KKR
Kolkata Knight Riders | Image: Getty Images

দুর্দান্ত সময় কাটাচ্ছে নাইট রাইডার্স (Kolkata Knight Riders) শিবির। ২০১২ ও ২০১৪ সালে খেতাব জয়ের পর দীর্ঘ সময় আইপিএলের (IPL) আসরে ট্রফি খরার মধ্যে দিয়ে যেতে হয়েছিলো তাদের। কিন্তু ২০২৪-এ এসে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। এবারের আইপিএলে শুরু থেকে শেষ অবধি ধারাবাহিকতার দুর্দান্ত নিদর্শন রেখে ট্রফি জিতে নিয়েছে শাহরুখ খানের (Shah Rukh Khan) দল। বৃষ্টিতে ভেস্তে গিয়েছিলো তাদের দুটি ম্যাচ। তা সত্ত্বেও প্রথম দল হিসেবে নাইটদের প্লে-অফে যাওয়া আটকায় নি। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে (SRH) ৮ উইকেটে হারিয়ে পা রেখেছিলো ফাইনালে। গত ২৬ মে’র ফাইনালে সেই সানরাইজার্সকেই একই ব্যবধানে পরাজিত করে নিজেদের তৃতীয় আইপিএল খেতাব জিতে নিলো বেগুনি-সোনালী বাহিনী।

কেবল ভারতে নয়, আইপিএলের সাফল্যের পর সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লীগে দল কিনেছেন শাহরুখ খান, জুহি চাওলা’রা। ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে (CPL) রয়েছে ট্রিনবাগো নাইট রাইডার্স, আইএলটি-২০তে রয়েছে আবু ধাবি নাইট রাইডার্স। এছাড়া গত মরসুম থেকে শুরু হওয়া আমেরিকার মেজর লীগ ক্রিকেটে (MLC) লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের (LA Knight Riders) মালিকানাও রয়েছে তাঁদের হাতে। আইপিএলে তিনটি ট্রফি জিতেছে তারা, ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে ৩টি ট্রফি জিতেছে তাদের পুরুষ দল ও মহিলাদের সিপিএলে’ও ১টি খেতাব এসেছে বেগুনি-সোনালী শিবিরে। ট্রফিহীন কেবল আবু ধাবি নাইট রাইডার্স (ADKR) ও লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। আগামী জুলাই মাসে পরীক্ষাইয় নামছে লস অ্যাঞ্জেলিস ফ্র্যাঞ্চাইজি। খেতাব জয়ের লক্ষ্যে শক্তি বাড়াচ্ছে দল।

Read More: চাহাল-ধনশ্রীর ঘরে আসছে সন্তান? ভাইরাল ছবি ঘিরে তুঙ্গে জল্পনা !!

LAKR-এ যোগ দিচ্ছেন ডেভিড মিলার-

David Miller | Knight Riders | Image: Getty Images
David Miller Joins LA Knight Riders | Image: Getty Images

গত বছর থেকে মার্কিন মুলুকে শুরু হয়েছে মেজর লীগ ক্রিকেট। ভারতের আইপিএলের ধাঁচে গড়ে উঠেছে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট’ও। লস অ্যাঞ্জেলেস দলের মালিকানা নিয়েছে নাইট রাইডার্স (Knight Riders) গ্রুপ। সুনীল নারাইন (Sunil Narine), আন্দ্রে রাসেলদের মত মহাতারকা ক্রিকেটারদের দেখা গিয়েছে আমেরিকাতে নাইটদের ‘আইকনিক’ বেগুনি-সোনালী জার্সিতে। খেলেছেন প্রাক্তন ভারতীয় অনুর্দ্ধ-১৯ দলের অধিনায়ক উন্মুক্ত চাঁদ’ও (Unmukt Chand)। স্টার পাওয়ারে পিছিয়ে না থাকলেও মেজর লীগ ক্রিকেটের (MLC) মাঠের লড়াইতে গত মরসুমে বেশ পিছিয়েই ছিলো নাইট রাইডার্স (Knight Riders)। ছয় দলের লীগে তারা শেষ করে পয়েন্ট তালিকায় সবার নীচে। ধুন্ধুমার ফাইনালে সিয়াট্‌ল ওক্রাস’কে হারিয়ে ট্রফি জেতে মুম্বই ইন্ডিয়ান্সের (MI) মালিকানাধীন এম আই নিউ ইয়র্ক (MINY)।

এবার আমেরিকাতে বসছে টি-২০ বিশ্বকাপের আসর। বেসবল, বাস্কেটবলের দেশে বাইশ গজের খেলার প্রসার ঘটানোর সেরা সময় এটাই। কুড়ি-বিশের বিশ্বযুদ্ধ শেষ হওয়ার কিছু দিনের মধ্যেই তাই শুরু করে দেওয়া হচ্ছে মেজর লীগ ক্রিকেটের (MLC) দ্বিতীয় মরসুম। দেশ-বিদেশের তারকারা থাকছেন টুর্নামেন্টে। আইপিএলের সাফল্য লস অ্যাঞ্জেলেসের মাঠেও ফুটিয়ে তোলায় চেষ্টায় নাইট রাইডার্স। শাহরুখ খানের মালিকানাধীন দল তাই তাদের এল এ ফ্র্যাঞ্চাইজির জন্য সই করালো ডেভিড মিলারকে (David Miller)। দক্ষিণ আফৃকার বিধ্বংসী মিডল অর্ডার ব্যাটার মিলার টি-২০তে ৪৭৮ ম্যাচে ৩৫.৩১ গড়ে করেছেন ১০২৭৬ রান। রয়েছে ৪টি শতরান ও ৪৬টি অর্ধশতক’ও। আইপিএল জিতেছেন গুজরাত (GT) জার্সিতে। তাঁর সংযোজন মার্কিন মুলুকে নাইটদের দাপট যে বাড়াবে তা বলাই যায়।

ট্যুইটারে মিলারের যোগাদান নিশ্চিত করলো LAKR-

Also Read: ভারত-পাকিস্তান ম্যাচের আগেই মাথায় হাত ICC’র, মহারণ ঘিরে রয়েছে জঙ্গি হামলার আশঙ্কা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *