fans-on-x-slam-rohits-fitness-on-x

রোহিতের শর্মা’র (Rohit Sharma) নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া গতকাল থেকে শুরু করলো তাদের টি-২০ বিশ্বকাপের দৌড়। প্রস্তুতি ম্যাচে নিউ ইয়র্কের মাঠে তাদের প্রতিপক্ষ ছিলো বাংলাদেশ। পড়শি দেশের বিরুদ্ধে ৬০ রানের ব্যবধানে সহজ জয় দিয়েই কুড়ি-বিশের বিশ্বযুদ্ধের প্রস্তুতি ঝালিয়ে নিলেন রোহিত (Rohit Sharma), ঋষভ, জসপ্রীত বুমরাহ’রা (Jasprit Bumrah)। গতকালের ম্যাচে খেলেন নি বিরাট কোহলি (Virat Kohli)। ১৬ ঘন্টার বিমানযাত্রার পর জেট ল্যাগের কারণে মাঠে নামতে পারেন নি তিনি। কিন্তু দলের সেরা ব্যাটিং অস্ত্রকে বাইরে রেখেই শাকিব, শান্ত, লিটনদের ধরাশায়ী করলো ভারত। টসে জিতে প্রথম ব্যাটিং করে তারা তোলে ১৮২ রান। জবাবে ব্যাট করতে নামা বাংলাদেশ আটকে যায় ১২২-এ। ৫ তারিখ আয়ারল্যান্ডের বিরুদ্ধে মূলপর্বের প্রথম ম্যাচে নামার আগে এই ফলাফল নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে টিম ইন্ডিয়ার।

Read More: সঞ্জুর ক্যারিয়ার শেষ করতে উঠে পড়ে লেগেছেন রোহিত শর্মা, বিশ্বকাপ ম্যাচে দেবেন না সুযোগ !!

গতকালের ম্যাচ থেকে বেশ কিছু ইতিবাচক দিকের সন্ধান পেয়েছে ভারতীয় শিবির। দীর্ঘ চোট সারিয়ে ভারতের জার্সি গায়ে চাপিয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। রীতিমত ভালো ব্যাটিং করেছেন তিনি। চমৎকার অর্ধশতক এসেছে তাঁর থেকে। আইপিএলে অফ ফর্মে ভোগা হার্দিক পান্ডিয়াও ব্যাট হাতে মেলে ধরেছেন নিজেকে। যা মূলপর্বে মাঠে নামার আগে কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) মুখে হাসি ফোটাতে। একইসাথে রয়েছে কিছু নেতিবাচক দিকও। ওপেন করতে নেমে যেভাবে নড়বড়ে দেখিয়েছে সঞ্জু স্যামসনকে, তাতে তাঁর মূলপর্বে খেলার সম্ভাবনা বিশেষ দেখছেন না ক্রিকেটজনতা। একইসঙ্গে ভারত অধিনায়ক রোহিত শর্মা’র (Rohit Sharma) ফিটনেসের হালত দেখেও চমকেছেন সকলে।

ভারত বনাম বাংলাদেশ ম্যাচ চলাকালীন তোলা একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পাশ থেকে তোলা ছবিটিতে রোহিত শর্মা’র (Rohit Sharma) চেহারা দেখে মোটেই মনে হচ্ছে না দেশের অন্যতম সেরা ক্রীড়াবিদ তিনি। ক্রিকেটার বলতেই যে ছিপছিপে চেহারা চোখের সামনে ভেসে ওঠে তার ধারেপাশেও মনে হচ্ছে না হিটম্যানকে। বরং বেশ মোটাই লাগছে তাঁকে। এই ছবি ভাইরাল হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় দেওয়ালে একের পর এক কটাক্ষ জমা হয়েছে তাঁর বিরুদ্ধে। ‘এবার বড়াপাও খাওয়াটা কমাও’ লিখেছেন একজন। ‘ভারতের বিশ্বকাপ জয়ের সম্ভাবনাটাও খেয়ে ফেলো না’ মন্তব্য আরও একজনের। ‘এই ফিটনেস নিয়ে কি করে ক্রিকেটার হতে পারেন কেউ?’ প্রশ্ন করেছেন একজন। ‘মনে হচ্ছে অকায়ের একজন বন্ধু আসছে’ টিপ্পনি আরও একজনের।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: বিশ্বকাপের প্রথম ম্যাচে ১৪ বল বাকি থাকতেই কানাডাকে হারিয়ে জয় সুনিশ্চিত করলো আমেরিকা যুক্তরাষ্ট্র !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *