bcci-trolled-as-fans-allege-that-ipl-final-is-fixed

IPL 2024: চলছে আইপিএলের (IPL) প্লে-অফ পর্ব। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদকে (SRH) ৮ উইকেটের ব্যবধানে উড়িয়ে দিয়ে ফাইনালে পা রেখেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। আগামী ২৬ মে অর্থাৎ রবিবার ফাইনালে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ কারা হবে তা নিয়েই এখন চলছে লড়াই। গত পরশু অর্থাৎ বুধবার এলিমিনেটর ম্যাচে সম্মুখসমরে নেমেছিলো পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে থাকা রাজস্থান (RR) ও চতুর্থ স্থানে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। হাড্ডাহাড্ডি ম্যাচে স্নায়ুর চাপ সামলে জয় ছিনিয়ে নেয় রাজস্থান। জায়গা করে নেয় দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে।

Read More: আগামী IPL-এ বেঙ্গালুরু ছাড়ছেন বিরাট কোহলি, নতুন জার্সিতে জিতবেন ট্রফি !!

আজ চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে রয়েছে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। মুখোমুখি প্রথম কোয়ালিফায়ারের বিজিত পক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ ও এলিমিনেটর ম্যাচের জয়ী শিবির-রাজস্থান রয়্যালস। কুড়ি-বিশের যুদ্ধ শেষে যে দল জিতবে তাদেরই জায়গা করে নেওয়ার কথা ফাইনালে। কিন্তু নেটদুনিয়ার ক্রিকেটপ্রেমীদের একাংশ আওয়াজ তুলেছেন যে এই ম্যাচের গুরুত্ব বিশেষ নেই। কারণ ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই নাকি আগে থেকেই ঠিক করে রেখেছে যে নাইটদের বিরুদ্ধে ফাইনালে যাচ্ছে কোন পক্ষ। সকাল থেকে একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে ফাইনালের ব্যানারে কলকাতা অধিনায়কের পাশে সানরাইজার্স অধিনায়ক প্যাট কামিন্সের ছবি। রাজস্থানের আশা নেই, এই ব্যানার দেখেই নিশ্চিত নেটিজেনরা।

বেঙ্গালুরুর বিরুদ্ধে দুটি বিতর্কিত সিদ্ধান্তের শিকার হয়েছিলো রাজস্থান। দীনেশ কার্তিকের এলবিডব্লু ও ধ্রুব জুড়েলের রান-আউট নিয়ে দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিলো ক্রিকেটদুনিয়া। আজ ফাইনালের পোস্টারে কামিন্সের ছবি প্রকাশিত হওয়ার পরেই ক্ষিপ্ত রাজস্থান সমর্থকেরা। ‘আগেই বলে দিতে পারত যে রাজস্থান রয়্যালসের জায়গা নেই’ উষ্মা প্রকাশ করতে দেখা গিয়েছে একজনকে। ‘এভাবেই দুর্ণীতি ক্রিকেট মাঠকে কলুষিত করছে, মন্তব্য আরও একজনের।’ ‘কাব্য মারানের হাতেই ট্রফি তুলে দিক জয় শাহ’র’ কটাক্ষের মুখে পড়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদ কর্ণধার’ও। ‘সবকিছু চিত্রনাট্য নেমেই চলে আইপিএলে। আগে থেকেই সব ঠিক করা রয়েছে’ ফিক্সিং-এর সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না অনেকে। ‘এতকিছুর পরেও আমরাই ফাইনাল খেলবো’ আশাবাদী রাজস্থান সমর্থকদের একাংশ।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: টিম ইন্ডিয়ার কোচ বাছতে গিয়ে চাপে বিসিসিআই, প্রস্তাব প্রত্যাখ্যান তারকা ক্রিকেটারের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *