“এই স্মৃতিটা রয়ে যাবে…” দ্রাবিড়ের চোখে জল, বিশ্বকাপ জিতেই কোচের দায়িত্ব ছাড়লেন ‘দ্য ওয়াল’ !! 1

২০২১-এর নভেম্বরে ভারতীয় দলের কোচ হিসেবে পথচলা শুরু হয়েছিলো রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid)। রবি শাস্ত্রী সরে দাঁড়ানোর পর দ্রাবিড়কে যোগ্যতম হিসেবে নির্বাচন করেছিলেন তৎকালীন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্ব ছেড়ে সিনিয়র দলের প্রশিক্ষক হতে রাজী ছিলেন না ‘দ্য ওয়াল।’ কিন্তু সৌরভের একান্ত অনুরোধে শেষমেশ সম্মতি দেন। প্রায় ঐ একই সময়ে টিম ইন্ডিয়ার (Team India) নেতৃত্বে পরিবর্তন আনার কথা ভাবে বিসিসিআই। বিরাট কোহলি সরে দাঁড়ানোয় তিন ফর্ম্যাটেই অধিনায়ক করা হয় রোহিত শর্মা’কে (Rohit Sharma)। এরপরের তিনটে বছরকে ভারতীয় ক্রিকেটের দ্রাবিড়-রোহিত যুগ বলা যেতে পারে। ঘটনাবহুল এই সময়কালে টিম ইন্ডিয়া যেমন খুঁজে পেয়েছে সাফল্যের ‘এল ডোরাডো’, তেমনই মুখোমুখি হয়েছে ব্যর্থতার বন্ধ্যা জমিরও।

২০২২-এর এশিয়া কাপ ছিলো কোচ দ্রাবিড়ের (Rahul Dravid) প্রথম বড় পরীক্ষা। উত্তীর্ণ হতে পারেন নি তিনি। সেমিফাইনাল থেকে ছিটকে যায় ভারত। ঐ বছরই টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালেও জোটে ইংল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটের ব্যবধানে লজ্জার হার। এরপর ২০২৩-এর জুন মাসেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশপের (WTC) ফাইনালে হারতে হয়েছিলো টিম ইন্ডিয়াকে। ভাগ্যের চাকা ঘোরে এরপর। সেপ্টেম্বরে দাপটের সাথে এশিয়া কাপ জেতেন কোহলি-রোহিত’রা। কোচ দ্রাবিড়ের হাত ধরে বিশ্বকাপের স্বপ্ন দেখেছিলো ভারত। অনবদ্য পারফর্ম্যান্স করে ফাইনাল অবধি পৌঁছলেও শেষমেশ অজিদের বিপক্ষে মেলে পরাজয়ই। খাদের কিনারে পৌঁছে যাওয়া দ্রাবিড়ের (Rahul Dravid) সামনে শেষ সুযোগ ছিলো ২০২৪-এর টি-২০ বিশ্বকাপ। শেষ পরীক্ষায় লেটার মার্কস নিয়ে পাস করলেন তিনি। দলকে ট্রফি জিতিয়েই বিদায় নিলেন ভারতীয় সাজঘর থেকে।

Read More: TOP 3: টিম ইন্ডিয়ার ৩ ক্রিকেটার, যাঁদের উত্থানের পিছনে বড় ভূমিকা রয়েছে রোহিত শর্মা’র !!

আবেগে ভাসলেন রাহুল দ্রাবিড়-

Rahul Dravid | Image: Getty Images
Rahul Dravid | Image: Getty Images

কোচের হটসিটে বসে গত তিন বছরে ভারতীয় ক্রিকেটের নানা ওঠাপড়া চাক্ষুস করেছেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওডিআই বিশ্বকাপ ফাইনাল হারের মত দুটি বড় ধাক্কা সহ্য করতে হয়েছে তাঁকে। তবুও বিদায়বেলায় টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জয় যেন সেই দুঃখের স্মৃতিগুলো ভুলিয়ে দিয়েছে তাঁকে। শেষবার ভারতের কোচ হিসেবে সাজঘরে ক্রিকেটারদের উদ্দেশ্যে তিনি যে বক্তব্য রাখলেন, তা থেকে স্পষ্ট যে কতখানি তৃপ্ত তিনি। বলেন, “আমার কাছে সত্যিই ভাষা নেই। আমি সবাইকে ধন্যবাদ বলতে চাই আমায় এই দুর্দান্ত স্মৃতির অংশ করে নেওয়ার জন্য। আমি মনে করি তোমরা সবাই এই মুহূর্তগুলো মনে রাখবে। আমরা সবসময় বলি যে রান, উইকেট, কেরিয়ার এগুলো কেউ মনে রাখে না। তবে এই মুহূর্তগুলো (বিশ্বকাপ জয়) তোমরা সকলেই সারাজীবন মনে রেখে দেবে।”

ক্রিকেটারদের প্রশংসায় ভরিয়ে দ্রাবিড় জানান, “আমি মনে করি তোমরা যা অর্জন করেছো, বা যা করতে চলেছ, তার জন্য গোটা দেশ তোমাদের প্রত্যেকের জন্য গর্বিত। এই পর্যায়ে পৌঁছানোর জন্য তোমরা প্রত্যেকে অনেক ত্যাগ স্বীকার করেছো। দেখ তোমাদের পরিবারকে আজ, প্রত্যেকে আনন্দ করছেন। তোমাদের মধ্যে অনেকেরই পরিবার রয়েছেন দেশে। আমরা যখন ছোটো ছিলাম তখন থেকে (আমাদের জন্য) পরিবারের প্রত্যেক সদস্যের করা প্রতিটি ত্যাগের কথা ভেবে দেখো, যার জন্য আমরা এই সাজঘর অবধি পৌঁছতে পেরেছি।” আবেগঘণ এই ভাষণ দেওয়ার সময় গলা বুজে আসছিলো দ্রাবিড়ের। চারদিকে ছড়িয়েছিটিয়ে বসে থাকা ক্রিকেটাররাও নিশ্চুপ হয়ে শুনছিলেন তাঁর কথা।

আলাদা করে ধন্যবাদ জানান রোহিত’কে-

Rohit Sharma and Rahul Dravid | Image: Getty Images
Rohit Sharma and Rahul Dravid | Image: Getty Images

গত বছরের নভেম্বরেই ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে চুক্তি শেষ হওয়ার কথা ছিলো রাহুল দ্রাবিড়ের। ওডিআই বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের পর আর নতুন করে চুক্তি নবীকরণ করতে চান নি তিনি। ব্যর্থতার দায় নিয়ে বোর্ডের কাছে সরে যাওয়ার ইচ্ছাই প্রকাশ করেছিলেন। কিন্তু সেই সময় তাঁকে যেতে দেন নি রোহিত শর্মা। ভারত অধিনায়কের অনুরোধেই টি-২০ বিশ্বকাপ অবধি থাকতে রাজী হয়েছিলেন ‘দ্য ওয়াল।’ চলতি বছরের জুন মাস অবধি চুক্তি নবীকরণ করেন তিনি। সেই সিদ্ধান্ত যে সঠিক ছিলো, তার প্রমাণ মিলেছে গত ২৯ তারিখ বার্বাডোজের কেনসিংটন ওভালে। ব্যর্থতার অন্ধকার নয়, বরং বিশ্বজয়ের সোনালী মুকুট মাথায় যে তিনি যে ভারতীয় সাজঘরকে বিদায় জানাতে পারছেন, তার জন্য আলাদা করে রোহিতকে ধন্যবাদ জানিয়েছেন দ্রাবিড়।

বিসিসিআই-এর পোস্ট করা ভিডিও’তে সদ্যপ্রাক্তন হয়ে যাওয়া কোচ’কে বলতে শোনা গিয়েছে, “আমি রো’কে (রোহিত শর্মা) বলতে চাই, ‘অনেক অনেক ধন্যবাদ আমায় নভেম্বরে থেকে যেতে বলার জন্য।’ আমি মনে করি তোমাদের সকলের সাথে যে কাজ করতে পারলাম এটা আমার জন্য সৌভাগ্যের বিষয়, কিন্তু রো, আলাদা করে তোমায় ধন্যবাদ জানাবো তোমার সময়ের জন্য। তুমি অধিনায়ক থাকাকালীন আমরা প্রচুর আলোচনা সেরেছি, অনেক কথা বলেছি। কখনও আমাদের মতের মিল হয়েছে, আবার কখনও মতের অমিলও হয়েছে। কিন্তু তার পরেও তোমাকে অনেক ধন্যবাদ।” দ্রাবিড়ের প্রশংসা শুনে রোহিতের মুখেও সেই সময় দেখা যায় হাসি। কোচের মতই ক্রিকেটের একটা অধ্যায়কে যে বিদায় জানিয়েছেন তিনিও। সরে দাঁড়িয়েছেন টি-২০ থেকে।

দেখে নিন রাহুল দ্রাবিড়ের সম্পূর্ণ বক্তব্য-

Also Read: নেতৃত্বের অগ্নিপরীক্ষা হার্দিকের, সঞ্জু’কে বাদ দিয়েই ২০২৬ টি-২০ বিশ্বকাপের ছক সাজাচ্ছে বোর্ড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *