RCB vs GT Match 52 Preview IPL 2024 in Bengali: মরণ-বাঁচন লড়াইয়ে মুখোমুখি ব্যাঙ্গালুরু ও গুজরাট, ম্যাচ হারলেই নিতে হবে বিদায় !! 1

IPL 2024: আগামীকাল মেগা ম্যাচে মুখোমুখি হতে চলেছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটান্স (RCB vs GT) আগামীকাল ম্যাচটি বেঙ্গালুরু এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে। এর আগেও দুই দল একটি ম্যাচ খেলে ফেলেছে, যে ম্যাচে বেঙ্গালুরু দলের ওপেনার বিরাট কোহলি (Virat Kohli) এবং উইল জ্যাক্স (Will Jacks) এর বিধ্বংসী শতরানের ইনিংসে গুজরাট টাইটার্স কে পরাস্ত করেছে।

চলতি সিজনের কথা বলতে গেলে এই মৌসুমে শুরুটা ভালো করলেও শেষের দিকে কয়েকটি ম্যাচে পরাজিত হতে হচ্ছে গুজরাট টাইটান্সকে। ২০২২ ও ২০২৩ সালের ফাইনালিস্ট গুজরাট টাইটানস এবছর প্লে অফের দৌড় থেকে রীতিমতন ছিটকে গিয়েছে। তবে বাকি ম্যাচগুলিতে তাদেরকে জয়ের জন্য লড়াই করতে হবে। পয়েন্ট তালিকার বিচারে, অষ্টম স্থানে রয়েছে গুজরাট টাইটান্স এবং তালিকায় একদম শেষে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স দল।

Read More: আইপিএলের কারণেই নস্ট হচ্ছে ভারতীয় ক্রিকেট, বিশ্বকাপে ফ্লপ করছে দল – বিস্ফোরক মন্তব্য করলেন ইরফান পাঠান !!

গত ম্যাচে গুজরাটের বিরুদ্ধে ৯ উইকেটে ম্যাচ জেতে রয়্যাল চ্যালেঞ্জার্স। ওই ম্যাচে প্রথমে ব্যাটিং করে গুজরাট ২০০ রান বানিয়েছিল, তবে সেই রান তাড়া করতে এসে ৪৪ বলে ৬টি চার ও ৩টি ছক্কার বিনিময়ে ৭০ রান বানান এবং মাত্র ৪১ বলে ৫টি চার ও ১০টি ছক্কার বিনিময়ে শতরান হাঁকান তিনি। মাত্র ১৬ ওভারেই ২০০ রান তাড়া করে ফেলে। আগামীকাল ম্যাচটিতে হারলেই টুর্নামেন্ট থেকে বাদ পড়া নিশ্চিত।

RCB vs GT, IPL 2024, MATCH 51 PITCH REPORT

Chinnaswamy Stadium, ipl 2024
Chinnaswamy Stadium | Image: Twitter

আগামীকাল ম্যাচের কথা বলতে গেলে ব্যাঙ্গালোরে উইকেট সব সময় ব্যাটসম্যানদের সহায়তাকারী। আগামীকাল ঘরের মাঠে পঞ্চম বার খেলতে চলেছে ব্যাঙ্গালুরু, তবে ঘরের মাঠে ব্যাঙ্গালোরে দলকে কেবলমাত্র একটি ম্যাচে জিততে দেখা গিয়েছে। ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে চলতি সিজিনে প্রথম ইনিংসে গড় রান ২০৬ এবং দ্বিতীয় ইনিংসে তা গিয়ে দাঁড়িয়েছে ২১০’এ। চিন্নাস্বামীর ময়দানে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে শেষ ম্যাচ দুই ইনিংস মিলিয়ে মোট ৫৪৯ রান জুড়ে দেয়। আগামীকাল ম্যাচেও ঠিক একই ধরণের একটি ম্যাচ দেখার সম্ভাবনা রয়েছে।

RCB vs GT, IPL 2024, MATCH 51 WEATHER REPORT

আগামীকাল ম্যাচে আবহাওয়ার কথা বলতে গেলে দিনের বেলায় সর্বাধিক ৩৭ ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং সর্বনিম্ন ২৪ ডিগ্রি তাপমাত্রা থাকতে চলেছে। বাতাসে প্রায় ৪৩ শতাংশ আপেক্ষিক আদ্রতা থাকতে চলেছে এবং ১৩ কিমি প্রতি ঘন্টা বেগে বাতাস বইবে। পিচের পরিস্থিতির দিকে নজর রেখে টস জয়ী ক্যাপ্টেন প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেবেন। আগামীকাল বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই তাই ভক্তরা একটি রুদ্ধশ্বাস ম্যাচের উপভোগ করবে।

RCB vs GT, IPL 2024, MATCH 51 Head to Head

Rcb vs gt, ipl 2024
RCB vs GT | Image: Getty Images

গুজরাট নতুন দল হওয়ার কারণে এবং গ্রুপের বিভাজনের কারণে দুই দলকে বেশিবার মুখোমুখি হতে দেখা যায়নি। তবে দুই দল আইপিএলের ৩ সিজিনে মোট ৪ বার মুখোমুখি হয়েছে। দুই দল দুটি করে ম্যাচ জিতেছে। চলতি সিজিনেই ব্যাঙ্গালুরু বিরুদ্ধে পরাস্ত হতে হয়েছিল গুজরাটকে। আগামীকাল ম্যাচে পরিস্থিতির এবং পরিসংখ্যার বদল হতে পারে।

RCB vs GT, IPL 2024, MATCH 51 দুই দলের সম্ভব্যা একাদশ

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু – বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিস (C), উইল জ্যাকস, রজত পতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, দিনেশ কার্তিক (WK), স্বপ্নিল সিং, কর্ণ শর্মা, মহম্মদ সিরাজ, যশ দয়াল। ইমপ্যাক্ট প্লেয়ার- মহিপাল লোমর।

গুজরাট টাইটান্স – ঋদ্ধিমান সাহা (WK), শুভমান গিল (C), সাই সুধারসন, ডেভিড মিলার, আজমতুল্লাহ ওমরজাই, রাহুল তেওয়াতিয়া, শাহরুখ খান, রশিদ খান, রবিশ্রিনিবাসন সাই কিশোর, নুর আহমেদ, মোহিত শর্মা। ইমপ্যাক্ট প্লেয়ায়- সন্দীপ ওয়ারিওর।

Read More: IPL 2024: “ওকে সামলানো কঠিন…” মুম্বই দ্বৈরথের আগে রোহিত শর্মার অকুন্ঠ প্রশংসা গৌতম গম্ভীরের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *