asia-cup-fans-in-awe-of-siraj-vs-sl

Asia Cup 2023: আজ অষ্টমবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত এবং শ্রীলঙ্কা। এর আগের সাত সাক্ষাতে ভারত জিতেছে ৪টি ম্যাচ। ৩ বার জিতেছে শ্রীলঙ্কা। টুর্নামেন্টের ইতিহাসে সফলতম দুই দলের সম্মুখসমরে ধুন্ধুমার ক্রিকেট আশা করেছিলেন ক্রিকেট দর্শকেরা। রবিবারের দুপুরে তাই অসংখ্য মানুষ চোখ রেখেছেন টেলিভিশন বা স্মার্টফোনের পর্দায়। সময়মত টস সম্পূর্ণ হয়। প্রথমে ব্যাটিং বেছে নেন শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা। তবে বৃষ্টি আসায় খেলা শুরু হতে খানিক দেরী হলো আজ। চলতি এশিয়া কাপে এর আগে ব্যাট হাতে ভালোই পারফর্ম করেছিলেন কুশল মেন্ডিস, পাথুম নিশাঙ্কা, সাদিরা সমরাবিক্রমারা। কিন্তু আজ প্রেমাদাসায় তাঁদের যাবতীয় পরিকল্পনা ওলটপালট করে দিলেন মহম্মদ সিরাজ।

ইনিংসের তৃতীয় বলে যখন জসপ্রীত বুমরাহ’র বলে আউট হন কুশল পেরেরা, তখন শ্রীলঙ্কার স্কোর শূন্য। সামলে নেবে মিডল অর্ডার। এমনটা ভেবেছিলেন মাঠে উপস্থিত শ্রীলঙ্কা সমর্থকেরা। দ্বিতীয় ওভারটি মেডেন দেন মহম্মদ সিরাজ। তৃতীয় ওভারে বেশী রান খরচ করেন নি বুমরাহ। চতুর্থ ওভারে ফের সিরাজের হাতে বল তুলে দেন অধিনায়ক রোহিত। বাংলাদেশের বিরুদ্ধে শেষ ম্যাচে মাঠে ছিলেন না সিরাজ। আজ যেন অনেক বেশী ক্ষুধার্ত হয়েই মাঠে নেমেছেন তিনি। ওভারের প্রথম বলেই পাথুম নিশাঙ্কাকে সাজঘরে পাঠান তিনি। ক্যাচ ধরেন রবীন্দ্র জাদেজা। এরপরের পাঁচটি ডেলিভারিতে নয়া ইতিহাসে লিখে ফেললেন তিনি। হায়দ্রাবাদী পেসারের স্বপ্নের স্পেলে গুঁড়িয়ে গেলো শ্রীলঙ্কা।

ওভারের দ্বিতীয় বলে কোনো রান হয় নি। তৃতীয় ও চতুর্থ বলে আউট হন সাদিরা সমরাবিক্রমা এবং চরিথ আশালঙ্কা। দুজনেই করেন শূন্য রান। হ্যাট্রিকের সাধ পূরণ হয় নি সিরাজের। চতুর্থ ওভারের পঞ্চম বলটিকে হালকা পুশ করে লং অন বাউন্ডারিতে পাঠান ধনঞ্জয় ডি সিলভা। কিন্তু ক্রিজে তাঁর অবস্থানও লম্বা হয় নি। ওভারের শেষ বলে সিরাজের আউটস্যুইং তাঁর ব্যাট স্পর্শ করে জমা পড়ে কে এল রাহুলের দস্তানায়। এক ওভারে চার রানের বিনিময়ে চার উইকেট। এমন ওভার আগে কখনও দেখেছেন কিনা মনে করতে পারছেন না নেটজনতা। ‘কি দেখলাম ! কখনও ভুলবো না’ লিখেছেন এক নেটনাগরিক। ‘এটা কি সত্যি? নাকি স্বপ্ন?’ বিশ্বাস করতেই পারছেন না আরেকজন। ‘ক্রিকেট ইতিহাসে সেরা স্পেলগুলির একটি’ সিরাজের প্রশংসায় দরাজ কন্ঠে জানাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা।

দেখে নিন ট্যুইটচিত্র-

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *