মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে বদলা পূরণ করছে গুজরাট টাইটান্স, জসপ্রীত বুমরাহকে করছে দলে সামিল !! 1

বিশ্বকাপ শেষ হতে না হতেই আইপিএল (IPL 2024) নিয়ে শুরু হয়েছে ক্রেজ। গত ২৬ নভেম্বর সমাপ্ত হয়েছে আইপিএলের জমা দেওয়ার তালিকার শেষ দিন। আর তালিকা জমা দেওয়ার দিন ঘটলো চমক। ঘরে ফিরলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। আসন্ন আইপিএলে (IPL 2024) মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে খেলতে চলেছেন হার্দিক। মাত্র ২ ঘন্টায় হলো ভোলবদল, মুম্বই ইন্ডিয়ান্সে ফিরে আসলেন পান্ডিয়া। তবে পান্ডিয়া ফিরতেই মেজাজ হারিয়েছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। মুম্বই দলের প্রমুখ বোলার হলেন বুমরাহ। এমনকি রোহিতের পর ক্যাপ্টেন হওয়ার অন্যতম যোগ্য দাবিদার বুমরাহ।

আরও পড়ুন- IPL 2024: রিটেন হয়ে ভুল করেছে এই ৩ খেলোয়াড়, নিলামে অংশ নিলে হতো লক্ষ্মীলাভ !!

মুম্বইতে ফিরলেন পান্ডিয়া

Hardik pandya, ipl 2024
Hardik Pandya | Image: Getty Images

২০১৫ সালে একজন আনক্যাপড প্লেয়ার হিসাবে ১০ লক্ষ টাকায় মুম্বই তাকে দলে শামিল করে। পাশাপাশি হার্দিক ২০১৫, ২০১৭, ২০১৯ এবং ২০২০ সালে মুম্বাইয়ের শিরোপা জয়ী সিজনের অংশ ছিলেন। তবে হার্দিক ফিরতেই দলের ক্যাপ্টেন কে হবে সেই নিয়ে চলছে চর্চা। তবে, হার্দিক ফিরে আসার কারণেই বুমরাহ’র তার স্বপ্নের দলকে নেতৃত্ব দেওয়াটা স্বপ্ন হয়ে যাবে। বেশ কিছুদিন আগে, বুমরাহ সমাজ মাধ্যমে মুম্বই ইন্ডিয়ান্সকে আনফলো করেছে। ক্রিকেট ফ্যান ও প্রাক্তনরা অনুমান করছেন যে হার্দিক পান্ডিয়ার মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরে আসায় জসপ্রিত বুমরাহ খুশি নন। তাই এবার অন্য দলে যোগ দিচ্ছেন বুমরাহ।

গুজরাটে যোগ দেবেন বুমরাহ

Bumrah and rohit, ipl 2024
Jasprit Bumrah and Rohit Sharma | Image: Getty Images

হার্দিক (Hardik Pandya) যেমন মুম্বইতে ফিরে আসলেন ঠিক তেমনই বুমরাহ এবার যোগ দিতে পারেন গুজরাট দলে। গুজরাট দলের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলে থাকেন বুমরাহ। তবে হার্দিকের মতন তিনিও মুম্বইতে তার অভিষেক করেছিলেন। রোহিতের সঙ্গেই তালে তাল মিলিয়ে মুম্বইয়ের হয়ে চ্যাম্পিয়ন হয়েছেন দুজনেই। তবে, রোহিতের পর দলের ক্যাপ্টেন হওয়ার অনেক পদক্ষেপ এগিয়ে ছিলেন জসপ্রীত বুমরাহ। তবে হার্দিক ফিরে আসতেই দলের পরবর্তী ক্যাপ্টেন হতে পারেন তিনি। হার্দিক যেমন মুম্বইতে ফিরে এসেছেন ঠিক তেমনই গুজরাট দলে খেলতে পারেন বুমরাহ। বুমরাহের আইপিএল ক্যারিয়ারের কথা বলতে গেলে, ১২০ ম্যাচে ১৪৫ উইকেট নিয়েছেন এবং তার ইকোনমি রেট ৭.৪।

আরও পড়ুন- IPL 2024: আসন্ন আইপিএলের নিলামে এই ৩ খেলোয়াড়ের জন্য ঝাঁপাবে গুজরাট টাইটান্স, খরচ করবে কোটি-কোটি টাকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *