এবারের টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) আসর বসছে আমেরিকা যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। মার্কিন মুলুকে আগামী ৫ জুন অভিযান শুরু করছে ভারত। নিউ ইয়র্কের মাঠে তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ৯ তারিখ দ্বিতীয় ম্যাচটিও নিউ ইয়র্কে। ‘বিগ অ্যাপল’ সাক্ষী থাকতে চলেছে ক্রিকেটের এল-ক্লাসিকো অর্থাৎ ভারত বনাম পাকিস্তান দ্বৈরথের। এরপর তৃতীয় ম্যাচটিও টিম ইন্ডিয়া খেলবে নিউ ইয়র্কেই। আয়োজন মার্কিন যুক্তরাষ্ট্র মুখোমুখি হবে ভারতীয় হেভিওয়েটসদের। ১৫ তারিখ ফ্লোরিডায় শেষ ম্যাচ কানাডার বিপক্ষে।
বছর পড়তে না পড়তেই টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) গ্রুপ বিন্যাস ও নির্ঘন্ট প্রকাশ করে দিয়েছিলো আইসিসি। তারপর থেকেই অপেক্ষা ছিলো দল ঘোষণার। ২০২২-এর টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতকে হারতে হয়েছিলো ১০ উইকেটের ব্যবধানে। তার পর থেকেই ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখেছে বিসিসিআই। সিনিয়রদের বিশ্রাম দিয়ে সুযোগ করে দেওয়া হয়েছে একঝাঁক নতুন মুখকে। গতকাল অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১৫ সদস্যের স্কোয়াড প্রকাশ করেছেন নির্বাচকেরা। ক্রিকেটারদের নাম সামনে আসার পর থেকেই চলছে চর্চা। অনেকেই বলছেন অন্তত তিন ক্ষেত্রে আরও খানিক বিচক্ষণ সিদ্ধান্ত নেওয়া উচিৎ ছিলো বোর্ডের।
Read More: IPL 2024: আইপিএলের ট্রফি জেতা অসম্ভব হল KKR-এর জন্য, প্লেঅফের আগেই টিম ছাড়ছেন এই তারকা ম্যাচউইনার !!
IPL-এর ভিত্তিতে পন্থকে খেলানো-
গতকাল যে ১৫ জনের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড সেখানে উইকেটরক্ষক হিসেবে সুযোগ পেয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। সঞ্জু স্যামসন স্কোয়াডে থাকলেও ক্রিকেট বিশেষজ্ঞরা নিশ্চিত দস্তানা হাতে প্রথম পছন্দ হিসেবে উইকেটের পিছনে দাঁড়াবেন ঋষভই (Rishabh Pant)। ২০২২-এর ৩০ ডিসেম্বর ভয়াবহ সড়ক দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন তিনি। তারপর ১৪ মাসের বিরতির পরেই সরাসরি আইপিএলে মাঠে ফিরেছেন ঋষভ। এখনও অবধি ব্যাট বাঁ দস্তানা হাতে সাবলীলই লেগেছে তাঁকে। করেছেন ৩৯৮ রান। ঝাঁপিয়ে ক্যাচ নিতে বা দ্রুত স্টাম্পিং করতেও দেখা গিয়েছে তাঁকে।
তবে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের সুযোগ পান নি তিনি। জানুয়ারিতে যখন শেষে আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছিলো টিম ইন্ডিয়া বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির চিকিৎসকেরা তখনও মাঠে নামার ব্যপারে সবুজ সংকেত দেন নি ঋষভকে (Rishabh Pant)। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজও খেলতে পারেন নি তিনি। আইপিএলের সাথে আন্তর্জাতিক আঙিনার যে বেশ খানিকটা তফাৎ রয়েছে তা আগেও জানিয়েছেন বিশেষজ্ঞরা। চোট সারিয়ে ফিরে দুই মাস আইপিএল খেলার পর আবার টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) ধকল তিনি নিতে পারবেন কিনা তা নিয়ে সন্দিহান অনেকেই।
জাদেজাকে বাড়তি গুরুত্ব দেওয়া-
টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) দলে ভারত সুযোগ দিয়েছে রবীন্দ্র জাদেজাকে (Ravindra Jadeja)। এই নির্বাচনের ভিত্তি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন ক্রিকেটদুনিয়ার একাংশ। পরিসংখ্যান বলছে জাদেজা দেশের জার্সিতে সাম্প্রতিক অতীতে টি-২০ ক্রিকেটে বিশেষ সাফল্য নেই বাম হাতি অলরাউন্ডারের। গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে ফেরানো হয়েছিলো তাঁকে। সহ-অধিনায়কও ছিলেন তিনি। কিন্তু দুই ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে যথাক্রমে ১৪ বলে ১৯ ও ২ বলে ৪ রান। শেষ ১০ ইনিংসের মধ্যে শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি ১৮ বলে ৪৫ ও ইংল্যান্ডের বিরুদ্ধে একটি ২৯ বলে ৪৬ ছাড়া উল্লেখযোগ্য রান নেই তেমন। সেই ইনিংসগুলিও এসেছে ২০২২-এ।
চলতি মরসুমে আইপিএলেও (IPL) যে জাদেজা আহামরি পারফর্ম্যান্স করেছেন, বলা যাবে না তেমনটাই। চেন্নাই সুপার কিংস জার্সিতে ৯ ম্যাচ খেলে করেছেন ১৫৭ রান। নিয়েছেন মাত্র ৫ উইকেট। তাঁর বোলিং গড় ৪৬.৫০। এহেন সাধারণ পরিসংখ্যানের পরেও কেন জাদেজা জাতীয় দলে তা নিয়ে চলছে কাটাছেঁড়া। অক্ষর প্যাটেলের (Axar Patel) মত স্পিন বোলিং অলরাউন্ডার এমনিতেই রয়েছেন স্কোয়াডে। এমনকি অভাব নেই স্পিন বোলারেরও। কুলদীপ (Kuldeep Yadav) রয়েছেন। রয়েছেন যুজবেন্দ্র চাহাল। তা সত্ত্বেও জাদেজাকে স্কোয়াডের প্রধান ১৫ জনের মধ্যে সামিল করা আদতে বোঝা বাড়ানো বলেই মত অনেকের। তাঁর বদলে ‘ফিনিশার’ রিঙ্কু সিং-এর (Rinku Singh) সুযোগ প্রাপ্য ছিলো বলছেন বিশেষজ্ঞরা।
ফ্লপ ওপেনিং জুটি
ভারতের ওপেনিং জুটি কি হবে তা নিয়ে এখনও কোনো রকম নিশ্চয়তা মেলে নি। অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ইনিংসের গোড়াপত্তন করতে আসবেনই, প্রায় নিশ্চিত ক্রিকেটজনতা। সঙ্গী কে হবেন, ঠিক নেই তা। যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) হতে পারেন। আগ্রাসী ভঙ্গিতে শুরু করতে ভালোবাসেন মুম্বইয়ের তরুণ। রোহিতের সাথে তিনি মাঠে নামলে ডান হাতি-বাম হাতি জুটি তৈরি হতে পারে। ইতিবাচক এই সকল দিক মেনে নিলেও বিশেষজ্ঞদের কপালে ভাঁজ ফেলছে যশস্বীর বর্তমান টি-২০ ফর্ম। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে অসাধারণ পারফর্ম করলেও আইপিএলে একেবারের ধারাবাহিকতা দেখাতে পারেন নি তিনি। বড় মঞ্চে তিনি কি করেন, তার নিশ্চয়তা দিতে পারছেন না কেউ।
দ্বিতীয় সম্ভাবনা হিসেবে উঠে আসছে রোহিত ও বিরাটের (Virat Kohli) ওপেনিং জুটির কথা। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ওপেন করছেন কোহলি। কিন্তু তাঁর স্ট্রাইক রেট নিয়ে চলছেন সমালোচনা। বলের গতি কমলেই বড় শট খেলা মুশকিল হচ্ছে বিরাটের পক্ষে। টি-২০’র দ্রুতগতির ক্রিকেটে মন্থর ইনিংস আদৌ কতদূর সাহায্য করতে পারবে সেই বিষয়ে নিশ্চিত নন বিশেষজ্ঞরা। যশস্বী, কোহলির দুর্বলতার পাশাপাশি আতসকাঁচের তলায় খোদ রোহিত শর্মার টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) পরিসংখ্যানও। ২০০৭-এর ফাইনালে ১৬ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংস ছাড়া গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁর সাফল্যের নজির নেই। পরিসংখ্যান’ও অতি সাধারণ। সব মিলিয়ে বলা চলে ওপেনিং জট না কাটলে কাপস্বপ্ন থাকতে পারে অধরাই।