KKR তৃতীয় ট্রফি জিততেই শিরোনামে সৌরভ-শাহরুখের পুরানো লড়াই, এই কারণে চোখের বালি SRK !! 1

সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাস্ত করে আইপিএলের তৃতীয় খেতাব জয় করলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। একাধিক প্রাক্তন ক্রিকেটাররা কলকাতাকে শুভেচ্ছা বার্তা জানালেও প্রাক্তন নাইট রাইডার্স দলের অধিনায়ক ও বাংলার ছেলে সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) কলকাতা নাইট রাইডার্সকে জানালেন না কোনো শুভেচ্ছা বার্তা। ভক্তরা মনে করছেন, শাহরুখ খানের পুরানো ব্যাবহার ভুলতে পারছেন না সৌরভ গাঙ্গুলী।

আইপিএলের প্রথম সংস্করণে সৌরভ গাঙ্গুলিকে (Sourav Ganguly) ঘিরেই কলকাতা নাইট রাইডার্স দল গঠন করেছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। তবে আইপিএলের সূচনাটা কলকাতা ভালো করলেও প্রথম সিজিনে চূড়ান্ত ভাবে ব্যার্থ হয় কলকাতা নাইট রাইডার্স দল। সৌরভ গাঙ্গুলি একবার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যদি না মালিক বা টিম ম্যানেজমেন্ট অধিনায়িকত্বের বিষয়ে হস্তক্ষেপ না করতেন তাহলে তারা ব্যার্থ হতেন না।

Read More: গৌতম গম্ভীর নয় বরং তাঁর সহকর্মীকে দেখা যাবে টিম ইন্ডিয়ার প্রধান শিক্ষকের দায়িত্বে !!

সৌরভকে দল থেকে বাইরেই পথ দেখান শাহরুখ

Sourav Ganguly and Shah Rukh Khan
Sourav Ganguly and Shah Rukh Khan | Image: Twitter

গৌতম গম্ভীরকে ২০১১ সালে কেনার পর তাকে দলের অধিনায়ক বানানো হয়েছিল। এমনকি গৌতম শাহরুখ খানকে নিয়ে মন্তব্য করে বলেছিলেন, “শাহরুখ খান কখনও দলের বিষয়ে হস্তক্ষেপ করেন না, তিনি আমাকে স্বতন্ত্র ভাবে দলকে নেতৃত্বের দায়িত্ব দিয়েছিলেন।” গম্ভীরের এই সাক্ষাৎকারের প্রসঙ্গে সৌরভ বলেন, “গৌতমকে শাহরুখ যে কথাটি বলেছিলেন, সেটি যদি আমাকে ২০০৮ সালে বলতে পারতেন।

প্রথম মরশুম থেকেই সমস্যার সম্মুখীন হয়েছিল নাইট বাহিনী। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী কোচ জন বুকাননকে বানানো হয়েছিল KKR দলের কোচ। তবে সৌরভের সঙ্গে জমেনি তার কেমিস্ট্রি। আসলে বুকনন একের অধিক ক্যাপ্টেনে বিশ্বাসী ছিলেন, যে জিনিসটি সৌরভের পছন্দের ছিল না। এমনকি দ্বিতীয় মরশুমে সৌরভের পরিবর্তে ব্রান্ডন ম্যাককুলামকে (Brendon Mccullum) দলের ক্যাপ্টেন বানানো হয়েছিল।

সৌরভকে দলে চাননি শাহরুখ

Sourav Ganguly and Shah Rukh Khan
Sourav Ganguly and Shah Rukh Khan | Image: Twitter

দ্বিতীয় মরশুমে সম্পূর্ণভাবে ব্যার্থ হয়েছিল নাইট রাইডার্স এবং বুকাননকে তৃতীয় সিজিনে সরানো হয় এবং সৌরভকে আবার অধিনায়কত্বে ফেরানো হয় তৃতীয় মৌসুমে। তবে এই মরসুমেও ষষ্ঠ স্থানে শেষ হয় সৌরভদের পথ চলা। যে কারণে ২০১১ সালে গাঙ্গুলিকে আর রিটেন করেনি KKR এবং ২০১১ সালে সৌরভের কাছ থেকে অধিনায়কত্ব তুলে দেওয়া হয় গম্ভীরকে। কলকাতা নাইট রাইডার্স আইপিএলের প্রথম শিরোপা জেতেন ২০১২ সালে।

সৌরভকে কীভাবে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়া হয়, সেটি তিনি বিস্তারিত লিখেছেন তাঁর আত্মজীবনী ‘আ সেঞ্চুরি ইজ নট এনাফ’ বইয়ে। তিনি লেখেন, “আইপিএলের চতুর্থ মরশুমের আগে আমার সঙ্গে কলকাতা নাইট রাইডার্স’এর ভবিষ্যৎ নিয়ে অনেক কথা শুরু হয়েছিল, ঠিক তখনই আমার সাথে দেখা করতে আসেন ভেঙ্কি মাইসোর। তিনি আমাকে জানিয়ে দেন কলকাতা আমাকে আর খেলোয়াড় হিসেবে রাখতে চায়না, তারা আমাকে মেন্টর করতে চায়। তবে আমি তাকে কিছু জানাইনি। আমি উত্তরটি জানা সত্ত্বেও তার থেকে সময় চেয়ে নিয়েছিলাম।

সৌরভ বুঝতে পেরেছিলেন সেদিন ভেঙ্কির দেখা করতে আসার পিছনে ছিলেন শাহরুখ। সৌরভ এবিষয়ে মন্তব্য করে বলেন, “আমি চেয়েছিলাম শাহরুখ খানের সাথে সরাসরি কথা বলি, তবে আমি তা করিনি কারন আমি জানতাম ভেঙ্কি আমাকে প্রস্তাবটা দিলেও সেটা শাহরুখ অনুমোদন করার পরই আমার কাছে এসেছে।” ২০১১ মৌসুমে সৌরভ আইপিএলে অবিকৃত হয়েছিলেন এবং পরবর্তী সময়ে তাকে কোচি টাসকাস কেরালা তাকে দলে নিতে চাইলেও সেই আবেদনপত্র বিসিসিআই প্রত্যাখ্যান করেন এবং পরে তিনি পুনে ওয়ারিয়ার্স দলে যোগ দেন এবং ক্যাপ্টেন হিসাবে এবারেও ব্যার্থ হয়েছিলেন তিনি।

Read Also: Sourav Ganguly: মিটলো না সৌরভ-শাহরুখের মনোমালিন্য, ঘরের দল ‘KKR’ চ্যাম্পিয়ন হলেও দিলেন না শুভেচ্ছাবার্তা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *