arshdeep-scripts-t20-wc-record-vs-usa

কুড়ি-বিশের বিশ্বকাপে (T20 World Cup) আজ মাঠে নেমেছে ভারতীয় দল। গ্রুপ-এ’তে নিজেদের তৃতীয় ম্যাচ খেলছে তারা। প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র। আয়ারল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে সুপার এইটের দিকে এক পা বাড়িয়েই রেখেছে টিম ইন্ডিয়া (Team India)। আজ জিতলে নিশ্চিত হবে পরবর্তী পর্বের ছাড়পত্র। নিউ ইয়র্কের নাসাও কাউন্টি স্টেডিয়ামে আজ টস জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। গত দুটি ম্যাচের মত আজও ছড়ি ঘোরাতে দেখা গিয়েছে টিম ইন্ডিয়ার পেসারদের। অ্যারন জেমস, আন্দ্রিয়াস গাউসদের মত ক্রিকেটাররা বেশীদূর এগোতেই পারেন নি ব্যাট হাতে। খানিক প্রতিরোধ কেবল দেখা গিয়েছে নীতিশ কুমার ও স্টিভেন টেলরের তরফ থেকে। জোড়া উইকেট নিয়ে নজর কেড়েছেন হার্দিক। তবে আজকের ম্যাচ স্মরণীয় হয়ে থাকবে আর্শদীপ সিং-এর (Arshdeep Singh) জন্য।

Read More: “বদলা তো নেবেই…” ভারতের বিরুদ্ধে দুরন্ত পারফরমেন্স দেখিয়ে সমাজ মাধ্যমে ট্রেন্ডিং সৌরভ নেত্রাভালকার !!

২০২২ সালে টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ১০ উইকেট নিয়েছিলেন আর্শদীপ সিং (Arshdeep Singh)। ২০২৪-এর টুর্নামেন্টেও দারুণ ছন্দে রয়েছেন তিনি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে নিয়েছিলেন দুটি উইকেট। পাকিস্তানের বিপক্ষেও শেষ ওভারের প্রথম বলে ইমাদ ওয়াসিমকে (Imad Wasim) আউট করে ভারতকে জয়ের দিকে এগিয়ে দিয়েছিলেন পাঞ্জাবের তরুণ পেসার। আজ আমেরিকার বিরুদ্ধেও বিধ্বংসী ফর্মে দেখা গেলো তাঁকে। উইকেট তোলার জন্য বেশী অপেক্ষা করেন নি তিনি। প্রথম বলেই ফিরিয়ে দেন সায়ান জাহাঙ্গিরকে (Shayan Jahangir)। মোনাঙ্ক প্যাটেলের বদলে ব্যাট করতে নেমে ‘গোল্ডেন ডাক’ই করলেন তিনি। আর্শদীপের (Arshdeep Singh) ইনস্যুইং তাঁর ব্যাটের নাগাল এড়িয়ে আছড়ে পড়ে প্যাডে। আম্পায়ারের সিদ্ধান্তের জন্যও অপেক্ষা করেন নি ভারতীয় পেসার। মেতেছিলেন উদ্‌যাপনে। ম্যাচের প্রথম ওভারের শেষ ডেলিভারিতে আন্দ্রিয়াস গাউসকে আউট করেন তিনি।

দ্বিতীয় স্পেলে ফিরে এসে আর্শদীপ আউট করেন নীতিশ কুমারকে (Nitish Kumar)। ভারতীয় বংশোদ্ভূত তারকা ২৭ রান করেন আজ। মহম্মদ সিরাজের হাতে ধরা পড়েণ তিনি। নিজের শেষ ওভারে তিনি ফেরান হরমীত সিং-কে (Harmeet Singh)। প্রাক্তন ভারতীয় অনুর্দ্ধ-১৯ ক্রিকেটার ক্যাচ তুলে দেন ঋষভ পন্থের হাতে। আজ আর্শদীপের (Arshdeep Singh) বোলিং পরিসংখ্যান ৪-০-৯-৪, অর্থাৎ ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ৪ উইকেট পেয়েছেন তিনি। ইকোনমি রেট মাত্র ২.৫০। নিউ ইয়র্কে দুরন্ত পারফর্ম্যান্স করে ইতহাসের পাতায় জায়গা করে নিলেন তিনি। এর আগে টি-২০ বিশ্বকাপের ইতিহাসে রবিচন্দ্রণ অশ্বিনের (Ravichandran Ashwin) ৪/১১ ছিলো কোনো ভারতীয়ের সেরা বোলিং পারফর্ম্যান্স। ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই কৃতিত্ব অর্জন করেছিলেন তারকা অফ স্পিনার। বাম হাতি পেসার আজ ছাপিয়ে গেলেন তাঁকে। গড়োলেন নতুন রেকর্ড।

Also Read: T20 World Cup: আর্শদীপের আগুনে স্পেলে বেসামাল আমেরিকা, জয়ের জন্য ভারতের প্রয়োজন ১১১ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *