gambhir-interiviewed-for-40-minutes

টিম ইন্ডিয়ার (Team India) কোচের পদে কি গৌতম গম্ভীর (Gautam Gambhir)? এই প্রশ্নের জট ছাড়াতে এখন ব্যস্ত ভারতীয় সমর্থকেরা। রাহুল দ্রাবিড় যে সরে দাঁড়াচ্ছেন তা নিশ্চিত হয়ে গিয়েছিলো দিনকয়েক আগেই। বোর্ড সচিব জয় শাহ (Jay Shah) জানিয়ে দিয়েছিলেন যে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) মিটলেই নয়া কোচের হাতে দায়িত্ব তুলে দেওয়া হবে। সেই মত প্রকাশ করা হয়েছিলো বিজ্ঞপ্তিও। গত ২৭ মে অবধি ছিলো আবেদনের সময়সীমা। আমেরিকাতে টি-২০ বিশ্বকাপ চলাকালীন দ্রাবিড় নিজেও জানিয়ে দিয়েছিলেন যে দ্বিতীয় দফায় দায়িত্ব নিতে রাজী নন তিনি। পরিবারকে সময় দিতেই সরে দাঁড়াচ্ছেন তিনি। কোহলি (Virat Kohli), রোহিতদের কোচের হটসিটে নতুন মুখ হিসেবে প্রথমে রিকি পন্টিং, অ্যান্ডি ফ্লাওয়ারদের নাম শোনা গেলও পরে ফেভারিট হয়ে ওঠেন গৌতম গম্ভীর। সূত্রের খবর তাঁর হাতেই যাচ্ছে দায়িত্ব।

খেলোয়াড় হিসেবে অবসরের পর লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের মেন্টর হিসেবে আত্মপ্রকাশ করেন গম্ভীর (Gautam Gambhir)। দুই বছর ছিলেন সেখানে। দুইবারই দলকে নিয়ে গিয়েছেন প্লে-অফে। সাফল্যের শৃঙ্গ জয় করেন তৃতীয় মরসুমে এসে। লক্ষ্ণৌ (LSG) ছেড়ে মেন্টর হিসেবে যোগ দেন নিজের পুরনো ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (KKR)। অধিনায়ক হিসেবে জোড়া খেতাব দিয়েছেন কলকাতা’কে। মেন্টর হিসেবেও এনে দিলেন ট্রফি। তারকাখচিত দলকে দুর্দান্ত ভাবে সামলে, আগাগোড়া দাপট রেখে খেতাব জেতে বেগুনি-সোনালী শিবির। নাইটদের ট্রফি জয়ের পরেই আগামীর ভারতীয় কোচ হিসেবে গম্ভীরকে (Gautam Gambhir) চেয়ে সওয়াল করতে থাকেন সমর্থকেরা। শোনা গিয়েছে সায় রয়েছে বিসিসিআই-এরও। সরকারী ঘোষণা না হলেও গম্ভীরই যে দায়িত্ব পাচ্ছেন, তা বর্তমানে ক্রিকেটমহলে যেন ‘ওপেন সিক্রেট।’

Read More: ভেস্তে গেল ভারত-কানাডা ম্যাচ, নাক কাটলো ICC’র !!

দায়িত্বে গম্ভীরই, সিদ্ধান্তে সিলমোহর শীঘ্রই-

Gautam Gambhir | Image: Twitter
Gautam Gambhir | Image: Twitter

আইপিএলের (IPL) ফাইনালের দিন চেন্নাইয়ের চিন্নাস্বামী স্টেডিয়ামে একান্তে আলোচনা করতে দেখা গিয়েছিলো গৌতম গম্ভীর (Gautam Gambhir) ও বিসিসিআই সচিব জয় শাহ’কে (Jay Shah)। তারপরেই ভারতীয় সাজঘরে গম্ভীরের প্রবেশের গুঞ্জন তীব্রতর হয়। আইপিএল জয়ের পর মধ্যপ্রাচ্যে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন প্রাক্তন বাম হাতি ব্যাটার। তাঁকে প্রশ্নও করা হয়েছিলো এই নিয়ে। হাসিমুখেই গম্ভীর (Gautam Gambhir) জানান, “দেখুন আমার ভারতীয় দলকে কোচিং করাতে ভালোই লাগবে। জাতীয় দলকে প্রশিক্ষণ দেওয়ার চেয়ে বড় সম্মানের কিছুই নেই।” জল্পনার আবহেই বোর্ড ঘনিষ্ট এক আইপিএল ফ্র্যাঞ্চাইজি মালিক সংবাদমাধ্যম ক্রিকবাজকে জানিয়ে দেন যে গম্ভীরের নিয়োগ চূড়ান্ত হয়ে গিয়েছে। এই খবরে সিলমোহর দেন বোর্ড ঘনিষ্ট এক সিনিয়র ধারাভাষ্যকারও।

এই মুহূর্তে টিম ইন্ডিয়া (Team India) ব্যস্ত রয়েছে টি-২০ বিশ্বকাপে (T20 World Cup)। দলের সঙ্গে রয়েছেন দ্রাবিড় (Rahul Dravid)। চলতি মাসের ২৯ তারিখ শেষ হচ্ছে কুড়ি-বিশের ক্রিকেটের বিশ্বযুদ্ধ। এরপর জিম্বাবুয়ের বিরুদ্ধে ৬ জুলাই থেকে অ্যাওয়ে সিরিজ শুরু হচ্ছে ভারতের। রয়েছে ৫টি টি-২০ ম্যাচ। সম্ভবত কোচ হিসেবে সেটাই হতে চলেছে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) প্রথম সিরিজ। সংবাদমাধ্যম দৈনিক জাগরণের তরফে দাবী করা হয়েছে যে গম্ভীরের নিয়োগ সংক্রান্ত ঘোষণার প্রস্তুতি শুরু করে দিয়েছে বিসিসিআই। জুন মাস শেষ হওয়ার আগেই দ্রাবিড়ের উত্তরসূরি হিসেবে জানিয়ে দেওয়া হবে তাঁর নাম। ২০২৪-এর জুলাই থেকে ২০২৭-এর ডিসেম্বর অবধি চুক্তিবদ্ধ হতে চলেছেন তিনি। এই সময়কালে চ্যাম্পিয়ন্স ট্রফি, টি-২০ বিশ্বকাপ ও ওডিআই বিশ্বকাপ খেলবে ভারত। গম্ভীরের হাত ধরে মিলবে সাফল্য? আশায় সমর্থকেরা।

Also Read: “আমার মনে হয় না…” গম্ভীরের কোচের পদে বসা নিয়ে বিস্ফোরক অনিল কুম্বলে !!

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *