ভগবান দর্শনে সব কিছু উজাড় করলেন এই ধোনি ভক্ত, মেয়েদের স্কুলের ফি না দিয়ে কাটলেন চড়া দামের ম্যাচ টিকিট !! 1

MS Dhoni: জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৪’এর (IPL 2024) মঞ্চ। ২৬তম ম্যাচের পরিসমাপ্তির পর শীর্ষস্থান বজায় রেখেছে রাজস্থান রয়্যালস (RR) এবং শেষের স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (RCB)। তবে চলতি আইপিএলে অন্যতম সফল দল হলো চেন্নাই সুপার কিংস (CSK)। সফল দলের পাশাপশি চেন্নাই ফ্র্যাঞ্চাইজির ভক্তদের সংখ্যা অনেকটাই বেশি। মাঠে পুরো স্টেডিয়াম জুড়েই হলুদ আর্মির ভিড় থাকে, আর দলের এত পরিমান ভক্তের পিছনে অন্যতম কারণ হলেন এমএস ধোনি (MS Dhoni)।

আরও পড়ুন | ১৫ কোটি টাকার জালিয়াতির মামলায় জয়পুর পুলিশের হাতে গ্রেফতার MS Dhoni’র সতীর্থ !!

ধোনিকে দেখতে স্টেডিয়াম থাকে হাউসফুল

MS Dhoni
MS Dhoni | Image: Getty Images

গতবছর আইপিএলে ভক্তরা সকলেই ভেবেছিলেন ধোনি হয়তো শেষ সিজিনের জন্য আইপিএল খেলছেন, তাই ধোনিকে দেখার জন্য একাধিক ভক্তরা মাঠে গিয়ে ভিড় জমিয়েছিল। তবে, আইপিএল শিরোপা জয়ের পর চেন্নাই দলের প্রাক্তন অধিনায়ক এমএস ধোনি (MS Dhoni) মন্তব্য করে বলেছিলেন, “ভক্তরা যে পরিমান ভালোবাসা দেখিয়েছেন তাতে আমি মুগ্ধ, আমি এখন হাঁটুর সমস্যায় ভুগছি। আমি চিকিৎসা করাবো এবং সুস্থ হওয়ার চেষ্টা করবো এবং ভক্তদের জন্য আরও একটি বছর উপহার হিসেবে দিতে চাই।” তবে সম্প্রতি এক ধোনি ভক্ত ধোনি দর্শনের জন্য ৬৪ হাজার টাকার টিকিট কিনে স্টেডিয়ামে পৌঁছেছিলেন। কেবলমাত্র এমএস ধোনিকে সামনে থেকে দেখবার কারণেই এত টাকা খরচ করেছিলেন এই ভক্ত।

ভগবান দর্শনে মেয়েদের স্কুল ফি রাখলেন বাঁকি

চেন্নাইয়ের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল চিপকে। কলকাতা নাইট রাইডার্স’এর মুখোমুখি হয়েছিল CSK, আর এই ম্যাচে ধোনির দর্শন পেতে ৬৪ হারাজ টাকার টিকিট কেটে বসেন। নিজের তিন মেয়েকে নিয়ে স্টেডিয়ামে হাজির হন সেই ভক্ত, প্রাথমিকভাবে চেন্নাই-কলকাতা ম্যাচের জন্য কোনো টিকিট খুঁজে পাননি সেই ভক্ত। যে কারণে বাধ্য হয়েই তিনি ৬৪ হাজার টাকা দিয়ে কালোবাজার থেকে একটি টিকিট সংগ্রহ করেন। তবে এই ধোনি দর্শনের জন্য ৬৪ হাজার টিকিট কেটে মেয়ের স্কুলের ফি এখনও পর্যন্ত দিয়ে ওঠেননি। মাহি ভক্ত জানান, “আমি প্রথমে টিকিট পাইনি, তাই কালোবাজার থেকে টিকিট কিনেছি। টিকিটের দাম ছিল ৬৪ হাজার, আমাকে এখনও আমার মেয়েদের স্কুলের ফি জমা দিতে হবে, সবথেকে বড় কথা আমার তিন মেয়ে খুব খুশি হয়েছে।”

আরও পড়ুন | IPL 2024: “বিশ্বকাপে সুযোগ পাওয়া সময়ের…”, দিল্লির বিরুদ্ধে বাদোনির ব্যাটিং দেখে উল্লাসে মাতলো নেটপাড়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *