dinesh-karthik-praises-rinku-singh

এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটজনতার নয়নের মণি রিঙ্কু সিং (Rinku Singh)। গত কয়েক মাসে ধূমকেতুর মতই উত্থান উত্তরপ্রদেশের তরুণের। সৌজন্যে আইপিএল। কলকাতা নাইট রাইডার্স শিবিরে বেশ কিছু বছর ধরেই রয়েছেন রিঙ্কু সিং (Rinku Singh)। প্রথম দিকে বিশেষ সুযোগ পান নি। তবে ২০২২ সালে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিরুদ্ধে একটি চমকপ্রদ ইনিংস খেলে প্রথম নজর কাড়েন। দলে নিয়মিত হয়ে ওঠেন ২০২৩-এ। ব্যাট হাতে ধারাবাহিকভাবে নিজের প্রতিভার পরিচয় রাখেন তিনি। উত্থানের শুরুটা হয়েছিলো গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। আহমেদাবাদের মাঠে শেষ ওভারে ২৯ রান প্রয়োজন ছিলো কলকাতার। হার অবশ্যম্ভাবী ধরে নিয়েছিলেন কেকেআর ভক্তরা। সেখান থেকে অবিশ্বাস্য জয় ছিনিয়ে আনেন রিঙ্কু। যশ দয়ালকে পরপর পাঁচ বলে পাঁচ ছক্কা মেরে তৈরি করেন ইতিহাস। এরপর আর পিছন ফিরে তাকাতে হয় নি তাঁকে।

গুজরাত ম্যাচের সাফল্য গোটা মরসুম জুড়েই ধরে রেখেছিলেন রিঙ্কু (Rinku Singh)। ব্যাট হাতে প্রায় ৬০ গড় ও ১৫০ স্ট্রাইক রেট বজায় রেখে করেন ৪৭৪ রান। মারেন ২৯টি ছক্কা। রাসেল, নীতিশ রানা’র মত ক্রিকেটারকে পিছনে ফেলে কলকাতার সর্বোচ্চ রান সংগ্রাহকও হন তিনি। এরপর সরাসরি জাতীয় দলে সুযোগ পান তিনি। গত কয়েক মাসে দেশের জার্সিতে এশিয়ান গেমসে সোনা জিতেছেন। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তানের মত দেশের বিরুদ্ধে পেয়েছেন সাফল্য। আন্তর্জাতিক টি-২০তে আপাতত ১৫ ম্যাচে ৮৯ গড়ে তাঁর রানসংখ্যা ৩৫৬। স্ট্রাইক রেট প্রায় ১৭৭। আরও একটা আইপিএল উপস্থিত। এবারও কলকাতা নাইট রাইডার্স শিবির তাকিয়ে রয়েছে রিঙ্কু’র (Rinku Singh) দিকে। প্রত্যাশার চাপ সামলে নিজের সেরাটা দিতে প্রস্তুত রিঙ্কু’ও।

Read More: IPL 2024: চিপকে ব্যাটিং বিক্রম রচিন-শিবমের, গুজরাতের বিরুদ্ধে রানের পাহাড়ে চেন্নাই সুপার কিংস !!

রিঙ্কু-কে প্রশংসায় ভরালেন দীনেশ কার্তিক-

Rinku Singh | Image: Getty Images
Rinku Singh | Image: Getty Images

২০১৮ সালে আইপিএলে যখন অভিষেক হয় বছর ১৮-র রিঙ্কুর (Rinku Singh), তখন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন দীনেশ কার্তিক। বেগুনি-সোনালী শিবির ছেড়ে বর্তমানে তিনি নাম লিখিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে (RCB)। দল আলাদা হলেও রিঙ্কুর প্রতি কার্তিকের স্নেহ বা তাঁর প্রতিভার প্রতি শ্রদ্ধা যে বিন্দুমাত্র বদলায় নি তার প্রমাণ পাওয়া গেলো এক সাম্প্রতিক সাক্ষাৎকারে। তরুণ ক্রিকেটারের ভূয়সী প্রশংসা করে কার্তিক জানিয়েছেন, “রিঙ্কু সিং-কে দেখে আমি অনুপ্রাণিত হই। ও যেভাবে খেলছে সেটা দুর্দান্ত। ওর মত আরও কয়েকজনকে দেখে আমি শেখার চেষ্টা করি।” কার্তিকের বক্তব্য নিজেদের সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করেছে কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি। ক্যাপশনে লিখেছে, “রিঙ্কু সিং অ্যাপ্রিশিয়েশন ক্লাবে স্বাগত ডিকে।” নাইট জার্সিতে দুজনের একসাথে একটি ছবিও শেয়ার করেছে তারা।

গত মরসুমটা ব্যাট হাতে একদমই ভালো কাটে নি দীনেশ কার্তিকের (Dinesh Karthik)। ১৩ ম্যাচে ১১.৬৭ ব্যাটিং গড়ে করেছলেন মাত্র ১৪০ রান। ‘ফিনিশার’ হিসেবে তাঁকে ব্যবহার করার স্ট্র্যাটেজি ব্যুমেরাং হয়ে ফিরেছিলো বেঙ্গালুরুর (RCB) জন্য। এবারও তাঁর ফর্ম নিয়ে দ্বিধায় ছিলেন অনেকে। আইপিএলের দিনকয়েক আগে ধারাভাষ্যের মাইক ছেড়ে অনুশীলন শুরু করেছিলেন তিনি। কিন্তু অভিজ্ঞ ক্রিকেটার এখনও পর্যন্ত টুর্নামেন্টে যে দুই ম্যাচ খেলেছেন, তাতে বেশ সাবলীলই লেগেছে তাঁকে। চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে করেছিলেন ৩৮* রান। আর গতকাল রান তাড়া করতে নেমে মাত্র ১০ বলে অপরাজিত ২৮ রান করে বেঙ্গালুরুকে মরসুমের প্রথম জয় এনে দিলেন তিনি।

দেখুন KKR-এর পোস্টটি-

Also Read: IND vs AUS: ভারতের অস্ট্রেলিয়া সফরের দিনক্ষণ হল ঘোষণা, ৫ ম্যাচের সিরিজে থাকছে ডে-নাইট টেস্টও !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *