chameera-out-of-ind-vs-sl-t20-series

IND vs SL: ২৭ জুলাই থেকে রয়েছে ভারত বনাম শ্রীলঙ্কা (IND vs SL) টি-২০ সিরিজ। সদ্য টি-২০ বিশ্বকাপজয়ী (T20 World Cup) টিম ইন্ডিয়া নতুন উদ্যমে কুড়ি-বিশের মঞ্চে ফিরতে চলেছে প্রতিবেশী দেশের বিরুদ্ধে। রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলির (Virat Kohli) মত দুই মহারথী সরে দাঁড়িয়েছেন। ‘নিউ লুক’ মেন ইন ব্লু’কে সাথে নিয়ে পাল্লকেলের মাঠে নামবেন নতুন অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ২০২৬-এর টি-২০ বিশ্বকাপের জন্য প্রস্তুতি এই সিরিজ থেকেই শুরু করতে চায় দল। পরীক্ষা নয়া কোচ গৌতম গম্ভীরেরও। পক্ষান্তরে ভারতের বিপক্ষে আসন্ন সিরিজ (IND vs SL) গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কার জন্যও। টি-২০ বিশ্বকাপে সুপার এইটেও উঠতে পারে নি তারা। ঘরের মাঠে হৃত সম্মান পুনরুদ্ধারই চ্যালেঞ্জ লঙ্কানদের সামনে।

Read More: বাংলাদেশের বিরুদ্ধে টি-20 সিরিজের জন্য টিম ইন্ডিয়া ঘোষণা, ফিরলেন শামি-শার্দুল সহ পৃথ্বী-ঈশানের জুটি !!

ছিটকে যাচ্ছেন দুষ্মন্ত চামিরা-

Dushmantha Chameera | IND vs SL | Image: Getty Images
Dushmantha Chameera | Image: Getty Images

ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগেই বড়সড় ধাক্কা খেতে হলো শ্রীলঙ্কা দল’কে। মুখ্য নির্বাচক উপুল থারাঙ্গা (Upul Tharanga) মঙ্গলবার সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে তাঁরা আসন্ন টি-২০ সিরিজে পাচ্ছেন না পেস তারকা দুষ্মন্ত চামিরাকে (Dushmantha Chameera)। সম্প্রতি ক্যাণ্ডি ফ্যালকনস (KF) দলের হয়ে লঙ্কা প্রিমিয়ার লীগে (LPL) দেখা গিয়েছিলো চামিরাকে। ৫ ম্যাচে ৬টি উইকেটও নিয়েছিলেন। কিন্তু ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্ট খেলতে গিয়ে পাওয়া চোটই কাল হয়ে দাঁড়ালো তাঁর জন্য। দেশের হয়ে নামার সুযোগ হারালেন তিনি। উপুল থারাঙ্গা জানিয়েছেন যে দিনকয়েকের মধ্যেই চামিরার (Dushmantha Chameera) জায়গায় একজন বিকল্প পেসারের নাম ঘোষণা করা হবে শ্রীলঙ্কান ক্রিকেট নিয়ামক সংস্থার পক্ষ থেকে। চামিরা ছিটকে যাওয়ায় দায়িত্ব বাড়লো নুয়ান তুষারা, মাথিশা পাথিরানাদের।

এক্সপ্রেস গতি রয়েছে চামিরা’র (Dushmantha Chameera)। ২০১৫ সালে থেকে খেলছেন জাতীয় দলের হয়ে। কিন্তু চোট বরাবরই ভুগিয়ে এসেছে তাঁকে। ২০২৩ সালের বিশ্বকাপ (ICC World Cup) থেকেও ছিটকে গিয়েছিলেন চোটের কারণে। ৮ বছরের কেরিয়ারে এখনও অবধি কেবল ১২টি টেস্ট, ৫২টি একদিনের ম্যাচ ও ৫৫টি টি-২০’ই খেলতে সক্ষম হয়েছেন তিনি। নিয়েছেন যথাক্রমে ৩২, ৫৬ ও ৫৫টি উইকেট। তারকা পেসারকে ছাড়াই বড় পরীক্ষার সম্মুখীন হতে চলেছেন শ্রীলঙ্কার নয়া অধিনায়ক চরিথ আশালঙ্কা (Charith Asalanka)। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) ভরাডুবির পর ওয়ানিন্দু হাসারাঙ্গা সরে দাঁড়ানোর পর দায়িত্ব পেয়েছেন তিনি। ভারতের বিরুদ্ধে দলকে লড়াইতে ফেরাতে চাইবেন আশালঙ্কা।

তারুণ্যের সাথে অভিজ্ঞতার মিশেল খুঁজছে ভারত-

Suryakumar Yadav | Image: Getty Images
Suryakumar Yadav | Image: Getty Images

হোম টিম শ্রীলঙ্কা যখন পেস বিভাগের অন্যতম অস্ত্রকে হারিয়ে ব্যাকফুটে, তখন পাল্লেকেলেতে অনুশীলনে নেমে পড়তে দেখা গেলো টিম ইন্ডিয়াকে। বিসিসিআই-এর পক্ষ থেকে ভিডিও পোস্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে গম্ভীর (Gautam Gambhir) জমানা আনুষ্ঠানিক ভাবে শুরু হয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেটে। ২৮ তারিখ প্রথম টি-২০তে কেমন ছকে দল সাজান তিনি সেদিকে নজর রয়েছে। মনে করা হচ্ছে যশস্বী জয়সওয়াল ও শুভমান গিলকে ওপেনিং-এ রাখতে পারেন তিনি। মিডল অর্ডারে অধিনায়ক সূর্য’র (Suryakumar Yadav) সাথে খেলার সম্ভাবনা ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া ও রিঙ্কু সিং-এর। থাকতে পারেন দুই অলরাউন্ডার অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে খেলতে পারেন রবি বিষ্ণোই। পেস বিভাগে আর্শদীপ ও মহম্মদ সিরাজকে জায়গা দেওয়া হতে পারে।

IND vs SL টি২০ সিরিজে শ্রীলঙ্কার স্কোয়াড-

চরিথ আশালঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল জানিথ পেরেরা (উইকেটরক্ষক), আবিষ্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), দীনেশ চাণ্ডিমাল, দাসুন শানাকা, ওয়ানিন্দু হারারাঙ্গা, দুনিথ ওয়েলালাগে, মহেশ তীক্ষণা, চামিন্দু বিক্রমাসিঙ্ঘে, মাথিশা পাথিরানা, নুয়ান তুষারা, বিনুড়া ফার্নান্দো।

Also Read: IND vs SL: প্রকাশ্যে প্রথম টি-২০’র একাদশ, সঞ্জু-রিঙ্কু’কে বাইরে রেখেই পরিকল্পনা সাজালেন ‘গুরু’ গম্ভীর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *