dhoni-can-cost-gambhir-india-coach-job

কোচ খুঁজছে বিসিসিআই। গৌতম গম্ভীর (Gautam Gambhir) থেকে রবি শাস্ত্রী, ভারতীয় দলে রাহুল দ্রাবিড়ের উত্তরসূরি কে হবেন তা নিয়ে রোজই চলছে জল্পনা। ২০২১ সালের নভেম্বরে কোচ হিসেবে যোগ দিয়েছিলেন দ্রাবিড় (Rahul Dravid)। তারপর কেটে গিয়েছে অনেকটা সময়। গত বছরের ওডিআই বিশ্বকাপ (ODI World Cup) অবধি চুক্তি ছিলো তাঁর সাথে। ২০২৪-এর জুনে আয়োজিত হতে চলা টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে চুক্তি মাস কয়েকের জন্য নবীকরণ করা হয়েছিলো তাঁর সাথে। তবে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) পর যে নতুন করে কোচের সন্ধান শুরু হবে তা স্পষ্ট করে দিয়েছিলেন সচিব জয় শাহ। সেইমত দিনকয়েক আগেই কোচের পদে আবেদনপত্র চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই।

দীর্ঘমেয়াদি পরিকল্পনা যে নেওয়া হচ্ছে তা স্পষ্ট হয়েছে বিজ্ঞপ্তি থেকেই। ২০২৪ থেকে ২০২৭-এর ডিসেম্বর অবধি চুক্তির কথা বলা হয়েছে সেখানে। আবেদন করার শেষ দিন হিসেবে বেছে নেওয়া হয়েছে ২৭ মে। আবেদন করার জন্য কিছু যোগ্যতামান’ও বেঁধে দেওয়া হয়েছে বিসিসিআই-এর পক্ষ থেকে। আবেদনকারীকে দেশের হয়ে অন্তত ৩০টি টেস্ট বা ৫০টি একদিনের ম্যাচ খেলে থাকতে হবে অথবা তাঁকে কোনো টেস্ট খেলিয়ে দেশের কোচ হিসেবে দুই বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। অ্যাসোসিয়েট বা প্রথম শ্রেণির দলের সাথে কাজের অভিজ্ঞতার ক্ষেত্রে এই সময়সীমা অন্তত ৩ বছর। চূড়ান্ত সাক্ষাৎকার সম্পন্ন হতে দেরী আছে এখনও, তবে জানা গিয়েছে যে কোচ বাছাই প্রক্রিয়ায় যুক্ত থাকতে পারেন মহেন্দ্র সিং ধোনি।

Read More: RR vs RCB, Eliminator, Dream 11 Prediction in Bengali: ‘ডু অর ডাই’ ম্যাচে মুখোমুখি রাজস্থান-বেঙ্গালুরু, ফ্যান্টাসি ক্রিকেটে কারা করবেন বাজিমাত? জানুন এক ক্লিকে !!

কোচ বাছতে ধোনির শরণাপন্ন ভারতীয় বোর্ড-

MS Dhoni and Stephen Fleming | Gambhir | Image: Getty Images
MS Dhoni and Stephen Fleming | Image: Getty Images

সংবাদমাধ্যম সূত্রে খবর মিলেছে যে এবার বিদেশী কোচের দিকে ঝুঁকতে পারে ভারতীয় বোর্ড। এর আগে গ্যারি কার্স্টেন (Gary Kirsten), ডানকান ফ্লেচারের (Duncan Fletcher) মত বিদেশী কোচের হাত ধরে ভারত আইসিসি ট্রফি জিতেছিলো। জন রাইট কোচ থাকাকালীন টিম ইন্ডিয়ার অন্যতম সোনালী সময় কেটেছে। সেই কথা মাথায় রেখেই আরও একবার কোচ হিসেবে বিদেশী কাউকেই বেছে নিতে পারেন জয় শাহ, রজার বিনি’রা। আপাতত যা খবর, তাতে বিসিসিআই-এর পছন্দের তালিকায় রয়েছেন স্টিফেন ফ্লেমিং (Stephen Fleming) ও রিকি পন্টিং (Ricky Ponting)। কোচিং-এর অভিজ্ঞতার নিরিখে নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ফ্লেমিং-এর দিকেই যাচ্ছে অধিকাংশ ভোট।

নিউজিল্যান্ড জার্সিতে ১১১টি টেস্ট ও ২৮০টি একদিনের ম্যাচ খেলেছেন স্টিফেন ফ্লেমিং (Stepeher Fleming)। প্রাক্তন অধিনায়ক খেলা ছাড়ার পর শুরু করেছেন কোচিং কেরিয়ার। দীর্ঘ সময় চেন্নাই সুপার কিংসের (CSK) সাথে যুক্ত তিনি। এছাড়াও বিশ্বের নানা প্রান্তের টি-২০ লীগে সুপার কিংস ফ্র্যাঞ্চাইজির অন্যান্য দলের কোচিং-ও করান তিনিই। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দুনিয়া ছেড়ে আদৌ ফ্লেমিং ভারতের জাতীয় দলকে কোচিং করানোর চাপ নিতে রাজী হবেন কিনা তা নিয়ে প্রশ্ন থাকছে। তবে হিন্দুস্তান টাইমস সূত্রে দাবী করা হয়েছে যে ফ্লেমিং-কে কোচ হতে রাজী করানোর জন্য মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) সাহায্য নিতে পারে বিসিসিআই। চেন্নাই দলে কোচিং করানোর সূত্রে সখ্যতা রয়েছে ধোনি ও ফ্লেমিং-এর। তাঁকে অনুরোধ করা হবে কিউই প্রাক্তনীকে রাজী করাতে।

ধোনির কারণে দরজা বন্ধ হতে পারে গম্ভীরের জন্য-

Gautam Gambhir | Image: Getty Images
Gautam Gambhir | Image: Getty Images

ভারতীয় কোচ হওয়ার দৌড়ে রয়েছেন গৌতম গম্ভীর’ও (Gautam Gambhir)। লক্ষ্ণৌ সুপারজায়ান্টস মেন্টর হিসেবে তিনি কাজ করেছেন দুই বছর। এই মরসুমে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবেও নজর কেড়েছেন তিনি। ক্রিকেটারদের মধ্যে আগ্রাসনের বীজ বপণ করে সাফল্য সুনিশ্চিত করতে দেখা গিয়েছে গম্ভীরকে। তাঁর প্রশিক্ষণে আইপিএলের (IPL) ফাইনালেও পা রেখেছে কলকাতা (KKR)। গম্ভীর যদি কোচের পদের জন্য আবেদন করেন তাহলে তাঁর আবেদনপত্র যে সময় নিয়ে দেখতে হবে বিসিসিআই কর্তাদের তা স্পষ্ট। দেশের ক্রিকেটজনতার একটা বড় অংশ চাইছেন গম্ভীরকে। কিন্তু তাঁর সামনে বড় বাধা সেই ধোনিই। তিনি যদি রাজী করিয়ে ফেলতে পারেন ফ্লেমিং-কে , তাহলে সম্ভবত কিউই কিংবদন্তিতেই কোচ বেছে নেবে বোর্ড।

অতীতে ধোনি বনাম গম্ভীর সংঘাতের কথা বেশ কয়েকবার শোনা গিয়েছে ভারতীয় ক্রিকেটে। ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ রান করেছিলেন গম্ভীর। তা সত্ত্বেও অধিনায়ক ধোনির স্তুতিই চলেছিলো দেশ জুড়ে। একই দৃশ্য দেখা গিয়েছিলো ২০১১ সালেও। ওডিআই বিশ্বকাপ ফাইনালে ৯৭ রান করে ট্রফি জয়ে বড় ভূমিকা রেখেছিলেন গম্ভীর (Gautam Gambhir)। কিন্তু লাইমলাইট কেড়ে নিয়ে গিয়েছিলো ধোনির অপরাজিত ৯১ রানের ইনিংসটি। এই নিয়ে পরে একাধিক সাক্ষাৎকারে সরব  হয়েছিলো গম্ভীর (Gautam Gambhir)। বলেছেন একা তিনি নয়, সাথে যুবরাজ, জাহির খানের মত দলের বাকিরাও প্রাপ্য কৃতিত্ব পান নি। দীর্ঘ সময় ধরে চলতে থাকা এই ঠাণ্ডা যুদ্ধে কোচ বাছাই নিয়ে বাড়তি কোনো অধ্যায় যুক্ত হয় কিনা, নজর থাকবে সেইদিকে।

Also Read: IPL 2024: মিলছে গৌতম গম্ভীরের ভবিষ্যদ্বাণী, এই দলের বিরুদ্ধে ফাইনাল খেলবে KKR !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *