IND vs ENG, World Cup 2024: ভারতের বিরুদ্ধে জয় সুনিশ্চিত করতে মোরিয়া ইংল্যান্ড, মেগা সেমিফাইনালে দলে এন্ট্রি নিলেন এই সুপারস্টার !! 1

আগামীকাল বিশ্বকাপের মেগা মঞ্চে মুখোমুখি হতে চলেছে ভারত এবং ইংল্যান্ড (IND vs ENG)। ২০২২ সালের মতনই আবার একবার ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ সেমিফাইনালে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। গতবারের বিশ্বকাপের সেমিফাইনালে ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটে পরাজিত হয়েছিল। এবারের বিশ্বকাপে একই ধারা বজায় রাখতে চাইবে ইংল্যান্ড ক্রিকেট দল। ভারতীয় দলের বিরুদ্ধে আগে থেকেই আক্রমণাত্মক মনোভাব নিয়ে ব্যাটিং করার হুমকি দিয়ে দিয়েছেন ইংল্যান্ড দলের অধিনায়ক জস বাটলার (Jos Buttler)। ভারতীয় বিরুদ্ধে জয় সুনিশ্চিত করতে পছন্দের দল বাছাই করবেন ক্যাপ্টেন জস।

ওপেনিং করতে আসবেন ফিলিপ সল্ট (Philip Salt) ও জস বাটলার (Jos Buttler)। দলের হয়ে দুই বিধ্বংসী ওপেনার দুর্দান্ত ব্যাটিং করছেন এই মৌসুমে পাশাপাশি তিন নম্বরে ব্যাটিং করতে আসবেন ইংল্যান্ড দলের হার্ড হিটার ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। এবারের বিশ্বকাপে প্রথম কয়েকটি ম্যাচে মিডেল অর্ডারে বেশ সমস্যা দেখা গেলেও বিগত কয়েকটি ম্যাচে ভুল শুধরে ফেলেছেন হ্যারি ব্রুক (Harry Brook) ও মঈন আলীরা (Moeen Ali)।

ফিনিশারের ভূমিকা পালন করতে দেখা যাবে সিক্স হিটিং মেশিন লিয়াম লিভিংস্টোনের (Liam Livingstone) ব্যাট থেকে। এছাড়া অলরাউন্ডারের ভূমিকায় স্যাম কুরান (Sam Curran) ও ক্রিস জর্ডানকে (Chris Jordan) দেখা যাবে। এছাড়া দলের বোলারদের ভূমিকায় জোফরা আর্চার (Jofra Archer), আদিল রশিদ (Adil Rashid) ও রিস টপলেকে দেখতে পাওয়া যাবে (Riss Topley)।

Read More: বিশ্বকাপ থেকে বাংলাদেশ ছিটকে যেতেই উদ্দাম নাচ শুরু করলেন বীরেন্দ্র শেহবাগ, ভাইরাল ভিডিও !!

IND vs ENG, World Cup 2024, Pitch and Weather Report

Ind vs eng

ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) ম্যাচটি গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে। এখানকার পিচের কথা বলতে গেলে এখানে বেশিরভাগ ম্যাচেই খুব কম স্কোর লক্ষ্য করা গিয়েছে। প্রথম ইনিংসে গড় রান হলো মাত্র ১২৭ এবং দ্বিতীয় ইনিংসে তা পরিবর্তন হয়ে আরো কমতে থাকে, মাত্র ৯৫ তে নেমে এসেছে এখানকার দ্বিতীয় ইনিংস এর স্কোর। এর থেকে বোঝা যাচ্ছে টসে জিতে প্রথমে ব্যাটিং করাটাই শ্রেয় সিদ্ধান্ত হবে অধিনায়কের কাছে। পিচের তুলনামূলকভাবে ধীর গতির হওয়ার কারণে স্পিন বোলারদের সাহায্যে করবে। ব্যাটসম্যানদের কাছে কঠিন চ্যালেঞ্জ থাকবে স্পিনারদের মোকাবেলা করার। সেই কারণেই পাওয়ার প্লের ফায়দা তুলতে হবে দলের ব্যাটসম্যানদের।

আগামীকাল গায়ানাতে সর্বাধিক ৩০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লক্ষ করা যাবে এবং তা কমে গিয়ে ২৪ ডিগ্রীতে নেমে আসবে। পাশাপশি ১৬ কিলোমিটার বেগে উত্তর থেকে পশ্চিমদিকে বাতাস বইবে। পরিবেশ গরম থাকায় প্লেয়ারদের সমস্যায় পড়তে দেখা যেতে পারে। এখানে ৭৬ শতাংশ আপেক্ষিক আদ্রতা লক্ষ করা যাবে। তবে আগামীকাল ম্যাচে বড় চিন্তার বিষয় হয়ে উঠবে গুয়ানার বৃষ্টি, আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে গায়ানাতে আগামীকাল প্রচুর বৃষ্টির সম্ভাবনা রয়েছে, গায়ানাতে সকাল থেকেই ৮১ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রাত পর্যন্ত ৩৩% বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা জারি করলো হওয়া অফিস।

IND vs ENG, World Cup 2024, ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের স্কোয়াড

ওপেনার – ফিলিপ সল্ট, জস বাটলার

মিডিল অর্ডার ব্যাটসম্যান- জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, মঈন আলী

ফিনিশার- লিয়াম লিভিংস্টোন, স্যাম কুরান

বোলার- ক্রিস জর্ডান, জোফরা আর্চার, আদিল রশিদ, রিস টপলে।

ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের স্কোয়াড

ফিলিপ সল্ট, জস বাটলার (অধিনায়ক/উইকেট রক্ষক), জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, স্যাম কুরান, ক্রিস জর্ডান, জোফরা আর্চার, আদিল রশিদ, রিস টপলে।

Read Also: IND vs ENG, T20 World Cup 2024, Pitch and Weather Update: সেমিফাইনালের মহা মঞ্চে মুখোমুখি ভারত-ইংল্যান্ড, মেগা ম্যাচে রয়েছে সিংহভাগ বৃষ্টির আশঙ্কা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *