fans-cheer-as-india-enter-t20-wc-final

T20 World Cup: ২০২২ সাল-অ্যাডিলেড ওভালে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে ভারতকে ১০ উইকেটের ব্যবধানে হারিয়ে ফাইনালে পা রাখে ইংল্যান্ড। সেই লজ্জার পরাজয়ের স্মৃতি আজও ভুলতে পারেন নি দেশের কোটি কোটি ক্রিকেটপথ। শাপমোচনের সুযোগ এসে গিয়েছিলো ২০২৪-এ। সেই টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালেই মুখোমুখি হয়েছিলো ভারত (Team India) ও ইংল্যান্ড (ENG)। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অ্যাডিলেডের সেই ক্ষতে প্রলেপ লাগানোর সুযোগ আর হাতছাড়া করেন নি রোহিত শর্মা’রা (Rohit Sharma)। বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। তবুও লক্ষ্যে অবিচল থেকে টিম ইন্ডিয়া আজ থামিয়ে দিয়েছে ইংল্যান্ডের সিংহগর্জন। টুর্নামেন্টে এর আগে বারবার বিদায়ের দোরগোড়ায় পৌঁছেও ঘুরে দাঁড়িয়েছেন বাটলাররা। কিন্তু আজ আর কোনো সুযোগ তাঁদের দেয় নি রোহিতবাহিনী।

Read More: “চোকিং এদের রক্তে…” ইংল্যান্ডের বিরুদ্ধে ১৭১ রান বানাতে সমাজ মাধ্যমে ট্রোলের মুখে টিম ইন্ডিয়া !!

টসে জিতে প্রথমে ভারতকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানায় ইংল্যান্ড। ওপেন করতে নেমে কোহলি (Virat Kohli) ফের ব্যর্থ হওয়ায় হা-হুতাশ চললো সোশ্যাল মিডিয়ায়। ‘কেন যে রোজ ওপেন করাচ্ছে, ভুল সিদ্ধান্ত’, টিম ম্যানেজমেন্টকে দুষে জানিয়েছেন অনেকে। পন্থ আউট হলেও হতাশ হয়েছেন ক্রিকেটজনতার একটা বড় অংশ। কিন্তু সেই আক্ষেপ দ্রুত ঢেকে দেন রোহিত শর্মা (Rohit Sharma)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯২ রানের পর আজ ইংল্যান্ডের বিপক্ষে তিনি করেন ঝোড়ো ৫৭। ‘রোহিত বুঝিয়ে দিচ্ছে যে এবার ট্রফি জিততে ও কতটা মরিয়া’ তারিফ করে লিখেছেন একজন। ‘আসল সময় জ্বলে উঠেছে ও, মন জুড়ীয়ে দিলো’ মন্তব্য আরও একজনের। ৪৭ রানের ইনিংস খেলে যোগ্য সঙ্গত করেন সূর্যকুমার যাদব’ও (Suryakumar Yadav)। ‘আর কেউ হয়ত ওকে বড় মঞ্চের খেলোয়াড় নয়, বলার সাহস পাবে না’ মন্তব্য এক সূর্য ভক্তের।

৭ উইকেটের বিনিময়ে টিম ইন্ডিয়া স্কোরবোর্ডে তোলে ১৭১ রান। তারকাখচিত ইংল্যান্ড ব্যাটিং-কে ১৭২-এর আগে রুখতে হলে বোলিং বিভাগকে জ্বলে উঠতে হত। ‘নির্মম’ ক্রিকেট খেলে ঠিক সেটাই করে দেখালো ‘মেন ইন ব্লু,’ শুরুটা আক্রমণাত্মকই করেছিলেন জস বাটলার। কিন্তু অক্ষর প্যাটেলের বলে তিনি ২৩ করে ফিরতেই ভাঙন শুরু ইংল্যান্ড ব্যাটিং লাইন-আপে। আজ পেসাররা নয়, বরং নজর কেড়ে নিলো কুলদীপ-অক্ষরের স্পিন জুটি। ৩টি করে উইকেট তুলে নেন। ‘দুরন্ত ঘূর্ণির ঐ লেগেছে পাক’ মন্তব্য করেছেন এক ক্রিকেটপ্রেমী। ‘গায়ানায় দিনের বেলা চোখে সর্ষেফুল দেখছেন ইংল্যান্ড ব্যাটার’রা’ লিখেছেন আরও এক উচ্ছ্বসিত সমর্থক। ১০৩ রানে ইংল্যান্ডের ইনিংস থামতেই উদ্বেল এক নেটিজেনের মন্তব্য, ‘কারও ধার-বাকি রাখে না ভারত। ২০২২-এর প্রতিশোধ নিয়ে দেখিয়ে দিলো ভারত।’ ফাইনাল নিশ্চিত হতেই এখন একটাই প্রার্থনা, ‘ট্রফি যেন ক্যারিবিয়ান থেকে আসে ভারতেই।’

দেখে নিন ট্যুইটচিত্র-

Also Read: T20 World Cup: বৃষ্টিভেজা গায়ানায় অর্ধশতক রোহিতের, সেমিফাইনালে ভারতের সংগ্রহ ১৭১ রান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *