"নিজের পায়ে কুরুল মারলো..." সবাই আশা করেছিল যে মোহাম্মদ শামির বদলে ওয়ার্ল্ড কাপ খেলবে, ঢাললো বিশ্বাসে জল !! 1

বেশ জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2024) সপ্তদশ সিজিনের ৪০তম ম্যাচ। আজকের মেগা ম্যাচে মুখোমুখি হয়েছে দিল্লি ক্যাপিটালস ও গুজরাট টাইটান্স, দুই দলের মধ্যে এর আগে একটি রোমাঞ্চকর ম্যাচের পরিসমাপ্তি ঘটেছে। আজকের ম্যাচের কথা বলতে গেলে টস হেরে প্রথমে ব্যাটিং করতে আসতে হয় দিল্লি ক্যাপিটালসকে। ওপেনিং করতে আসা অজি তরুণ জেক ফ্রেজার-ম্যাকগার্ক বেশ আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন।

মাত্র ১৪ বলে ২টি চার ও ২টি ছক্কার বিনিময়ে ২৩ রান বানিয়ে সন্দীপ ওয়ারিওরের বলে আউট হন, এমনকি ওপেনার পৃথ্বী শ’ ভালো শুরু করলেও ৭ বলে ১১ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন। দলী হয়ে আজকে তৃতীয় নম্বরে ব্যাটিং করতে আসেন অক্ষর প্যাটেল (Axar Patel), ৪৩ বলের বলের বিনিময়ে অক্ষর ৫টি চার ও ৪টি চককও হাঁকিয়ে ৬৬ রানের দুরন্ত ইনিংস খেলেন। পাশপাশি, ট্রিস্টান স্টাবস দলের হয়ে একটি অনবদ্ধ ইনিংস খেলেন। মাত্র ৭ বলে ৩টি চার ও ২টি ছক্কার বিনিময়ে ২৬ রান বানিয়ে ফেলেন তিনি।

লজ্জার নজির গড়লেন মোহিত

 

Mohit sharma, ipl 2024
Mohit Sharma | Image: Twitter

তবে, আজকের ম্যাচে গুজরাটের বোলারদের মাঠের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে চার ছক্কা হাঁকিয়েছেন ঋষভ পন্থ। ইনিংস জুড়ে ৪৩ বলে ৮৮ রান বানান ঋষভ তবে মোহিত শর্মার শেষ ওভারে ২,৬,৪,৬,৬,৬ রান হাঁকান ও দলকে ২২৪ রানে পৌঁছে দেন। আর শেষ ওভারে এই ওভারে একটি ওয়াইড বল করেন তিনি, যার সুবাদে ৪ ওভারে ৭৩ রান দিয়ে ফেলেন মোহিত শর্মা (Mohit Sharma)। মোহিতকে T20 বিশ্বকাপ দলে মোহাম্মদ শামির জায়গায় খেলানোর একটি চর্চা সমাজ মাধ্যমে চলছিল। তবে আজকের পারফরমেন্সের পর সমাজ মাধ্যমে ট্রোলের পাত্র হয়ে উঠলেন শামি।

দেখেনিন টুইট

Read More | IPL 2024: “দলকে ডুবিয়েই শান্তি পাবে…” রাজস্থানের বিরুদ্ধে মুম্বইয়ের পরাজয়ের পর সমাজ মাধ্যমে হার্দিক’কে নিয়েশুরু হলো চর্চা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *