BCCI'এর জন্য কপাল পুড়লো পাকিস্তানের, চ্যাম্পিয়ন্স ট্রফি এর আয়োজন করতে দিলো বাঁধা !! 1

BCCI: গতবছর অক্টোবর-নভেম্বর জুড়ে ভারতের মাটিতেই অনুষ্ঠিত হয়েছিল ক্রিকেট বিশ্বকাপ। বিশ্বকাপের নিরিখে টিম ইন্ডিয়াকে মেগা ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়ে তাদের তৃতীয় বিশ্বকাপ জয় থেকে বঞ্চিত থাকতে হয়। তবে, এই এই বিশ্বকাপের শীর্ষ ৮টি দল পাকিস্তানের মঞ্চে অনুষ্ঠিত হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে (Champions Trophy 2025) কোয়ালিফাই করেছিল। তবে পাকিস্তানে হতে যাওয়া এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়া আদেও খেলবে কিনা সে বিষয়ে রয়েছে অনেক সমালোচনা। বেশ কয়েক সূত্রের খবর অনুযায়ী ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য পাকিস্তানে যাবে না।

আরও পড়ুন | বিশ্বকাপের দল থেকে নিশ্চিত রূপে বাদ হার্দিক পান্ডিয়া, BCCI করছে এই দুর্দান্ত প্লান !!

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যাচ্ছে না টিম ইন্ডিয়া

Team india, ipl 2024, champions trophy 2025
Team India | Image: Getty Images

এর আগেও ২০২৩ সালে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের আয়োজন করা হয়েছিল। তখনও টিম ইন্ডিয়া পাকিস্তানের এশিয়া কাপ খেলার জন্য যায়নি, বরং ভারতের জন্য নতুন করে হাইব্রিড মডেল প্রস্তুত করতে হয়েছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে। যেখানে টিম ইন্ডিয়া তাদের সমস্ত ম্যাচ খেলেছিল শ্রীলঙ্কাতে এবং পাকিস্তান হোস্ট হওয়া সত্বেও তাদেরকে শ্রীলঙ্কাতে এসেই ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে হয়েছিল। বেশ কিছুদিন আগেই ভারতের ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়ে দিয়েছেন ভারতীয় দল কোনমতেই পাকিস্তান সফরে যাবে না। অনুরাগের এই বয়ানের পর থেকে সমাজমাধ্যমে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। বেশ কিছু সূত্রের খবরে জানা গিয়েছে ভারতীয় দল পাকিস্তানের মঞ্চে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না।

নিউট্রাল ভেন্যুতে চ্যাম্পিয়নস ট্রফি খেলবে টিম ইন্ডিয়া

এশিয়া কাপের মতন চ্যাম্পিয়ন ট্রফিতেও (Champions Trophy 2025) ভারতের জন্য নিউট্রাল ভ্যানুর আয়জন করতে হবে। ২০১৭ সালের পর এই প্রথমবার ২০২৫ সালে চ্যাম্পিয়নস ট্রফির আসর বসতে চলেছে। ২০১৩ সালে ভারতীয় দল ইংল্যান্ডকে ইংল্যান্ডের ময়দানে পরাজিত করে দ্বিতীয় বারের জন্য চ্যাম্পিয়নস ট্রফি নিজেরদের নামে করেছিল, এরপর ২০১৭ সালে ভারতীয় দল চ্যাম্পিয়নস ট্রফির মেগা ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে পরাজিত হয়েছিল। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত ব্যাতিত হোস্ট পাকিস্তান, ২০২৩ বিশ্বকাপ বিজেতা অস্ট্রেলিয়া, দুই সেমিফাইনালিস্ট নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, ইংল্যান্ড ও বাংলাদেশ কোয়ালিফাই করেছে এই চ্যাম্পিয়নস ট্রফির জন্য।

আরও পড়ুন  | বিশ্বকাপের জন্য পাঁচ খেলোয়াড়ের জায়গা পাকা করলো BCCI, ‘ঘর জামাই’ পেলেন সুযোগ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *