“কোনো যোগ্যতাই নেই…” শ্রীলঙ্কার বিরুদ্ধে খাতা খুলতে ব্যার্থ সঞ্জু স্যামসন, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !! 1

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে সুযোগ পেতে দেখা যায়নি বেশ কয়েক টি-টোয়েন্টি স্পেশালিস্ট প্লেয়ারদের। তবে, আজকের ম্যাচে অবশেষে দলে সুযোগ পেয়েছিলেন ভারতীয় দলের সবথেকে বেশি উপেক্ষিত প্লেয়ার সঞ্জু স্যামসন (Sanju Samson)। আজকের সিরিজ জয়ের লড়াইয়ে ভারতীয় দলের সহ অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) ব্যাক স্প্যাসমের জন্য আজকের ম্যাচটি খেলতে ব্যার্থ হয়েছেন। যে কারণে গিলের বদলে আজ সুযোগ পেয়েছিলেন সঞ্জু। জিম্বাবুয়ে সফরের পঞ্চম ম্যাচে শেষ বার দেখা গিয়েছিল সঞ্জুকে।

আর আজকে জাতীয় দলে সঞ্জুকে  সুযোগ দিতে দেখে সমাজ মাধ্যমে বেশ উত্তেজনা তৈরি হয়েছিল। তবে সেই উত্তেজনা বেশিক্ষন স্থায়ী হয়নি। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার বানানো ১৬৮ রান তাড়া করতে এসে ভারতীয় ইনিংসের তৃতীয় বল পর থেকেই শুরু হয়ে যায় বৃষ্টি, আর বেশ কিছু সময় পর আবার ব্যাটিং করতে আসতে হয়েছিল জয়সওয়াল-সঞ্জু জুটিকে। ভারতীয় দল দ্বিতীয় বারের জন্য ব্যাটিং করতে আসলে ভারতকে ম্যাচ জিততে ৮ ওভারের মধ্যে জেতার জন্য ৭৮ রান বানানোর প্রয়োজন ছিল।

সুযোগ পেয়েও ব্যার্থ সঞ্জু

Sanju Samson
Sanju Samson | Image: Twitter

যে কারণে, প্রথম ওভার থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে দেখা যায় যশস্বী জয়সওয়ালকে। প্রথম ওভারে তিনি ১২ রান তোলার পর দ্বিতীয় ওভারে বল হাতে শ্রীলঙ্কান স্পিনার মহেশ থিকশনাকে দেখা যায়, আর থিকশনা সঞ্জুকে প্রথম বলেই ইয়র্কার মারেন যে বলটি খেলতে ব্যার্থ হয়েছিলেন সঞ্জু (Sanju Samson) এবং প্রথম বলেই তিনি উইকেট হারান। তিনি আউট হতেই সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা।

দেখেনিন টুইট

Read Also: Sanju Samson: “এভাবেই ওর ক্যারিয়ারটা নষ্ট করবে…” শ্রীলংকার বিরুদ্ধে সঞ্জুকে দলের সুযোগ না দিতেই সমাজ মাধ্যম শুরু হল চর্চা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *