IPL মরসুম শুরুর আগেই সুখবর মুম্বই ইন্ডিয়ান্সের জন্য ! মাঠে ফিরতে চলেছেন এই ঘাতক ফাস্ট বোলার !! 1

২০০৮ সালে পথচলা শুরু করেছিলো ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ বা সংক্ষেপে IPL। মাঝখানে কেটে গিয়েছে পনেরোটা বছর। এই দেড় দশকে আইপিএলের জনপ্রিয়তা বিন্দুমাত্র কমে তো নি।, বরং বেড়েছে অনেকখানি। এই প্রতিযোগিতা থেকে উঠে এসে বিশ্বক্রিকেটকে শাসন করেছেন অনেকে। ক্রীড়া আর বিনোদনকে মিলিয়ে দিয়ে ক্রিকেটকে দর্শকের আরও কাছের, আরও আপন করে তুলেছে IPL। এই প্রতিযোগিতায় গত পনেরো বছরে সবচেয়ে সফল দল মুম্বই ইন্ডিয়ান্স। এখনও অব্দি ৫ বার ট্রফি ঘরে তুলেছে তারা। ২০১৩,২০১৫,২০১৭,২০১৯ এবং ২০২০ সালে খেতাব জিতেছিলো তারা। সফলতম দলের গত মরসুমের পারফর্ম্যান্স অবশ্য আশানুরূপ ছিলো না। দশ দলের প্রতিযোগিতায় সবচেয়ে পিছনে থেকে শেষ করেছিলেন রোহিত শর্মা, টিম ডেভিড’রা। যাবতীয় ব্যর্থতা ঝেড়ে ফেলে আগামী মরসুমে নতুন করে ট্রফির উদ্দেশ্যে ঝাঁপাতে চায় মুম্বই। গত ডিসেম্বরের ‘মিনি’ নিলাম থেকে তারা দলে নিয়েছে ক্যামেরন গ্রিন (Cameron Green), ঝাই রিচার্ডসনদের মত তারকাকে। মাঠে বল পড়ার আগেই সুখবর এলো মুম্বই শিবিরের জন্য। ২০২২ সালের প্রতিযোগিতায় অংশ নিতে না পারলেও আগামী মরসুমে আইপিএলে দেখা যাবে তারকা পেসার জোফ্রা আর্চারকে(Jofra Archer)।

প্রত্যাবর্তনে সাফল্য পেলেন জোফ্রা-

Jofra Archer | image: twitter
Jofra Archer will finally don the Mumbai Indians shirt in IPL

ইংল্যান্ডের পেস তারকা জোফ্রা আর্চারের (Jofra Archer) কাছে ২০২২ সালটা একদমই ভালো যায় নি। গোটা বছরটাই ক্রিকেট থেকে দূরে থাকতে হয়েছিলো তাঁকে। কনুইয়ের চোটের কারণে ২০২১ এর ভারত সফরের পর থেকেই কার্যত মাঠের বাইরে ছিলেন তিনি। প্রায় দেড় বছরের অপেক্ষা শেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একদিনের সিরিজে সাদা বল হাতে রান আপ নিতে দেখা গেলো এই এক্সপ্রেস পেসার’কে। ইংল্যান্ডের জন্য অবশ্য দক্ষিণ আফ্রিকা সফর বিশেষ সুখকর হলো না। ২-১ ফলে তেম্বা বাভুমা (Temba Bavuma), রাসি ফান দান ডুসেনদের কাছে হারলেন জস বাটলার (Jos Buttler), স্যাম কারান’রা (Sam Curran)। তবুও কামব্যাক সিরিজে চেনা ছন্দেই দেখা গেলো আর্চারকে। ৩ ম্যাচের সিরিজে ৭টি উইকেট নিলেন তিনি। তৃতীয় ম্যাচটিতে দুর্দান্ত বোলিং করে দক্ষিণ আফ্রিকার ৬টি উইকেট একাই তুলে নেন জোফ্রা (Jofra Archer)। রান আপ, বোলিং অ্যাকশনে কোনো রকম জড়তা দেখা যায় নি তাঁর। ২০২৩ আইপিএলের আগে আগুনে বোলিং করে মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকদের স্বস্তি দিয়েছেন জোফ্রা। কেরিয়ারে ইংল্যান্ডের হয়ে ১৩ টেস্টে ৪২ উইকেট নিয়েছেন তিনি। ২০ একদিনের ম্যাচে আর্চারের (Jofra Archer) উইকেটসংখ্যা ৩৭। ১২ টি টি-২০ ম্যাচে তিনি নিয়েছেন ১৪ উইকেট। ২০১৯ সালে ইংল্যান্ডের একদিনের বিশ্বকাপ জয়েও বিশেষ ভূমিকা ছিলো তাঁর। আইপিএলে এখনও অব্দি ৩৫ ম্যাচে ৪৮ উইকেট রয়েছে তাঁর ঝুলিতে।

বুমরাহ’র সাথে জুটি বাঁধবেন জোফ্রা-

Jasprit Bumrah | image: twitter
The Jasprit Bumrah-Jofra Archer partnership can be lethal for the opponents

পিঠের চোটের কারণে দীর্ঘদিন বাইরে রয়েছেন ভারতের পেস অস্ত্র জসপ্রীত বুমরাহ’ও (Jasprit Bumrah)। রিহ্যাব শেষে আইপিএলের মঞ্চে ক্রিকেটে ফিরবেন তিনিও। ২০২২ সালের মেগা অকশনে বিপুল অর্থ খরচ করে যখন জোফ্রা আর্চার’কে দলে নিয়েছিলো মুম্বই ইন্ডিয়ান্স, তখন থেকেই বুমরাহ-জোফ্রা যুগলবন্দী দেখতে মুখিয়ে ছিলো ক্রিকেটদুনিয়া। চোটের কারণে জোফ্রা (Jofra Archer) গত আইপিএল খেলতে না পারায় সেই সুযোগ হয় নি গতবার। তবে এই বছর পুরোপুরি ফিট হয়ে প্রতিযোগিতায় আসছেন তিনি। কথায় বলে ‘ফাস্ট বোলারস হান্ট ইন পেয়ারস’ অর্থাৎ ফাস্ট বোলাররা নাকি জুটি বেঁধে শিকার করেন,কতটা সফল হন বুমরাহ-জোফ্রা জুটি এখন সেই দিকেই তাকিয়ে মুম্বই সমর্থকেরা।

Read More: অবশেষে স্বপ্ন সত্যি হবে পাক ফ্যানদের, পাকিস্তানের মাটিতে এবার ব্যাট হাতে দেখা যাবে Virat Kohli-কে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *