gambhir-not-a-fan-of-rotation-policy

যাবতীয় জল্পনার অবসান হয়েছে গত ৯ তারিখ। এই ট্যুইট বার্তায় বিসিসিআই সচিব জয় শাহ জানিয়ে দিয়েছেন যে টিম ইন্ডিয়ার নতুন কোচ হচ্ছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ২০০৭-এর টি-২০ বিশ্বকাপ ও ২০১১-এর ওডিআই বিশ্বকাপজয়ী তারকা যে কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের উত্তরসূরি হতে পারেন তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছিলো মে মাসেই। আইপিএলে (IPL) কলকাতা নাইট রাইডার্সের (KKR) মেন্টর হিসেবে গম্ভীরের সাফল্য তাঁকে টিম ইন্ডিয়ার (Team India) কোচ হওয়ার দৌড়ে করে তুলেছিলো ফেভারিট। আবেদনের শেষ তারিখ ছিলো ২৭ মে। তারপর কেটে গিয়েছে ১ মাসেরও বেশী সময়। তাড়াহুড়ো করতে চায় নি বোর্ড। ১৮ জুন বিসিসিআই-এর ক্রিকেট উপদেষ্টা কমিটি ইন্টারভিউ নিয়েছিলো তারা। গম্ভীরের প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন ডব্লু ভি রামন। তবে আলোচনার পর ‘আগ্রাসী’ গম্ভীরকেই বেছে নেয় উপদেষ্টা কমিটি।

Read More: “কোথা থেকে পান এসব…” টিম ইন্ডিয়ার পাকিস্তান যাওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য রাজীব শুক্লা’র !!

রোটেশন পলিসি নিয়ে অকপট গম্ভীর-

Gautam Gambhir | Image: Getty Images
Gautam Gambhir | Image: Getty Images

গত দুই-তিন বছর ধরে দেশের ক্রিকেট নিয়ামক সংস্থা চালু করেছে রোটেশন পলিসি। ক্রিকেটারদের ওয়ার্ক লোডের কথা মাথায় রেখে মাঝেমধ্যেই বিশ্রাম দেওয়া হচ্ছে তাঁদের। কম গুরুত্বপূর্ণ সিরিজে মাঠে দেখা যাচ্ছে না সিনিয়রদের। আবার কখনও কোনো নির্দিষ্ট ফর্ম্যাট থেকেই দেওয়া হচ্ছে অব্যাহতি। যেমন কোহলি (Virat Kohli), রোহিতের (Rohit Sharma) মত তারকারা ২০২২-এর কুড়ি-বিশের বিশ্বকাপের পর থেকে ১৪ মাস টি-২০ ক্রিকেটে দেশের প্রতিনিধিত্ব করেন নি। ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাট থেকে দূরে রয়েছেন কে এল রাহুল (KL Rahul), ২০১৮ সালের পর টেস্ট খেলেন নি হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ব্যক্তিগত স্তরে তিনি যে এই নীতির সমর্থক নন তা আগেও স্পষ্ট করেছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। কোচ হওয়ার পরেও একই কথা শোনা গেলো তাঁর কথায়।

গৌতম গম্ভীরের (Gautam Gambhir) একটি সাক্ষাৎকারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে স্টার স্পোর্টস। সেখানে রোটেশন পলিসি, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ও চোট-আঘাত নিয়ে কড়া অবস্থান নিতে শোনা গিয়েছে তাঁকে। তিনি স্পষ্ট বলেন, “দেখুন আমার দৃঢ় বিশ্বাস যে আপনার যদি দক্ষতা থাকে তাহলে আপনার তিন ফর্ম্যাটেই খেলা উচিৎ। ইঞ্জুরি ম্যানেজমেন্টের উপর আমার তেমন আস্থা নেই। আপনার যদি চোট লাগে তাহলে মাঠের বাইরে গিয়ে সারিয়ে আসা উচিৎ। আন্তর্জাতিক ক্রিকেট খেলার দক্ষতা যদি থাকে, আপনি যে কোনো বড় খেলোয়াড়কে জিজ্ঞাসা করুন, তারা তিন ফর্ম্যাটই খেলতে চাইবেন। তাঁরা লাল বলের বোলার, সাদা বলের বোলার তকমা পেতে চাইবেন না…”

চোট-আঘাত নিয়ে গম্ভীর (Gautam Gambhir) আরও জানান, “…এসব তো খেলারই অঙ্গ, একজন ক্রীড়াবিদের জীবনের অংশ। আপনি যদি তিন ফর্ম্যাট খেলতে গিয়ে আহত হন, তাহলে আপনি ফিরে যান, সেরে উঠুন। কিন্তু তারপরও আপনার তিন ফর্ম্যাটই খেলা উচিৎ। আমি বিশ্বাস করি না, কাউকে টেস্ট বা সীমিত ওভারের ক্রিকেটার হিসেবে দাগিয়ে দেওয়ায়। পেশাদার ক্রিকেটার হিসেবে আপনার কেরিয়ারের স্থায়িত্ব খুবই অল্প দিনের। দেশের হয়ে আপনার যথাসম্ভব খেলা উচিৎ। যখন আপনি ভালো ফর্মে রয়েছেন, তাহলে আপনার এগিয়ে এসে তিন ফর্ম্যাটই খেলা উচিৎ।” কোহলি-রোহিত অবসর নিয়েছেন টি-২০ থেকে। অন্য দুই ফর্ম্যাটে নিয়মিত হবেন তাঁরা? হার্দিক, সূর্যকুমারদের কি টেস্ট দলে ফেরাবেন গম্ভীর? সবার নজর এখন সেইদিকেই।

দেখে নিন গম্ভীরের মন্তব্য-

হতে পারে বোর্ড বনাম গম্ভীর?

Gautam Gambhir | Image: Getty Images
Gautam Gambhir | Image: Getty Images

সদ্যই টিম ইন্ডিয়ার দায়িত্ব হাতে পেয়েছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। এর মধ্যেই রোটেশন পলিসি নিয়ে তাঁর বিস্ফোরক মন্তব্য সামনে আসায় চিন্তিত সমর্থকেরা। কোচের অঙ্গুলিহেলনে ক্রিকেটারদের তিন ফর্ম্যাটেই অংশ নিতে নির্দেশ দেবেন বোর্ড কর্তারা নাকি নিজেদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নীতিতেই অনড় থাকবেন? উত্তর জানা নেই এখনও। উড়িয়ে দেওয়া যাচ্ছে না সংঘাতের সম্ভাবনাও। বিশেষজ্ঞরা মনে করছেন যে প্রশ্নের জবাব মিলবে শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা হলেও। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে ওডিআই-তে কোহলি-রোহিত-বুমরাহদের বিশ্রাম দেওয়া হতে পারে। অধিনায়কত্ব করতে পারেন কে এল রাহুল (KL Rahul)। এই শ্রীলঙ্কা সফরই কোচ হিসেবে প্রথম অ্যাসাইনমেন্ট গম্ভীরের। নির্বাচকেরা মহাতারকাদের দূরে রাখলে তিনি তা মেনে নেবেন কিনা তা নিয়ে সন্দিহান অনেকে।

Also Read: IND vs ZIM, 4th T20i: শিবম দুবের খেলা নিয়ে সংশয়, সিরিজ জিততে দুর্দান্ত চাল দিতে পারে টিম ইন্ডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *