bowler-who-can-open-for-india-with-bat

TOP 3: দীর্ঘ টালবাহানার পর অবশেষে সিদ্ধান্তে সিলমোহর দিলো বিসিসিআই। টিম ইন্ডিয়ার (Team India) নতুন কোচ হিসেবে নিয়োগ করা হলো গৌতম গম্ভীরকে। গত ১৮ জুন ভারতীয় ক্রিকেট বোর্ডের ক্রিকেট উপদেষ্টা কমিটির সামনে ইন্টারভিউ দিয়েছিলেন গম্ভীর। অবশেষে ফলাফল সামনে আনলেন জয় শাহ (Jay Shah)। এর আগে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস ও কলকাতা নাইট রাইডার্সের মত ফ্র্যাঞ্চাইজিতে চমকপ্রদ কাজ করেছেন গম্ভীর। ভারতের সাজঘরের দায়িত্ব নিয়ে তিনি কতটা সফল হন, সকলের নজর আপাতত সেই দিকেই। তুখোড় ট্যাকটিসিয়ান হিসেবে পরিচিতি রয়েছে গম্ভীরের। দলের প্রয়োজনে যেমন কঠিন সিদ্ধান্ত নিতে বিন্দুমাত্র ভাবেন না, আবার খেলোয়াড়ের থেকে বের করে আনতে পারেন সেরাটা। আইপিএলে যেমন সুনীল নারাইনকে (Sunil Narine) ওপেনিং-এ তুলে এনে বাজিমাত করেছিলেন, সেই পথে হাঁটতে পারেন ভারতের হয়েও। লোয়ার অর্ডারের তিন ব্যাটারকে নামিয়ে দিতে পারেন নতুন বলের মোকাবিলা করতে।

Read More: গৌতম গম্ভীর হেড কোচ হতেই ওয়ানডে থেকে ছাটাই হচ্ছে রোহিত শর্মার, এই খেলোয়াড়কে দেওয়া হচ্ছে অধিনায়কত্ব !!

জসপ্রীত বুমরাহ-

Jasprit Bumrah | INDIA | Image: Getty Images
Jasprit Bumrah | Image: Getty Images

এই মুহূর্তে বোলার বুমরাহ (Jasprit Bumrah) রয়েছেন ক্রিকেটদুনিয়ার আলোচনার কেন্দ্রে। চোট সারিয়ে ফিরে এসে অনবদ্য পারফর্ম্যান্স করেছেন তিনি। টেস্ট, একদিনের ক্রিকেট হোক বা টি-২০, তিন ফর্ম্যাটেই বিশ্বের সেরা ফাস্ট বোলার হিসেবে নিজেকে করেছেন প্রতিষ্ঠিত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অ্যাওয়ে টেস্ট হোক বা ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠের লড়াই-লাল বলে যেমন তিনি ঝড় তুলেছেন, তেমন সাফা বলে বাজিমাত করেছেন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup)। পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মত প্রতিপক্ষকে রুখে দিয়ে ট্রফি জিতিয়েছেন ভারতকে। হয়েছেন টুর্নামেন্টের সেরা ক্রিকেটার। গম্ভীরের হাত ধরে তাঁর ব্যাটার অবতার সামনে আসবে বলে আশায় অনুরাগীরা। ধুন্ধুমার ইনিংস যে তিনি খেলতে পারেন তা স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ৩৫ তুলে বুঝিয়েছিলেন তিনি। গম্ভীরের হাত ধরে সেই দক্ষতাতেই আরও ঘষামাজা করবেন তিনি।

মহম্মদ শামি-

Mohammed Shami | INDIA | Image: Getty Images
Mohammed Shami | Image: Getty Images

টিম ইন্ডিয়ার (Team India) অন্যতম গুরুত্বপূর্ণ ফাস্ট বোলার মহম্মদ শামি (Mohammed Shami)। তিন ফর্ম্যাটেই নজর কেড়েছেন তিনি। ওত বছরের ওডিআই বিশ্বকাপে গোড়ালির চোট নিয়েই অবিশ্বাস্য পারফর্ম করতে দেখা গিয়েছিলো তাঁকে। মাত্র ৭ ম্যাচে তুলে নিয়েছিলেন ২৪টি উইকেট। এর মধ্যে সেমিফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭ উইকেট নেওয়ার কৃতিত্বও সামিল। এই মুহূর্তে গোড়ালির চোটের কারণে তিনি রয়েছেন মাঠের বাইরে। সব ঠিক থাকলে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে মাঠে ফিরবেন তিনি। বোলিং দক্ষতায় শান দেওয়ার পাশাপাশি নয়া কোচ গৌতম গম্ভীর
(Gautam Gambhir) যে তাঁর ব্যাটিং নিয়েও কাজ করবেন তা নিশ্চিত। লোয়ার অর্ডারে অনেকবারই কার্যকর ব্যাটিং করেছেন শামি। রয়েছে দুটি অর্ধশতক। চার-ছক্কাও মেরেছেন বেশ কিছু। প্রয়োজনে ইনিংসের শুরুতে তাঁকে নামিয়ে বাজিমাত করতে চাইবেন গম্ভীর।

শার্দুল ঠাকুর-

Shardul Thakur | INDIA | Image: Getty Images
Shardul Thakur | INDIA | Image: Getty Images

এই তালিকায় তৃতীয় নাম হতে পারে শার্দুল ঠাকুরের (Shardul Thakur)। ভারতীয় ক্রিকেট মহলে ‘লর্ড’ নামে পরিচিত পেস বোলিং অলরাউন্ডার নিজের ব্যাটিং দক্ষতা বেশ কয়েকবার প্রমাণ করেছেন বড় মঞ্চে। ইংল্যান্ডের মাঠে টেস্ট ক্রিকেটে জোড়া অর্ধশতক রয়েছে তাঁর। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রবীন্দ্র জাদেজার সাথে জুটি গড়ে দীর্ঘ সময় টিম ইন্ডিয়াকে (Team India) লড়াইতে রেখেছিলেন তিনি। কেবল আন্তর্জাতিক মঞ্চ নয়, ঘরোয়া ক্রিকেটেও তিন ফর্ম্যাটেই ব্যাট হাতে লোয়ার অর্ডারে ভরসার মুখ হয়ে উঠেছেন মুম্বইয়ের ক্রিকেটার। প্রথম শ্রেণির খেলায় ১৯৪৯, লিস্ট-এ’তে ৮৬৬ ও টি-২০তে ৪৩৭ রান রয়েছে তাঁর। গম্ভীরের (Gautam Gambhir) তত্ত্বাবধানে ব্যাটিং-এ উন্নতি করে দলের এক অন্যতম প্রয়োজনীয় ক্রিকেটার হয়ে উঠতে পারেন তিনি। চমক দিতে ভালোবাসেন গম্ভীর। সেইমত কোনো ম্যাচে শার্দুলকেই ওপেন করতে পাঠালে অবাক হওয়ার কোনো কারণ থাকবে না।

Also Read: Team India: টি-২০’র পর ওডিআই স্কোয়াডেও নেই বিরাট-রোহিতরা, তারুণ্যকে প্রাধান্য দিয়েই পরিকল্পনা সাজাচ্ছে বোর্ড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *