CT 2025: প্রকাশ পেল চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচি, পাকিস্তানের এই স্টেডিয়াম গুলিতে খেলবে টিম ইন্ডিয়া !! 1

CT 2025: দিনকয়েক আগেই যবনিকা পড়েছে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup)। বারবার ব্যর্থ হওয়ার পর অবশেষে প্রত্যাশা পূরণে সক্ষম হয়েছে ভারতীয় দল। জিতেছে বিশ্বখেতাব। এক মাস ব্যপী টি-২০’র যুদ্ধ মন ভরিয়েছে দর্শকদের। বহুদলীয় টুর্নামেন্টের ওঠানামা যে উত্তেজনা সৃষ্টি করে তা দ্বিপাক্ষিক সিরিজে যে নেই, এই টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) তা আরও একবার দেখিয়ে দিয়ে গিয়েছে চোখে আঙুল দিয়ে। ইতিমধ্যেই পরবর্তী আইসিসি টুর্নামেন্টের জন্য চাতকের ন্যায় অপেক্ষা করে রয়েছেন ক্রিকেটজনতা। সৌভাগ্যক্রমে তাঁদের প্রতীক্ষা দীর্ঘ হচ্ছে না। সব কিছু ঠিক থাকলে আগামী বছরই আরও একবার বিশ্বের আট সেরা দল’কে শ্রেষ্ঠত্ব অর্জনের যুদ্ধে লড়তে দেখা যাবে। বসতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) আসর। ভেন্যু নিয়ে জটিলতা মেটে নি এখনও। তবে তার মধ্যেই গ্রুপ বিন্যাস ও সূচি নিয়ে বড় তথ্য এসেছে সামনে।

Read More: BCCI ছাড়ছেন জয় শাহ, লক্ষ্য এবার বিশ্ব ক্রিকেটের সিংহাসন !!

খসড়া সূচি জমা দিয়েছে পাকিস্তান-

CT 2025: প্রকাশ পেল চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচি, পাকিস্তানের এই স্টেডিয়াম গুলিতে খেলবে টিম ইন্ডিয়া !! 2
Champions Trophy 2017 | Getty Images

আইসিসি’র ক্যালেন্ডার অনুযায়ী ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) আয়োজিত হওয়ার কথা পাকিস্তানে। দীর্ঘ দিন পর কোনো বড় মাপের টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পাচ্ছে তারা। তাই সুচারুভাবে যাবতীয় ব্যবস্থাপনা সেরে ফেলতে চায় তারা। এখনও বাকি রয়েছে বেশ কয়েক মাস। তবে ইতিমধ্যেই ভেন্যু থেকে খসড়া সূচি, সবই ঠিকঠাক করে ফেলার চেষ্টায় রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সম্প্রতি আইসিসি’র তরফে বার্বাডোজের কেনসিংটন ওভালে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) ফাইনাল দেখার আমন্ত্রণ জানানো হয়েছিলো ক্রিকেট খেলিয়ে দেশগুলির বোর্ড কর্মকর্তাদের। সেখানে উপস্থিত ছিলেন পিসিবি চেয়ারম্যান মহসীন নকভি (Mohsin Naqvi)। বার্বাডোজেই খসড়া সূচি ও প্রস্তাবিত গ্রুপ বিন্যাস তিনি সর্বোচ্চ নিয়ামক সংস্থার কাছে জমা দিয়েছেন বলে খবর।

আগেই খবর মিলেছিলো চ্যাম্পিয়ন্স ট্রফি’র (CT 2025) ১৫ ম্যাচের মধ্যে ফাইনাল-সহ ৭টি পাচ্ছে লাহোর। ৫টি আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে করাচীতে। বাকি ৩টির জন্য প্রস্তাব করা হয়েছে রাওয়ালপিণ্ডির কথা। আট দল’কে ভাগ করা হয়েছে দুইটি গ্রুপে। প্রথম গ্রুপে থাকছে ভারত (IND), পাকিস্তান (PAK), বাংলাদেশ ও নিউজিল্যান্ড, দ্বিতীয় গ্রুপে রাখা হয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানকে। ইংল্যান্ডের সংবাদপত্র ‘দ্য টেলিগ্রাফ’ আজ প্রকাশ করেছে চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) প্রস্তাবিত ক্রীড়াসূচি। ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চের মধ্যে এই টুর্নামেন্ট আয়োজনের কথা ভেবেছে পিসিবি। করাচীর ন্যাশনাল স্টেডিয়ামে  পাকিস্তান ও নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরুর ভাবনা রয়েছে তাদের।

এক নজর সম্পূর্ণ প্রস্তাবিত সূচি-

Date Match Venue
Feb 19 NZ vs PAK Karachi
Feb 20 BAN vs IND ⭐ Lahore
Feb 21 AFG vs SA Karachi
Feb 22 AUS vs ENG Lahore
Feb 23 NZ vs IND ⭐ Lahore
Feb 24 PAK vs BAN Rawalpindi
Feb 25 AFG vs ENG Lahore
Feb 26 AUS vs SA Rawalpindi
Feb 27 BAN vs NZ Lahore
Feb 28 AFG vs AUS Rawalpindi
Mar 1 IND vs PAK ⭐ Lahore
Mar 2 SA vs ENG Rawalpindi
Mar 5 Semi-final 1 Karachi
Mar 6 Semi-final 2 Rawalpindi
Mar 9 Final Lahore

⭐ টিম ইন্ডিয়ার ম্যাচ গুলি নির্ভর করছে BCCI এবং দেশের গভর্মেন্টের উপর 

টুর্নামেন্টের ভাগ্যনিয়ন্তা হতে পারে BCCI-

BCCI Secretary Jay Shah | CT 2025 | Image: Twitter
BCCI Secretary Jay Shah | Image: Twitter

‘দ্য টেলিগ্রাফ’ যে খসড়া সূচি সামনে এনেছে তা অনুযায়ী ২০ ও ২৩ ফেব্রুয়ারি যথাক্রমে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ রয়েছে ভারতের। এবং ১ মার্চ তারা মুখোমুখি হচ্ছে পাকিস্তানের। এমনকি দু’টি সেমিফাইনাল যথাক্রমে করাচী ও রাওয়ালপিণ্ডিতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভারত উঠলেও তাও লাহোরে সরিয়ে আনা হতে পারে। টিম ইন্ডিয়ার নিরাপত্তাজনিত প্রশ্নের কথা মাথায় রেখে তাদের সবক’টি ম্যাচ লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে আয়োজনের প্রস্তাব দিয়েছেন মহসীন নকভি। তবে এতকিছুর পরেও পাকিস্তান যাওয়া নিয়ে নিজেদের অবস্থান থেকে বিসিসিআই (BCCI) আদৌ নমনীয় হবে কিনা তা নিয়ে কোনো নিশ্চয়তা মেলে নি। ইতিমধ্যেই তারা জানিয়েছে কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ২০২৩-এর এশিয়া কাপের মত এবারও তারা যে হাইব্রিড মডেলের জন্য চাপ দেবে তা একপ্রকার নিশ্চিত।

Also Read: CT 2025: প্রকাশ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ বিন্যাস, আইসিসি’র নির্দেশে পাকিস্তান যেতে বাধ্য হচ্ছে ভারত ??

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *