gambhir-denied-preferred-support-staff

টি-২০ বিশ্বকাপের পরেই যে কোচের পদ থেকে সরে দাঁড়াবেন তা জানিয়ে দিয়েছিলেন রাহুল দ্রাবিড়। তখন থেকেই উত্তরসূরি হিসেবে শোনা যাচ্ছিলো গৌতম গম্ভীরের (Gautam Gambhir) নাম। আইপিএলের আসরে কলকাতা নাইট রাইডার্সের (KKR) মেন্টর হিসেবে যেভাবে তিনি সাফল্যের শিখরে পৌঁছেছিলেন, তা দৌড়ে ‘ফেভারিট’ করে তুলেছিলো তাঁকে। টিম ইন্ডিয়াকে (Team India) সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গম্ভীরই আদর্শ ব্যক্তি বলে মনে করেছিলেন ক্রিকেটবোদ্ধারা। ২৬ মে আইপিএলের (IPL) ফাইনালের দিন চেন্নাইয়ের মাঠে আলাদা করে কথা বলতেও দেখা গিয়েছিলো গম্ভীর ও বোর্ড সচিব জয় শাহ’কে (Jay Shah)। এরপরেই তাঁর নিয়োগ নিয়ে শুরু হয় জোর জল্পনা। বোর্ড ঘনিষ্ট এক আইপিএল ফ্র্যাঞ্চাইজি মালিক সংবাদসংস্থা ক্রিকবাজকে জানিয়ে দেন যে নিশ্চিত হয়ে গিয়েছে গম্ভীরের নিয়োগ।

২৭ মে ছিলো কোচ পদে আবেদনের শেষ দিন। তারপর প্রায় তিন সপ্তাহ কেটে গেলেও সিদ্ধান্ত সামনে আনে নি বিসিসিআই। সংবাদমাধ্যম সূত্রে জানা যায় যে ১৮ জুন মুম্বইতে বোর্ডের ক্রিকেট উপদেষ্টা কমিটির সামনে সাক্ষাৎকার দিয়েছেন গম্ভীর (Gautam Gambhir)। তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে সেখানে উপস্থিত ছিলেন উরিকারি রামন’ও (WV Raman)। দুজনের প্রেজেন্টেশনই নাকি মনে ধরেছে সদস্যদের। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য ক্রিকেটজনতাকে অপেক্ষা করতে হয় আরও বেশ কয়েক সপ্তাহ। শেষমেশ গত ৯ জুলাই এক ট্যুইট বার্তায় সচিব জয় শাহ (Jay Shah) জানিয়ে দেন যে ‘অভিজ্ঞ’ রামন নয়, বরং আগ্রাসী গম্ভীরই (Gautam Gambhir) পাচ্ছেন দায়িত্ব। ‘গুরু’ গম্ভীর জমানার শুরুটা হওয়ার কথা চলতি মাসের একদম শেষের দিকে শ্রীলঙ্কার মাঠে। এখনও কোহলি-রোহিতদের নিয়ে মাঠেই নামেন নি গম্ভীর, তবে সূত্রের ইতিমধ্যেই বোর্ডের সাথে সংঘাতের সম্ভাবনা দেখা গিয়েছে।

Read More:T20’র অধিনায়কত্ব হারালেন হার্দিক পান্ডিয়া, শীঘ্রই নিতে হবে অবসর !!

পছন্দের সাপোর্ট স্টাফ পাচ্ছেন না গম্ভীর-

Gautam Gambhir | Image: Getty Images
Gautam Gambhir | Image: Getty Images

ভারতীয় বোর্ডের ক্রিকেট উপদেষ্টা কমিটির (CAC) সামনে যখন সাক্ষাৎকার দিয়েছিলেন গম্ভীর (Gautam Gambhir), তখন পাঁচটি শর্ত রেখেছিলেন তিনি। তার মধ্যে দলের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ, টেস্টে বাড়তি গুরুত্ব দেওয়ার মত বিষয় যেমন ছিলো, তেমনই ছিলো নিজের পছন্দমত সাপোর্ট স্টাফ বেছে নেওয়ার স্বাধীনতার বিষয়টিও। অন্যান্য শর্তগুলি মেনে নিলেও সাপোর্ট স্টাফ নির্বাচন নিয়ে সম্পূর্ণ স্বাধীনতা যে গম্ভীরকে (Gautam Gambhir) দিতে রাজী নয় বিসিসিআই, তা সামনে এলো সম্প্রতি। দ্রাবিড়ের (Rahul Dravid) পাশাপাশি সরে দাঁড়িয়েছেন ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর, বোলিং কোচ পরশ মাম্ব্রে ও ফিল্ডিং কোচ টি.দিলীপ’ও। ঐ সকল পদে নিজের পছন্দের প্রার্থীদের নাম সুপারিশ করেছিলেন গম্ভীর। কিন্তু তাঁর বেছে দেওয়া সকল প্রার্থীদের মনে ধরে নি বোর্ড কর্তাদের।

সহকারী কোচ হিসেবে গম্ভীর সুপারিশ করেছিলেন অভিষেক নায়ারের (Abhishek Nayar) নাম। দীর্ঘদিন ক্রিকেটারদের নিয়ে কাজ করছেন তিনি। কলকাতা নাইট রাইডার্সেও ছিলেন সহকারী কোচের ভূমিকায়। সূত্রের খবর তাঁর নিয়োগ নিয়ে আপত্তি নেই বিসিসিআই-এর। তবে বোলিং কোচ ও ফিল্ডিং কোচ পদে যেভাবে একঝাঁক কেকেআর প্রাক্তনীর নাম সুপারিশ করেছেন তিনি, তা নিয়ে দ্বিমত পোষণ করছেন কর্মকর্তারা। সংবাদমাধ্যম জানাচ্ছে যে বোলিং পরামর্শদাতা হিসেবে বিনয় কুমার (Vinay Kumar) ও লক্ষ্মীপতি বালাজীর (L.Balaji) কথা বলেছিলেন গম্ভীর। কিন্তু বিশেষ উৎসাহ আসে নি বোর্ডের তরফ থেকে। প্রাক্তন প্রোটিয়া পেসার মর্ণি মর্কেলের (Morne Morkel) নাম গম্ভীর জানান তারপর। তাতেও সন্তুষ্ট নয় বিসিসিআই। একইভাবে ডাচ প্রাক্তনী রায়ান টেন দুশখাতেকে ফিল্ডিং কোচ পদে নিয়োগ করতেও অনীহা দেখা গিয়েছে জয় শাহ, রজার বিনিদের তরফে।

Also Read: গম্ভীরের জামানায় কপাল পুরলো হার্দিক পান্ডিয়ার, বিশ্বকাপের হিরোর হাতে উঠছে T20 দলের অধিনায়িকত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *