এবারের মত আইপিএল (IPL) অভিযান শেষ লক্ষৌ সুপারজায়ান্টসের (LSG)। নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে ২০২২ সালে পথচলা শুরু হয়েছিলো তাদের। প্রথম দুই বছর টানা প্লে-অফের যোগ্যতা অর্জন করেছিলো তারা। যদিও কোনোবারই এলিমিনেটরের বাধা অতিক্রম করতে পারে নি। কিন্তু তৃতীয় মরসুমে এসেও তাও করা সম্ভব হলো না কে এল রাহুলের (KL Rahul) দলের পক্ষে। এবারের আইপিএলের শুরুটা ভালোই করেছিলো লক্ষ্ণৌ (LSG)। আরও একবার নিজেদের শেষ চারের অন্যতম দাবীদার হিসেবে প্রতিষ্ঠা করেছিলো তারা। কিন্তু শেষ ল্যাপে এসে মুখ থুবড়ে পড়ে দল। ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে ৯৮ রানের ব্যবধানে হার ও সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ১০ উইকেটে হার পিছনের দিকে ঠেলে দেয় তাদের।
দিল্লীর বিপক্ষে হারের পরেই আশার প্রদীপ নিভেছিলো লক্ষ্ণৌ’র (LSG)। তবুও কে এল রাহুলরা চেয়েছিলেন মুম্বইয়ের বিরুদ্ধে ওয়াংখেড়েতে জিতে মরসুমে দাঁড়ি টানতে। সেই লক্ষ্যে সফল হলো সুপারজায়ান্টস (LSG) শিবির। এই মরসুমে দল মালিক সঞ্জীব গোয়েঙ্কার (Sajiv Goenka) সাথে অধিনায়ক কে এল রাহুলের (KL Rahul) উত্তেজিত বার্তালাপ নিয়ে বিস্তর চর্চা হয়েছে। আগামী মরসুমে তিনি নতুন কোনো দলে নাম লেখাবেন কিনা আলোচনা হয়েছে তা নিয়েও। তবে মুম্বই ম্যাচ শেষে এই সকল বিষয় নিয়ে কোনো কথাই জানান নি তিনি। বিতর্কিত অধ্যায়কে পিছনে ফেলে সামনে এগিয়ে যেতে চান তিনি, শরীরী ভাষায় স্পষ্ট করেছেন তা। বরং আসন্ন টি-২০ বিশ্বকাপ নিয়ে রসিকতা করতে শোনা গিয়েছে তাঁকে।
Read More: T20 World Cup: রাতারাতি ভাগ্য বদল রিঙ্কু সিং-এর, এই তারকার জায়গায় খেলতে চলেছেন বিশ্বকাপ !!
ভারতকে সমর্থন করবেন সুনীল ও রাহুল-
IPL শুরু হওয়ার আগে একটি বিজ্ঞাপন বেশ ভাইরাল হয়েছিলো সোশ্যাল মিডিয়ায়। ফ্যান্টাসি গেমিং অ্যাপ ড্রিম ইলেভেনের সেই বিজ্ঞাপনে দেখা গিয়েছিলো ক্রিকেট তারকা রোহিত শর্মা (Rohit Sharma) ও কে এল রাহুলকে। সঙ্গে ছিলেন বলিউড অভিনেতা সুনীল শেট্টি। সম্পর্কে কে এল রাহুলের শ্বশুর হন সুনীল শেট্টি (Suneil Shetty)। তাঁর কন্যা আথিয়া শেট্টির সাথে ২০২৩ সালে সাত পাকে বাঁধা পড়েছেন কর্ণাটকের ক্রিকেটার। বাইশ গজের দ্বৈরথ কিভাবে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও ফাটল ধরাতে পারে তাই তুলে ধরা হয়েছিলো বিজ্ঞাপনে। প্রথম দৃশ্যে দেখা যায় মুম্বইয়ের জার্সি পরিহিত রোহিত শর্মার (Rohit Sharma) সাথে ডিনার সারছেন সুনীল শেট্টি। ক্রিকেট তারকার সাথে হাসিমুখেই কথা বলছিলেন চিত্রতারকা।
লক্ষ্ণৌর জার্সি গায়ে হাজির হন কে এল রাহুল (KL Rahul)। তিনিও নৈশভোজে যোগ দিতে চাইলেও রাজী হন নি রোহিত। বলেন, “ফ্যামিলি ডিনার চলছে এখানে।” অবাক দৃষ্টিতে চেয়ে থাকা রাহুলের দিকে তাকিয়ে সুনীল শেট্টি জানান, “যতক্ষণ টুর্নামেন্ট চলবে শর্মা জি’র বেটা’ই (রোহিত শর্মা) আমার বেটা।” রাহুলকে কটাক্ষ করে সেই বিজ্ঞাপন নিজের ট্যুইটার প্রোফাইলে শেয়ার করেছিলেন রোহিত। ক্যাপশনে লেখেন, “ফ্যামিলি টাইম শেষ কে এল রাহুল। এখন প্রতিদ্বন্দ্বিতার সময়। সুনীল শেট্টি এখন আমাদের।” রোহিতের মুম্বই ও রাহুলের (KL Rahul) লক্ষ্ণৌ-এবারের আইপিএলে দাগ কাটতে পারে নি দুই দলই। ওয়াংখেড়েতে মরসুমের অন্তিম ম্যাচ শেষে সাক্ষাৎকার দেওয়ার সময় এই বিজ্ঞাপনের কথা মনে করিয়ে দেওয়া হয়েছিলো রাহুলকে। হেসে জবাব দেন তিনি।
সামনেই রয়েছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে খেতাব জয়ের লক্ষ্যে মাঠে নামবে টিম ইন্ডিয়া। প্রতীক্ষা থাকবে ১১ বছর পর আইসিসি ট্রফি জয়ের। ভারতীয় দলের স্কোয়াডে সুযোগ পান নি কে এল রাহুল (KL Rahul)। উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে সুযোগ পেয়েছেন সঞ্জু স্যামসন ও ঋষভ পন্থ। নিজে খেলার সুযোগ না পেলেও বাড়িতে টেলিভিশনের সামনে বসে তিনি যে দলের জন্য গলা ফাটাবেন তা স্পষ্ট করেছেন রাহুল। একইসাথে শ্বশুরমশাইয়ের সাথে আইপিএলের (IPL) সময় যে দূরত্ব তৈরি হয়েছিলো, তাও মিটিয়ে ফেলবেন বলেই জানান। রাহুল বলেন, “টিভির সামনে বসে আমি ও শ্বশুরমশাই দুজনেই এখন শর্মা জি’র বেটা’কে সমর্থন করবো।” প্রসঙ্গত রোহিতের নেতৃত্বেই আগামী মাসে টি-২০ বিশ্বকাপের আসরে নামছে টিম ইন্ডিয়া।