"আইপিএলে ভালো খেললেই..."এই কাজ করলেই সুযোগ মিলবে T20 বিশ্বকাপে, চিন্তায় কোহলি-রাহুলরা !! 1

২০২৪ সালেই ভারতের সামনে রয়েছে বড় সুযোগ, আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) শুরু হতে চলেছে আর কিছু মাস বাদেই। আর এই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে। ২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ হল আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ-এর নবম আসর। এটি ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে ২০২৪ সালের জুনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম দেশে হিসেবে আইসিসি বিশ্বকাপের কোনো বড় টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে। আর এই বিশ্বকাপের জন্য কিভাবে নির্বাচন করা হবে ভারতীয় দল তা নিয়ে উঠে আসলো বড় আপডেট।

আরও পড়ুন | টি-২০ বিশ্বকাপে নেই বিরাট কোহলি, ব্যাটিং অর্ডারের তিন নম্বরে দেখা যেতে পারে এই তিন তারকাকে !!

T20 বিশ্বকাপের দল IPL’এর উপর ভিত্তি করে গঠন হবে না

ind-probable-xi-in-t20-world-cup-2024
Team India | Image: Getty Images

সামনেই T20 বিশ্বকাপ, আর এই বিশ্বকাপে টিম ইন্ডিয়ার হয়ে অধিনায়কত্ব করবেন রোহিত শর্মা (Rohit Sharma) এবং তার ডেপুটি হিসাবে দেখা যাবে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। এই দুই অভিজ্ঞ প্লেয়ারকে সরাসরি দায়িত্ব দিয়েছেন বোর্ড সচিব। অন্যদিকে WPL’এর নিলাম চলাকালীন বোর্ড সচিব জয় জানিয়েছিলেন শুধুমাত্র আফগানিস্তান সিরিজের উপর ভিত্তি করে ভারতীয় T20 দলের ঘোষণা হবে না, আইপিএলের উপরেও ভিত্তি করে করা হবে এই বিশ্বকাপের স্কোয়াড। তবে এখন নির্বাচক কমিটি নতুন ভাবনায় করবেন দলের নির্বাচন।

বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন শুধুমাত্র আইপিএল এর উপর ভিত্তি করেই গঠন করা হবে না দল মন্তব্য করে তিনি জানান, “টি-টোয়েন্টি বিশ্বকাপ বেশি দূর নেই, আমাদের সামনে কোন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচও নেই। আইপিএল শেষ হতেই শুরু হয়ে যাবে বিশ্বকাপ, এবারের বিশ্বকাপের কথা বলতে গেলে দল নির্বাচন একটি বড় প্রশ্ন। আসন্ন দিনে কোনো আন্তর্জাতিক ম্যাচ না থাকায় বোর্ডকে ঘরোয়া ক্রিকেট অর্থাৎ আইপিএল এর উপরে নজর রাখতে হবে। তবে আইপিএলে ভালো খেললেই যে তাকেই সুযোগ দেওয়া হবে এমনটা কোন বিষয় নয়।” এমনকি বোর্ডের কর্মকর্তারা বিরাট কোহলিকেও বিশ্বকাপ দলে দেখতে চান না। সূত্রের খবর অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজের মন্থর পিচে বিরাট (Virat Kohli) সমস্যায় পড়তে পারেন মনে করে তাঁকে বাদ দেওয়ার কথা ভাবছেন নির্বাচকরা।

নির্বাচক আগারকারের প্রশংসায় মাতলেন দ্রাবিড়

Rahul dravid, team india, t20 world cup 2024
Rahul Dravid | Image: Getty Images

পাশাপাশি, ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের বিজয়ী টেস্ট সিরিজ জয়ের পর, কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) প্রকাশ্যে চেয়ারম্যান অজিত আগারকারের (Ajit Agarkar) নেতৃত্বে নির্বাচক কমিটির গুরুত্বপূর্ণ অবদানের কথা স্বীকার করেছেন। দ্রাবিড় ধ্রুব জুরেল (Dhruv Jurel) এবং দেবদত্ত পাডিক্কলের তো প্রতিভাবান তরুণদের সনাক্তকরণ এবং প্রচারে নির্বাচকদের ভূমিকা তুলে ধরেছেন। এই তরুণ খেলোয়াড়দের নির্বাচনে অজিত আগারকারের প্রভাব স্পষ্ট।

তিনি প্রাথমিক স্তরে তরুণ প্লেয়ারদের দলে নির্বাচন এবং তাদেরকে সুযোগ দেওয়াটা একটি মহামূল্যবান চাল। পাশাপশি জুড়েল, সরফরাজ ইংল্যান্ডের বিরুদ্ধে যেভাবে দলের হয়ে প্রদর্শন দেখিয়েছেন তা অতুলনীয়। ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে দলে অনুপস্থিত ছিলেন বিরাট, রাহুলরা। দুই মিডিল অর্ডার ব্যাটসম্যানের জায়গা নিতে দেখা যায় সরফরাজ, পতিদার ও দেবদত্তদের। পতিদার ব্যার্থ হলেও বাঁকি দুজন দুর্দান্ত খেলেছেন। এখানেও নির্বাচক আগারকার দূরদর্শিতাকে আরও বৈধ করেছে।

আরও পড়ুন | ট্রফি জয় নিশ্চিত RCB’র, আইপিএল শুরুর আগেই টিম ম্যানেজমেন্ট নিলো বড় সিদ্ধান্ত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *