টি-২০ বিশ্বকাপ জয়ের মাধ্যমে দ্রাবিড় জমানায় পড়েছে যবনিকা। গত ৯ জুলাই থেকে নতুন কোচ হিসেবে দায়িত্ব বুঝে নিয়েছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। আইপিএলের আসরে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে ট্রফি জিতেছেন তিনি। তার আগে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসকেও দুবার প্লে-অফে নিয়ে যাওয়ার কৃতিত্ব রয়েছে তাঁর। কিন্তু আন্তর্জাতিক আঙিনায় প্রশিক্ষক হিসেবে এই প্রথম পা রাখছেন তিনি। দ্রুত সামলে নিতে পারবেন, আশা রাখছেন অনুরাগীরা। আশাবাদী গম্ভীর (Gautam Gambhir) নিজেও। সামনেই রয়েছে শ্রীলঙ্কা সফর। তার আগে আজ মুম্বইতে বোর্ডের সদর দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। সাবলীল ভঙ্গিতেই সামলালেন যাবতীয় প্রশ্নবাণ। বিরাট-রোহিতদের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের উত্তর দেন তিনি। জসপ্রীত বুমরাহ’কে (Jasprit Bumrah) নিয়ে যে বিশেষ পরিকল্পনা রয়েছে, ফাঁস করেন তাও।
Read More: TOP 3: রিয়ান পরাগ নয়, জাতীয় দলে সুযোগ পাওয়ার যোগ্য দাবীদার এই ৩ ক্রিকেটার !!
বুমরাহ’র জন্য থাকছে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট-
গম্ভীর (Gautam Gambhir) কোচ হওয়ার পরেই তাঁর একটি পুরনো সাক্ষাৎকার প্রকাশ করেছিলো স্টার স্পোর্টস। সেখানে রোটেশন পলিসি বা ওয়ার্কলোড ম্যানেজমেন্টকে তুলোধোনা করতে শোনা গিয়েছিলো তাঁকে। জাতীয় দলেও যে সেই নীতিই তিনি নেবেন তা গম্ভীর স্পষ্ট করেছিলেন শ্রীলঙ্কা সফরের জন্য রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলিকে (Virat Kohli) ওডিআই দলে ফিরিয়ে এনে। তবে আজকে সাংবাদিক সম্মেলনে যখন ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে, তখন নিজের পুরনো অবস্থান থেকে খানিক সরতে শোনা গেলো তাঁকে। তিন ফর্ম্যাট খেলতে সক্ষম ক্রিকেটারদের যত বেশী সম্ভব ম্যাচ খেলা উচিৎ তা স্পষ্ট করেন ঠিকই, সাথে জসপ্রীত বুমরাহ’র (Jasprit Bumrah) মত কাউকে কাউকে যে সাময়িক বিরতি দেওয়ায় প্রয়োজন তা স্বীকার করে নেন।
শ্রীলঙ্কা সফরে টি-২০ ও ওডিআই সফরের স্কোয়াডে জায়গা হয় নি জসপ্রীত বুমরাহ’র (Jasprit Bumrah)। তাঁকে বাদ দেওয়া হয় নি। বরং বিশ্রাম দেওয়া হয়েছে, জানিয়ে দেন গম্ভীর (Gautam Gambhir)। এছাড়াও ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে তিনি বলেন, “ব্যাটারদের সব ম্যাচই খেলা উচিৎ। রোহিত, কোহলির মত যাঁরা টি-২০ থেকে অবসর নিয়েছেন তাঁদেরও সামনে তো রয়েইছে দুটো মাত্র ফর্ম্যাট। যথাসম্ভব বেশী ম্যাচ খেলতে ওদের দেখা যাবে। তবে জসপ্রীত বুমরাহ’র ক্ষেত্রে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট খুবই জরুরী। ও বিরল প্রজাতির ফাস্ট বোলার। ও (ফিট থাকা) দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একা বুমরাহ নয়, সব ফাস্ট বোলারদেরই সুরক্ষিত রাখতে হবে আমাদের।” অর্থাৎ আপাতত রোটেশন চলবে কেবল ফাস্ট বোলারদের, বুঝিয়ে দিলেন নয়া কোচ।
বিকল্প হিসেবে গম্ভীরের পছন্দ হর্ষিত-
সামনে রয়েছে একের পর এক টেস্ট সিরিজ। সব ঠিক থাকলে সাদা বলের ক্রিকেটে চলতি মরসুমে জসপ্রীত বুমরাহকে আর না দেখতে পাওয়ারই সম্ভাবনা। তবে তাঁর না থাকা যাতে বিশেষ সমস্যা সৃষ্টি না করে তা নিশ্চিত করতে মরিয়া কোচ গম্ভীর (Gautam Gambhir)। ইতিমধ্যেই আগামী প্রজন্মের পেসারদের মধ্যে থেকে হর্ষিত রাণা’কে (Harshit Rana) বিকল্প হিসেবে বেছে নিয়েছেন তিনি। দিল্লীর তরুণের সাথে ইতিমধ্যেই আইপিএলের আসরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। গম্ভীরের প্রশিক্ষণাধীন কেকেআরের হয়ে ২০২৪-এর আইপিএলে ১৯টি উইকেটও পেয়েছেন তিনি। স্বাক্ষর রেখেছেন প্রতিভার। এবার আন্তর্জাতিক আঙিনাতেও ভারতীয় দলের স্তম্ভ হয়ে ওঠার চ্যালেঞ্জ তাঁর সামনে। জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজে সুযোগ পেলেও মাঠে নামতেপারেন নি। এবার ওডিআই স্কোয়াডের অংশ হয়ে শ্রীলঙ্কা যাচ্ছেন তিনি। হয়ে উঠতে পারেন কোচের ‘সিক্রেট’ অস্ত্র।