আগামী জুন মাসের পাঁচ তারিখ টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া (Team India)। গ্রুপ-এ’তে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। নিউ ইয়র্কের নাসাও কাউন্টির নবনির্মিত মাঠে নামবে দল। দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে নামছে ভারত (IND vs PAK)। যুদ্ধক্ষেত্র হিসেবে সাজতে প্রস্তুত নিউ ইয়র্ক। এরপর গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচে যথাক্রমে ১২ ও ১৫ তারিখ ভারতের মুখোমুখি মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা। যথাক্রমে নিউ ইয়র্ক ও ফ্লোরিডায় রয়েছে ম্যাচ দুটি।
এগারো বছর আইসিসি ট্রফি জেতে নি দল। তাই ‘মেন ইন ব্লু’র পাখির চোখ এখন টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। ৩০ এপ্রিল ঘোষিত হয়েছে দল। আইপিএলের ব্যস্ততা মিটিয়ে ক্রিকেটারদের অধিকাংশই চলে গিয়েছেন আমেরিকা। একমাত্র রয়ে গিয়েছেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। কিছু কাগজপত্র সংক্রান্ত জটিলতা রয়েছে তাঁর। সব কিছু মিটিয়ে তিনিও ৩০ তারিখ রওনা হবেন বলে খবর। টুর্নামেন্ট শুরুর দিনকয়েক আগে চমক দিলো কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটি। সম্পূর্ণ ভিন্ন এক ভারতীয় দল টি-২০ বিশ্বকাপের জন্য বেছে নিলো তারা।
Read More: “ওর অনেক রহস্য রয়েছে ফাঁস করার…” ঋষভ পন্থকে ক্যামেরার সামনেই হুমকি দিলেন নীতিশ রাণা !!
কোহলিকে অধিনায়কত্ব দিলো ChatGPT-
২০২১ সালের টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) শেষবার কুড়ি-বিশের ফর্ম্যাটে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে মাঠে নেমেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। এরপর তাঁর নেতৃত্ব ছাড়া নিয়ে তোলপাড় পড়ে ভারতীয় ক্রিকেটমহলে। কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাট জিপিটি অবশ্য ভারতীয় দল নির্বাচনের সময় সেসব বিচার বিশ্লেষণ করে দেখে নি। তার মতে আসন্ন টুর্নামেন্টে কোহলিই টিম ইন্ডিয়ার অধিনায়ক। বিসিসিআই নির্বাচিত দলে নেতার ভূমিকায় রয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। কিন্তু চ্যাটজিপিটি তাঁকে দিয়েছে সহ-অধিনায়কের দায়িত্ব। ‘কোহলি অধিনায়ক, রোহিত সহ-অধিনায়ক-আবার ২০১৯-২০তে ফিরে গিয়েছি যেন’ এই স্কোয়াড সামনে আসার পর বলছে ক্রিকেটজনতা।
চ্যাট জিপিট নির্বাচিত দলে রয়েছেন আইসিসি টি-২০ র্যাঙ্কিং-এ এক নম্বরে থাকা সূর্যকুমার যাদব (Suyrakumar Yadav)। উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে জায়গা পেয়েছেন ঋষভ পন্থ। বিসিসিআই-এর মতই দুই স্পিন বোলিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেলের উপর ভরসা রেখেছে কৃত্রিম বুদ্ধিমত্তাও। রয়েছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। তবে গত ৩০ তারিখ অজিত আগরকারের নেতৃত্বাধীন বিসিসিআই যে স্কোয়াড বেছে নিয়েছিলো তার সাথে বিস্তর অমিল চোখে পড়েছে চ্যাট জিপিটির বেছে নেওয়া স্কোয়াডে। কে এল রাহুল, ঈশান কিষণের (Ishan Kishan) মত উইকেটরক্ষক-ব্যাটারের ঠাঁই হয় নি অফিসিয়াল টিম ইন্ডিয়া স্কোয়াডে। কিন্তু চ্যাট জিপিটির দলে বহাল তবিয়তে রয়েছেন দুজনেই। জায়গা হয় নি যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, শিবম দুবের।
ChatGPT-র পছন্দ ভুবি, রয়েছেন শার্দুল’ও-
বিসিসিআই ও চ্যাট জিপিটির পছন্দের তফাৎ স্পষ্ট হয়েছে বোলিং বিভাগে। অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি পেস বিভাগে সুযোগ দিয়েছে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), মহম্মদ সিরাজ ও আর্শদীপ সিং-কে। বুমরাহ, সিরাজের ডান হাতি পেসের সাথে আর্শদীপের বাম হাতি স্যুইং-এর কম্বিনেশন তৈরির প্রচেষ্টায় তারা। অন্যদিকে চ্যাট জিপিটির তালিকায় এই তিন পেসারের মধ্যে রয়েছেন কেবল বুমরাহ। পাঁচ পেসারের ফর্মূলা মেনে এগিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। বুমরাহ’র সাথে তারা রেখেছে ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, দীপক চাহার (Deepak Chahar) ও শার্দুল ঠাকুরকে। চারজনেই লম্বা সময় ভারতের জার্সিতে মাঠে নামেন নি। তা সত্ত্বেও কি করে তাঁদের বেছে নিলো চ্যাট জিপিটি? কৃত্রিম বুদ্ধিমত্তার বুদ্ধিমত্তা নিয়ে উঠছে প্রশ্ন।
রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেলের সাথে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে চ্যাটজিপিটি বেছে নিয়েছে যুজবেন্দ্র চাহালকে (Yuzvendra Chahal)। গত বছরের ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর ভারতীয় দল বাদ দিয়েছিলো তাঁকে। এশিয়া কাপ ও ওডিআই বিশ্বকাপের স্কোয়াডে দেখা যায় নি তাঁকে। আইপিএলের পারফর্ম্যান্সের সুবাদে ফিরেছেন টি-২০ বিশ্বকাপের স্কোয়াডে। এর আগে ২০২২ সালে দলের অংশ হলেও প্রথম একাদশে দেখা যায় নি তাঁকে। ওয়েস্ট ইন্ডিজ বা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথমবার টি-২০ বিশ্বকাপের মঞ্চে দেখা যেতে পারে তাঁকে। চাহালের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত সঠিকভাবে জানালেও চ্যাটজিপিটি জায়গা দেয় নি কুলদীপ যাদবকে (Kuldeep Yadav)। চায়নাম্যান বোলার গত এক-দেড় বছরে ভারতের সফলতম স্পিনার সাদা বলের খেলায়। স্বভাবিক কারণেই বিসিসিআই সুযোগ দিয়েছে তাঁকে। কিন্তু চ্যাটিজিপিটি’র দাক্ষিণ্য পান নি তিনি।
এক নজরে ChatGPT-র বেছে নেওয়া T20 বিশ্বকাপ স্কোয়াড-
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), কে এল রাহুল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ঈশান কিষণ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, অক্ষর প্যাটেল, হর্ষল প্যাটেল।