গত ৯ তারিখ দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতীয় দলের কোচের পদে ঘোষণা করা হয়েছে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) নাম। কলকাতা নাইট রাইডার্স মেন্টর হিসেবে আইপিএল ট্রফি জয়ের পর থেকেই ভারতের কোচ হওয়ার দৌড়ে ছিলেন গম্ভীর (Gautam Gambhir) । তাঁর হাত ধরেই আগামীতে সাফল্যের শীর্ষে উঠতে পারে দল, আশা প্রকাশ করেছিলেন ক্রিকেটজনতা। সমর্থকদের সেই দাবীকেই মান্যতা দিয়েছে দেশের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই। গত ১৮ জুন বোর্ডের ক্রিকেট উপদেষ্টা কমিটির সামনে সাক্ষাৎকার দিয়েছিলেন গম্ভীর (Gautam Gambhir) । কোচের পদের জন্য তাঁর সাথে প্রতিদ্বন্দ্বীতা ছিলো প্রাক্তন ক্রিকেটার উরিকারি রামনের সাথে। কিন্তু শেষমেশ দৌড়ে জেতেন গম্ভীরই। আগামী শ্রীলঙ্কা সফরে প্রথমবার দলের দায়িত্ব পালন করতে চলেছেন তিনি। তবে কোচিং কেরিয়ারের শুরুতেই ‘গুরু’ গম্ভীরের বিরুদ্ধে উঠতে শুরু করেছে পক্ষপাতিত্বের অভিযোগ।
Read More: গৌতম গম্ভীরের কারণেই দলে সুযোগ পাবেন না KL রাহুল, শীঘ্রই টি-টোয়েন্টি ফরম্যাটকে করবেন আলবিদা !!
ঋতুরাজ গায়কোয়াড়-
এই তালিকায় প্রথমেই নাম আসবে ঋতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad)। গত কয়েক মরসুম ধরেই দারুণ পারফর্ম করে আসছেন মহারাষ্ট্রের ক্রিকেটার। আইপিএল হোক বা ঘরোয়া ক্রিকেট-জাত চিনিয়েছেন নিজের। এমনকি আন্তর্জাতিক আঙিনাতেও অপ্রতিরোধ্য তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ শতরান হোক বা সম্প্রতি জিম্বাবুয়ের বিরুদ্ধে একের পর এক দুর্দান্ত ইনিংস। বর্তমানে আন্তর্জাতিক টি-২০ র্যাঙ্কিং-এ সাত নম্বরে উঠে এসেছেন তিনি। ওপেনিং হোক বা মিডল অর্ডার, প্রমাণ করেছেন নিজের যোগ্যতা। ক্রমাগত পারফর্ম করে চলা সত্ত্বেও শ্রীলঙ্কার বিরুদ্ধে সদ্যপ্রকাশিত স্কোয়াডে ঠাঁই মেলে নি তাঁর। টি-২০ ও ওডিআই, দুই ফর্ম্যাট থেকেই নাম বাদ গিয়েছে তাঁর।
ঋতুরাজের (Ruturaj Gaikwad) ছিটকে যাওয়ার পিছনে কোনো কারণ খুঁজে পাচ্ছেন না বিশেষজ্ঞরা। কৃষ্ণমাচারি শ্রীকান্তের মত প্রাক্তনী ইতিমধ্যেই সরব হয়েছেন এই নিয়ে। বুলেছেন, “ভারতীয় দলে ঋতুরাজ অটোমেটিক চয়েজ হওয়া উচিৎ।” চেন্নাই সুপার কিংসে মহেন্দ্র সিং ধোনির সতীর্থ ঋতুরাজ। দুজনের সম্পর্ক অত্যন্ত ভালো। এমনকি অধিনায়ক হিসেবেই তাকেই উত্তরসূরি বেছেছেন কিংবদন্তি তারকা। অনেকেরই ধারণা যে ধোনির সাথে ক্রিকেটজীবনে গম্ভীরের (Gautam Gambhir) যে ব্যক্তিগত দড়ি টানাটানি ছিলো, কোচ হওয়ার পরেও তা ভুলতে পারেন নি গৌতম গম্ভীর। সেই কারণেই তাঁর রোষানলে ধোনির পছন্দের ক্রিকেটার ঋতুরাজ।
রবীন্দ্র জাদেজা-
তালিকায় দ্বিতীয় নামটি হতে পারে রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja)। তারকা অলরাউন্ডার ইতিমধ্যেই সরে দাঁড়িয়েছেন টি-২০ থেকে। তাই শ্রীলঙ্কার বিপক্ষে ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে তাঁকে দেখতে পাওয়ার সম্ভাবনা ছিলো না এমনিতেই। তবে ওডিআই থেকেই তিনি যে বাদ পড়বেন তা কল্পনাও করতে পারেন নি বিশেষজ্ঞদের অধিকাংশই। টেস্ট ও একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত এর আগে ভারতের হয়ে মাঠে দেখা গিয়েছিলো জাদেজাকে। ২০২৩-এ অংশ নিয়েছিলেন ওডিআই বিশ্বকাপেও। এই কয়েক মাসে তাঁর ফর্মেরও তেমন কোনো বিশেষ অবনতি হয় নি, যার ফলস্বরূপ বাদ দেওয়া যেতে পারে তাঁকে। তা সত্ত্বেও তিনি বাদ পড়ায় উঠছে যে ধোনি তত্ত্ব’ই।
টিম ইন্ডিয়ার (Team India) হয়ে এক দশকেরও বেশী সময় একসাথে মাঠে নেমেছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ও রবীন্দে জাদেজা। এছাড়া ঋতুরাজ গায়কোয়াড়ের মতই চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে অংশ নেন রবীন্দ্র জাদেজাও। দীর্ঘদিন ধোনির সান্নিধ্যে রয়েছেন তিনি। জাতীয় দলের পাশাপাশি আইপিএলেও তাঁরা হয়ে উঠেছেন, ‘পার্টনার ইন ক্রাইম।’ তাঁকে ওডিআই থেকে ছেঁটে ফেলে ধোনি বিরোধীতার বার্তাই সম্ভবত দিচ্ছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir) । সূত্র মারফৎ খবর যে ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তাঁকে বাদ দেওয়া হতে পারে। টেস্ট ক্রিকেটে সৌরাষ্ট্রের অলরাউন্ডারের ভবিষ্যৎ কি হয়, তা জানা যাবে গম্ভীর জমানায় প্রথম টেস্ট স্কোয়াড সামনে এলেই,।
হার্দিক পান্ডিয়া-
তালিকায় তৃতীয় নাম হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya)। ঋতুরাজ বা রবীন্দ্র জাদেজার মত তাঁকে পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হয় নি সাদা বলের দুই ফর্ম্যাট থেকে। ব্যক্তিগত সমস্যার কারণে তিনি সরে দাঁড়িয়েছেন একদিনের আন্তর্জাতিক সিরিজ থেকে। খেলবেন টি-২০। তবে গম্ভীর জমানায় তাঁরও পায়ের তলার মাটি যে শক্ত নয়, মিলেছে সেই আভাস। গত এক-দেড় বছর সীমিত ওভারের খেলায় তাঁকে পরবর্তী অধিনায়ক হিসেবে গড়ে তোলা হচ্ছিলো। রোহিতের অবর্তমানে করেছেন অধিনায়কত্ব। অথবা হিটম্যানের ডেপুটি হিসেবে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু গম্ভীরের আগমনের পর রাতারাতি নেতৃত্বের ভূমিকা থেকে ছেঁটে ফেলা হয়েছে তাঁকে। ওডিআইতে সহ-অধিনায়ক করে দেওয়া হয়েছে শুভমান গিলকে। টি-২০ নেতৃত্ব পেয়েছেন সূর্যকুমার যাদব।
আন্তর্জাতিক ক্রিকেটে হার্দিকের হাতেখড়িও মহেন্দ্র সিং ধোনির হাত ধরেই। বর্তমান প্রজন্মের একঝাঁক ক্রিকেটারের মত ধোনিই মেন্টর হিসেবে হার্দিকের কেরিয়ারের গোড়ার দিকে পাশে থেকেছেন। এখনও আইপিএলের আসরে যুযুধান দুই শিবিরের অধিনায়ক বা খেলোয়াড় হিসেবে যতবারই হার্দিক ও ধোনি মুখোমুখি হন, অগ্রজের প্রতি শ্রদ্ধা জানাতে ভোলেন না হার্দিক। যা গম্ভীর (Gautam Gambhir) জমানায় তাঁর বিরুদ্ধে গিয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও সরকারী ভাবে বোর্ডের সূত্রে খবর মিলেছে যে হার্দিকের চোটপ্রবণতা তাঁর থেকে অধিনায়কত্ব কেড়ে নেওয়ার অন্যতম কারণ, তবে তা বিশেষ বিশ্বাসযোগ্য ঠেকছে না ক্রিকেটমহলের।
IND vs SL, টি-২০ স্কোয়াড-
সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিং, রিয়ান পরাগ, ঋষভ পন্থ, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং, খলিল আহমেদ, মহম্মদ সিরাজ।
IND vs SL, ওডিআই স্কোয়াড-
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, কে এল রাহুল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার, শিবম দুবে, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, আর্শদীপ সিং, রিয়ান পরাগ, অক্ষর প্যাটেল, খলিল আহমেদ, হর্ষিত রাণা।
Also Read: গৌতম গম্ভীরের সাথে বদলা নিতে, কোমর বেঁধে লড়াই করবে MS ধোনি, হবে জোর টক্কর !!