gambhir-can-be-next-team-india-coach

নতুন কোচের সন্ধানে টিম ইন্ডিয়া (Team India)। ২০২১ থেকে দায়িত্ব সামলাচ্ছেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। তিন বছর পদে থাকার পর অবশেষে সরতে চলেছেন তিনি। গত নভেম্বরে মাসে তাঁর সাথে চুক্তি শেষ হয়েছিলো ভারতীয় দলের। কিন্তু জুন মাসের টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) কথা মাথায় রেখে দ্রাবিড়ের (Rahul Dravid) সাথেই চুক্তি নবীকরণ করেন রজার বিনি, জয় শাহ’রা। বড় টুর্নামেন্টের আগে টিম ইন্ডিয়ার সাজঘরে বড়সড় কোনো রদবদল চাইছিলেন না কর্মকর্তারা। তবে জুনের পর আর যে চুক্তি পুনর্নবীকরণ করা হবে না তা জানিয়ে দিয়েছিলেন সচিব জয় শাহ (Jay Shah)। তিনি জানান দ্রাবিড় কোচ থাকতে চাইলে তাঁকেও নতুন করেই আবেদন করতে হবে। সেইমত কোচ নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশ করে বিসিসিআই। দ্রাবিড় ফের আবেদন করেছেন বলে শোনা যায় নি।

প্রাথমিক ভাবে শোনা গিয়েছিলো যে বিদেশী কোচের দিকে ঝুঁকে রয়েছেন বোর্ড কর্তারা। হাওয়ায় ভাসছিলো স্টিফেন ফ্লেমিং, রিকি পন্টিং (Ricky Ponting), জাস্টিন ল্যাঙ্গার, অ্যান্ডি ফ্লাওয়ারদের (Andy Flower) নাম। প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক ও দিল্লী ক্যাপিটালস কোচ পন্টিং জানিয়ে দিয়েছেন যে তাঁর পক্ষে টিম ইন্ডিয়ার (Team India) কোচের দায়িত্ব নেওয়া সম্ভব নয়। কারণ এই মুহূর্তে এই দায়িত্ব তাঁর “জীবনযাত্রার সাথে খাপ খায় না।“ বছরে এগারো মাস বাড়িঘর, পরিবার ছেড়ে ভারতে কাটাতে রাজী নন তিনি। নেতিবাচক সাড়া মিলেছেন জাস্টিন ল্যাঙ্গারের (Justin Langer) তরফেও। প্রাক্তন অস্ট্রেলিয়া কোচ জানিয়েছেন, “রাজনীতি ও প্রত্যাশার চাপ নিতে চাই না।” জিম্বাবুয়ের ফ্লাওয়ারও (Andy Flower) আবেদন করেন নি সম্ভবত। যার ফলে ফের ভারতীয় কোচের দিকেই তাকাচ্ছেন জয় শাহ, রজার বিনি’রা। দৌড়ে এই মুহূর্তে এগিয়ে গৌতম গম্ভীর (Gautam Gambhir)।

Read More: কলকাতাকে ট্রফি জিতিয়ে সরছেন গৌতম গম্ভীর, কাঁধে তুলে বিদায় জানালেন ক্রিকেটাররা !!

গম্ভীরের হাতেই দায়িত্ব দিচ্ছে বোর্ড-

Jay Shah and Gautam Gambhir | Team India | Image: Getty Images
Jay Shah and Gautam Gambhir | Image: Getty Images

গতকাল ছিলো আইপিএলের (IPL) ফাইনাল। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলো কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ। আইপিএলের ইতিহাসে সবচেয়ে একপেশে ফাইনালে ৫৭ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নিলো কলকাতা (KKR)। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলো সানরাইজার্স। কলকাতার পেসারদের দাপটে তাদের ইনিংস গুটিয়ে যায় ১১৩ রানের মধ্যেই। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১০.৩ ওভারে লক্ষ্যমাত্রা স্পর্শ করে ফেলে নাইট শিবির। অপরাজিত অর্ধশতক করেন ভেঙ্কটেশ আইয়ার। তৃতীয় ট্রফি জিতে উৎসবে  মেতেছিলেন ক্রিকেটাররা। উদ্‌যাপনের কেন্দ্রে ছিলেন মেন্টর গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তাঁকে কোলে তুলে নেন সুনীল নারাইন। বেগুনি-সোনালী আলোয় যখন আলোকিত চিপক, তখন কেকেআর মেন্টরের ভবিষ্যৎ নিয়ে শুরু হলো গুঞ্জন।

দল যখন সেলিব্রেশনে ব্যস্ত তখন গম্ভীরকে দেখা যায় একান্তে ভারতীয় ক্রিকেট বোর্ড সচিব জয় শাহের (Jay Shah) সাথে আলোচনা করতে। দু’জনের মধ্যে কি কথা হয়েছে সে বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেন নি কেউই। তবে অনেকেরই ধারণা টিম ইন্ডিয়ার (Team India) কোচ হিসেবে গম্ভীরকে নিয়োগের প্রস্তাবই দিয়েছেন জয় শাহ। চলতি আইপিএলে যেভাবে মেন্টর হিসেবে নাইটদের সাফল্যের দিকে এগিয়ে নিয়ে গিয়েছেন গম্ভীর, তাতে তাঁকেই যোগ্যতম মনে করছে বোর্ড। সুনীল নারাইনকে দিয়ে ওপেন করানো, তরুণদের উপর আস্থা রাখার মত মাস্টারস্ট্রোক মন জিতেছে সকলের। জাতীয় দলের হটসিটে বসেও এমন চমক দেবেন তিনি, আশায় সকলে। ২৭ মে অর্থাৎ সোমবার সন্ধ্যে ৬টা অবধি কোচের পদে নিয়োগের জন্য আবেদন করার সময়সীমা বেঁধে দিয়েছিলো বিসিসিআই। জয় শাহের সাথে আলোচনার পর গম্ভীর আবেদন করেন কিনা প্রশ্ন এখন সেটাই।

Also Read: টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি শুরু টিম ইন্ডিয়া’র, ‘বিগ অ্যাপল’-এ পা রাখলো রোহিত বাহিনী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *