gambhir-on-relationship-with-kohli

বিরাট কোহলি (Virat Kohli) বনাম গৌতম গম্ভীর (Gautam Gambhir)-দিল্লী ক্রিকেটের দুই নক্ষত্রের সম্পর্কের প্রবাহ যে সবসময় সোজা খাতে বয়েছে তা দাবী করতে পারবেন না কেউই। মাঝেমধ্যেই মাঠের বাইরে নানান মন্তব্যে কোহলিকে (Virat Kohli) বিঁধতে দেখা গিয়েছে ‘সিনিয়র’ তারকা গম্ভীরকে। স্ফুলিঙ্গ ঠিকরে বেরিয়েছে মাঠে দুজন মুখোমুখি হলেও। ২০১৩ সালে গম্ভীর (Gautam Gambhir) তখন কলকাতা নাইট রাইডার্সের (KKR) অধিনায়ক। তরুণ বিরাট হাতে পেয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) নেতৃত্ব। আউট হয়ে মাঠ ছেড়ে যাচ্ছিলেন কোহলি। তাঁকে উদ্দেশ্য করে কিছু বলে গম্ভীর। এই নিয়ে দুজনের মধ্যে তীব্র বাদানুবাদ হয়েছিলো সেই সময়। এই ঘটনা জায়গা করে নিয়েছিলো সংবাদমাধ্যমের শিরোনামে।

ছাইচাপা আগুন যে দুজনের মধ্যে রয়ে গিয়েছে তার প্রমাণ মেলে আরও দশ বছর পর। ক্রিকেট থেকে অবসরের পর গম্ভীর (Gautam Gambhir) তখন লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের (LSG) মেন্টর। একানা স্টেডিয়ামে ফের একবার ঝামেলায় জড়ান দুজনে। তীব্র কথাকাটির রেশ গড়িয়েছিলো মাঠের বাইরেও। সোশ্যাল মিডিয়া যুদ্ধ চলেছিলো দুজনের অনুরাগীদের মধ্যেও। রয়েছে মুদ্রার উলটো পিঠ’ও। ২০২৪-এ লক্ষ্ণৌ ছেড়ে কলকাতা নাইট রাইডার্সের (KKR) মেন্টর হয়েছিলেন গম্ভীর। চিন্নাস্বামীতে কেকেআর বনাম বেঙ্গালুরু ম্যাচ চলাকালীন নিজেই এগিয়ে গিয়ে কোহলির (Virat Kohli) সাথে কথা বলেন গম্ভীর। জিজ্ঞাসা করেন সদ্যজাত পুত্রের কথা। ইডেনে ফিরতি ম্যাচেও দুজনকে দেখা গিয়েছিলো হাসিমুখে কথা বলতে। তাঁদের সম্পর্কের সমীকরণটা ঠিক কি রকম? নরম-গরম একাধিক অধ্যায় দেখার পর প্রশ্ন ক্রিকেটজনতার।

Read More: গৌতম গম্ভীরের বিদায় রুখতে উঠে পড়ে লেগেছে আন্দ্রে রাসেল, BCCI কে দিচ্ছে এই টোপ !!

কোহলির সাথে সম্পর্ক নিয়ে অকপট গম্ভীর-

Gautam Gambhir and Virat Kohli | Image: Getty Images
Gautam Gambhir and Virat Kohli | Image: Getty Images

নাইট রাইডার্স মেন্টর হিসেবে আইপিএল (IPL) জয়ের কৃতিত্ব প্রথম মরসুমেই অর্জন করে ফেলেছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তাঁর পরবর্তী গন্তব্য কি? এই নিয়েই এখন চলছে চর্চা। কোচ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিসিসিআই। আইপিএল ছেড়ে এবার গম্ভীর কি পা রাখবেন আন্তর্জাতিক ক্রিকেটে? তেমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। চেন্নাইতে গত রবিবার সচিব জয় শাহের সাথে একান্তে আলোচনা করতে দেখা গিয়েছে গম্ভীরকে। বোর্ড ঘনিষ্ঠ এক আইপিএল ফ্র্যাঞ্চাইজি মালিক ক্রিকবাজকে জানিয়েছেন যে কোচ পদে চূড়ান্ত করা হয়েছে গম্ভীরের (Gautam Gambhir) নামই। সরকারী ঘোষণা আসা কেবল সময়ের অপেক্ষা। সিদ্ধান্তের সত্যতা জানিয়েছেন বোর্ডের ঘনিষ্ঠ এক ধারাভাষ্যকার’ও। জুন মাসের টি-২০ বিশ্বকাপের পরেই নাকি শুরু হচ্ছে ‘গুরু’ গম্ভীরের জমানা।

প্রাক্তন বাম হাতিকে কোচ করার গুঞ্জনের মাঝে প্রশ্ন উঠে আসছে গম্ভীর-কোহলি (Virat Kohli) সম্পর্কের সমীকরণ নিয়ে। ইতিপূর্বে যেভাবে প্রকাশ্যেই দুজনকে বিবাদে জড়াতে দেখা গিয়েছে তার রেশ যদি জাতীয় দলের সাজঘরেও প্রবেশ করে তাহলে আন্তর্জাতিক মঞ্চে টিম ইন্ডিয়া যে ঘোর বিপদে পড়তে পারে তা নিশ্চিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে সংবাদমাধ্যম স্পোর্টসকীড়ার তরফ থেকে গম্ভীরকে এই নিয়ে প্রশ্ন’ও করা হয়েছিলো। নিজস্ব স্টাইলেই তুড়ি মেরে প্রশ্নকে লং অফের উপর দিয়ে উড়িয়ে দিয়েছেন গম্ভীর। বলেন, “লোকের মনে যে ধারণাটা রয়েছে তা একেবারেই ঠিক নয়। আমার সাথে বিরাট কোহলির সম্পর্ক কেমন সে সম্পর্কে দেশের না জানলেও চলবে। বিরাটের যেমন মাঠে নেমে ওর দলের স্বার্থে নিজেকে প্রকাশের স্বাধীনতা রয়েছে, তেমন আমারও রয়েছে। আমাদের সম্পর্ক (জনগণকে) মশলা জোগানোর জন্য নয়।”

Also Read: বাদ রোহিত শর্মা, টি-২০ বিশ্বকাপে নতুন ভূমিকায় বিরাট কোহলিকে চান ওয়াসিম জাফর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *