ভারতীয় ক্রিকেট দলের নতুন কোচ নিয়োগ নিয়ে নাটক অব্যাহত। দ্রাবিড়ের (Rahul Dravid) উত্তরসূরি হিসেবে মাসখানেক ধরেই শোনা যাচ্ছিলো গৌতম গম্ভীরের (Gautam Gambhir) নাম। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (KKR) মেন্টর হিসেবে সাফল্য পাওয়ার পরেই দৌড়ে ‘ফেভারিট’ হয়েছিলেন তিনি। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে গত ২৬ সেপ্টেম্বর বিসিসিআই সচিব জয় শাহের সাথেও আলোচনা করতে দেখা গিয়েছিলো প্রাক্তন ক্রিকেটারকে। তারপরেই বেড়েছিলো গুঞ্জন। গম্ভীর নিজেও জানিয়েছিলেন যে কোচিং-এর দায়িত্ব পেলে সম্মানিতই বোধ করবেন তিনি। এরপর দীর্ঘ সময় কেটে গেলেও বোর্ডের তরফ থেকে বিশেষ তোড়জোড় দেখা যায় নি কোচ নিয়োগ নিয়ে। ফোকাস ছিলো টি-২০ বিশ্বকাপে (T20 World Cup)।
লম্বা অপেক্ষার পর অবশেষে গতকাল সংবাদমাধ্যম সূত্রে খবর মেলে যে নতুন কোচ বেছে নেওয়ার জন্য বৈঠকে বসতে চলেছে ক্রিকেট নিয়ামক সংস্থার পরামর্শদাতা কমিটি। গৌতম গম্ভীর (Gautam Gambhir) যে সেই বৈঠকে উপস্থিত থাকবেন তা জানাই ছিলো, আর কে কে কোচ পদপ্রার্থী হয়ে উপস্থিত হন, সেদিকে আগ্রহ ছিলো ক্রিকেটজনতার। জানা গিয়েছে যে গম্ভীর ব্যতীত একমাত্র ডব্লু ভি রামন’ই (WV Raman) কোচের পদের জন্য আবেদন করেছিলেন। তিনি ছিলেন বৈঠকে। কোচ বাছাই ছাড়া মঙ্গলবার আলোচনা হয় নতুন নির্বাচক নিয়োগ নিয়েও। পশ্চিমাঞ্চলের সলীল আঙ্কোলা (Salil Ankola) সরে যাচ্ছেন, তার পরিবর্তে নর্থ জোন বা উত্তরাঞ্চল থেকে নিয়োগ করা হবে নতুন নির্বাচক। স্টিং অপারেশন কেলেঙ্কারিতে জড়িয়ে চেতন শর্মা সরে যাওয়ার পর থেকেই নর্থ জোনের কোনো নির্বাচক ছিলেন না কমিটিতে।
Read More: BCCI-র সামনে পাঁচটি শর্ত রাখলেন গৌতম গম্ভীর, কোচ নিয়োগ নিয়ে নাটক চরমে !!
৪০ মিনিটের ‘ইন্টারভিউ’ দিলেন গম্ভীর ও রামন-
বিদেশী নয়, বরং আরও একবার ভারতীয় কোচের উপরেই ভরসা রাখতে চলেছে বিসিসিআই। গতকাল বোর্ডের ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি (CAC) ‘ইন্টারভিউ’ নেয় দৌড়ে এগিয়ে থাকা গৌতম গম্ভীরের (Gautam Gambhir)। দ্বিতীয় পদপ্রার্থী হিসেবে ছিলেন ডব্লু ভি রামন’ও (WV Raman)। কোচিং অভিজ্ঞতার নিরিখে নিঃসন্দেহে গম্ভীরের থেকে এগিয়েই থাকবেন রামন। ঘরোয়া ক্রিকেটের আঙিনায় দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। একটা সময় বাংলা দলেরও দায়িত্ব সামলেছেন। তবে মনে করা হচ্ছে গম্ভীরের (Gautam Gambhir) হাতেই তুলে দেওয়া হবে কোচিং-এর ব্যাটন। সশরীরে উপস্থিত থেকে নয়, বরং ‘জুম’ কল-এর মাধ্যমে ইন্টারভিউ-তে যোগ দেন গম্ভীর ও রামন। CAC সদস্য যতীন পরাঞ্জাপে ও সুলক্ষণা নায়েক মুম্বইতে বোর্ডের দপ্তরে উপস্থিত থাকলেও ছিলেন না অশোক মালহোত্রা। তিনিও যোগ দেন ‘জুম’ কলে।
বিসিসিআই সূত্র মারফৎ সংবাদমাধ্যম PTI জানতে পেরেছে যে দুই দফায় হবে ইন্টারভিউ। প্রথম দফার আলোচনা সম্পন্ন হয়েছে গতকাল। আজ, অর্থাৎ বুধবার দ্বিতীয় দফার আলোচনা হতে চলেছে। ফের একবার বৈঠকে যোগ দেবেন ডব্লু ভি রামন (WV Raman) ও গৌতম গম্ভীর (Gautam Gambhir)। আজই কোচ বাছাইয়ের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। আরও জানা গিয়েছে যে CAC-এর তরফে প্রথমে দুই পদপ্রার্থীকেই ভারতীয় ক্রিকেটের ব্যপারে জিজ্ঞাসা করা হয়েছিলো। সন্তোষজনক উত্তর দিয়েছেন দু’জনেই। এরপর আগামীর রোডম্যাপ উপস্থাপন করেন গম্ভীর। একই পথে হাঁটেন রামন’ও। দুজনের ‘প্রেজেন্টেশন’ই বেশ উঁচু মানের ছিলো বলে জানা গিয়েছে। CAC সদস্যদের মনে ধরেছে তা।
বড় দায়িত্ব পালন করতে হবে নতুন কোচ’কে-
এগারো বছর ধরে আইসিসি প্রতিযোগিতায় কোনো ট্রফি জেতে নি টিম ইন্ডিয়া (Team India)। বর্তমানে চলছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। যদি ওয়েস্ট ইন্ডিজের মাটিতেও খেতাব জিততে ব্যর্থ হয় ভারতীয় দল, তাহলে নিঃসন্দেহে চাপ বাড়বে নতুন কোচের উপর। গম্ভীর বা রামন-যাঁকেই বেছে নেওয়া হোক কোচ হিসেবে, তাঁর উপর গুরুদায়িত্ব থাকবে দলকে আইসিসি ট্রফির সন্ধান দেওয়ার। মূলত সেই লক্ষ্য নিয়েই নতুন প্রশিক্ষককে বেছে নিচ্ছে বিসিসিআই। তাইজন্যই দীর্ঘমেয়াদী চুক্তি করার পথে হাঁটছেন জয় শাহ (Jay Shah), রজার বিনি’রা। নতুন কোচের প্রথম বড় পরীক্ষা হতে চলেছে আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি। পড়শি দেশ পাকিস্তানে আয়োজিত হওয়ার কথা টুর্নামেন্ট। ভারতীয় দল আদৌ পাকিস্তান যাবে কিনা সেই নিয়ে বড়সড় জটিলতা সৃষ্টি হতে পারে। কঠিন পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার ফোকাস ঠিক রাখার কাজও করতে হবে কোচকে।
আগামী বছর রয়েছে তৃতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) সাইকেলের ফাইনাল’ও। গত দুইবার অর্থাৎ ২০২১ ও ২০২৩ সালে ফাইনালে উঠেও খালি হাতে ফিরতে হয়েছে টিম ইন্ডিয়াকে। প্রথমবার হারতে হয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। দ্বিতীয়বার খেতাব ছিনিয়ে নিয়ে গেছে অস্ট্রেলিয়া। তৃতীয় বারের সাইকেলেও পয়েন্ট টেবিলে এখনও অবধি শীর্ষে রয়েছে ভারত। সবকিছু ঠিকঠাক থাকলে ইংল্যান্ডের মাটিতে ২০২৫-এ ফাইনাল খেলবে তারা। তৃতীয় বারের চেষ্টায় ট্রফি জয়ের জন্য দলকে প্রস্তুত করতে হবে কোচ’কে। এছাড়াও চুক্তির সময়কালে ২০২৬-এর টি-২০ বিশ্বকাপ ও ২০২৭-এর ওডিআই বিশ্বকাপও সামলাতে হবে নতুন কোচ’কে। শ্রীলঙ্কা ও ভারতের মাটিতে আয়োজিত হবে কুড়ি-বিশের বিশ্বযুদ্ধ। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়া আয়োজন করবে ওডিআই বিশ্বকাপ।