গম্ভীরের নাম ঘোষণার অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। কিন্তু ধীরে চলো নীতিই নিয়েছিলো বোর্ড। প্রায় এক মাস ধরে চলতে থাকা নাটকে নতুন অধ্যায় যুক্ত হলো গতকাল। মুম্বইয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সদর দপ্তরে ক্রিকেট অ্যাডভাইজরি কমিটির কাছে ইন্টারভিউ দিলেন গম্ভীর (Gautam Gambhir)। অশোক মালহোত্রা, যতীন পরাঞ্জাপে ও সুলক্ষণা নায়েকের কমিটি সিলমোহর দিলে তাঁর কোচ হওয়া সময়ের অপেক্ষা হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। সম্ভবত জিম্বাবুয়ে সফরেই দায়িত্ব বুঝে নেবেন তিনি।
Read More: দুই নৌকায় পা দিয়ে চলবেন গৌতম গম্ভীর? BCCI-এর পাশাপাশি কথা রাখবেন শাহরুখ খানেরও !!
রোহিতকেই অধিনায়ক চাইছেন গম্ভীর-
স্পষ্টবক্তা হিসেবে বরাবরই পরিচিতি গৌতম গম্ভীর (Gautam Gambhir)। সূত্রের খবর তিনি গতকাল সাক্ষাৎকারেও কোচ পদে নিযুক্ত হওয়ার আগে পাঁচটি শর্ত রেখেছেন বিসিসিআই-এর কাছে। স্পষ্ট এক দিশা তিনি উপহার দিতে চান দেশের সিনিয়র ক্রিকেট দল’কে। জানিয়ে দিয়েছেন যে দলের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ চাই তাঁর। একই সাথে নিজের পছন্দের কোচিং স্টাফ নিয়োগের অনুমতিও চেয়েছেন তিনি। তৃতীয় শর্ত হিসেবে তিনি চেয়েছেন টেস্টের জন্য আলাদা ক্রিকেটীয় কাঠামো গঠন করতে। দলে তারুণ্য ও অভিজ্ঞতার সঠিক ভারসাম্য তৈরিই লক্ষ্য গম্ভীরের (Gautam Gambhir)। তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখে নিতে চান সিনিয়র সদস্যদের। তারপর ফর্ম ও ফিটনেস বিচার করে আগামীর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। প্রয়োজনে পুরনো মুখদের সরিয়ে নয়া তারকাদের জায়গা দেওয়া হতে পারে।
২০২৭-এর বিশ্বকাপের কথা ভেবে তিনি যে এখনই এগোতে চান, তা স্পষ্ট করে দিয়েছেন গম্ভীর (Gautam Gambhir)। সূত্রের খবর দলে একঝাঁক রদবদল করলেও অধিনায়ক পদে এই মুহূর্তে কোনো রকম বদল চাইছেন না তিনি। রোহিত শর্মা’র নেতৃত্ব দেওয়ার দক্ষতার অন্যতম বড় ভক্ত প্রাক্তন কেকেআর ক্যাপ্টেন। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন তিনি। ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ অবধি হিটম্যানকেই নেতা চাইছেন তিনি। অনেকেই মনে করেছিলেন যে ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফির পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন রোহিত শর্মা (Rohit Sharma)। নতুন অধিনায়ক হিসেবে দেখা যাবে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। কিন্তু গম্ভীর কোচের পদে বসার পর তারকা অলরাউন্ডারের পূর্ণ সময়ের নেতা হওয়ার স্বপ্ন আপাতত পূরণ হচ্ছে না বলেই খবর। ২০২৭-এর বিশ্বকাপের সময় রোহিতের বয়স হবে ৪০। ফিটনেস ধরে রাখা চ্যালেঞ্জ হতে পারে তাঁর কাছে।