gambhir-can-coach-india-and-kkr-too

রাহুল দ্রাবিড় ভারতীয় দলের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন, এই খবরে সিলমোহর পড়ার পর থেকেই উত্তরসূরি হিসেবে ভাসতে শুরু করেছিলো গম্ভীরের (Gautam Gambhir) নাম। আইপিএলে (IPL) তাঁর সাফল্য বাকিদের থেকে কয়েক যোজন এগিয়ে দিয়েছিলো গম্ভীরকে। যেভাবে কলকাতা নাইট রাইডার্সের (KKR) মত তারকাখচিত দলে ‘ইগো’র সমস্যা সামলে গোটা সাজঘরকে একসূত্রে বেঁধেছিলেন তিনি, যেভাবে ছন্দ হারিয়ে অতীতের ছায়াতে পরিণত হওয়া সুনীল নারাইনকে (Sunil Narine) তৈরি করে নিয়েছিলেন আইপিএলের (IPL) ‘এমভিপি’ হিসেবে, তাতে হাইপ্রোফাইল কাজের জন্য তাঁকেই যোগ্য ব্যক্তি হিসেবে মনে করছিলো ক্রিকেটমহল। গত এক-দেড় মাস ধরে চলেছে জল্পনা। অবশেষে আজই সম্ভবত কোচ নিয়োগের নাটকে পড়তে চলেছে যবনিকা। সরকারীভাবে দায়িত্ব তুলে দেওয়া হতে পারে গম্ভীরের হাতেই।

মুম্বইয়ে বিসিসিআই-এর সদর দপ্তরে আজ অশোক মালহোত্রা, যতীন পরাঞ্জাপে ও সুলক্ষণা নায়েকের ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি সাক্ষাৎকার নিতে চলেছে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) । সব ঠিকঠাক থাকলে আজই, অথবা দিনকয়েকের মধ্যেই ঘোষণা করে দেওয়া হবে তাঁর নাম। আগামী মাসের শুরুতে জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-২০ সফর রয়েছে টিম ইন্ডিয়ার (Team India)। তাঁর প্রথম ‘অ্যাসাইনমেন্ট’ হতে পারে সেটিই। ২০২৪-এর জুলাই থেকে ২০২৭-এর ডিসেম্বর অবধি চুক্তিবদ্ধ হতে চলেছেন তিনি। তবে নতুন অধ্যায় শুরু করার আগে পিছুটানও এড়াতে পারছেন না গম্ভীর (Gautam Gambhir) । অনেক আশা নিয়ে তাঁকে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস থেকে প্রায় ছিনিয়ে নিয়েই কলকাতা নাইট রাইডার্সে ফিরিয়েছিলেন দলমালিক শাহরুখ খান (Shah Rukh Khan)। মাত্র এক মরসুমের মধ্যেই তাঁকে ছাড়তে রাজী নন বলিউড বাদশাহ। দোটানার মধ্যে পড়তে হতে পারে গম্ভীরকে।

Read More: হার্দিক পান্ডিয়ার সাথে বন্ধুত্বই হলো কাল, রোহিতের রোষানলে পড়ে কেরিয়ার বরবাদ এই তরুণ তুর্কির !!

জোড়া দায়িত্ব সামলাবেন গম্ভীর?

Gautam Gambhir | Image: Getty Images
Gautam Gambhir | Image: Getty Images

গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) কোনো মূল্যেই ছাড়তে রাজী নন কলকাতা নাইট রাইডার্স (KKR) মালিক শাহরুখ খান। ২০১১ সালে ক্রিকেটার হিসেবে দলে যোগ দিয়ে গম্ভীরই প্রথম ট্রফির স্বাদ দিয়েছিলেন নাইট শিবিরকে। মেন্টর হিসেবেও দলে ফিরে এক দশকের অপেক্ষা ঘুচিয়েছেন তিনি। মগজাস্ত্রের দুর্দান্ত ব্যবহারের মাধ্যমে নাইটদের (KKR) জিতিয়েছেন তৃতীয় ট্রফি। ‘লাকি চার্ম’কে যে কোনো উপায়ে ডাগ-আউটে ধরে রাখতে মরিয়া শাহরুখ (Shah Rukh Khan)। ইতিমধ্যেই বলিউড বাদশাহ এই নিয়ে গম্ভীরের সাথে আলোচনা করেছেন বলে শোনা যাচ্ছে। সংবাদমাধ্যম সূত্রে খবর তাঁর জাতীয় দলে যোগদান আটকাতে ‘ব্ল্যাঙ্ক চেক’ অবধি গম্ভীরকে (Gautam Gambhir) দিতে চাইছেন তিনি। কিন্তু শেষমেশ কোন পথে যায় নাইট মেন্টরের ভবিষ্যৎ সেইদিকেই এখন তাকিয়ে সকলে।

বিসিসিআই-এর সাথে চুক্তিবদ্ধ হলে কোনো কোচ ভারতীয় দলের বাইরে অন্য কোনো সংস্থার সাথে যুক্ত থাকতে পারেন না। অন্যান্য দেশের ক্ষেত্রে অবশ্য এতটা কড়াকড়ি নেই। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের সাপোর্ট স্টাফের সদস্য ড্যানিয়েল ভেত্তরি (Daniel Vettori)। নিউজিল্যান্ডের প্রাক্তন স্পিনার আইপিএলের সময় দিব্যি অজি শিবির ছেড়ে যোগ দিয়েছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদে (SRH)। সামলেছেন কোচের দায়িত্ব। পূর্বে রিকি পন্টিং-ও (Ricky Ponting) সমানতালে সামলে গিয়েছে অস্ট্রেলিয়া দলের ব্যাটিং পরামর্শদাতার পদ ও দিল্লী ক্যাপিটালস (DC) শিবিরের প্রধান কোচের দায়িত্ব। গম্ভীরের ক্ষেত্রে বিসিসিআই যদি ব্যতিক্রমী পন্থা নেয় তাহলে একই সাথে ভারতের কোচিং ও কেকেআরের পরামর্শদাতা হিসেবে থাকতে পারেন তিনি। কিন্তু জয় শাহ, রজার বিনি’রা ততটা নমনীয় হবেন কিনা প্রশ্ন এখন সেটাই।

Also Read: টি-২০ বিশ্বকাপে ভরাডুবির জের, অবসরের পথে হাঁটছেন খোদ অধিনায়ক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *