টিম ইন্ডিয়াতে (Team India) রাহুল দ্রাবিড় জমানার অবসান ঘটতে চলেছে অবশেষে। ২০২১ সালের নভেম্বর মাসে ভারতীয় সিনিয়র দলের দায়িত্ব নিয়েছিলেন ‘দ্য ওয়াল।’ যুব দল ও এনসিএ-র দায়িত্ব সামলানোর পর কোহলি, রোহিতদের প্রশিক্ষকের হটসিটে বসেছিলেন তিনি। দ্রাবিড় (Rahul Dravid) যুগের শুরুটা ভালো হয় নি ভারতের। ২০২২-এর এশিয়া কাপ, টি-২০ বিশ্বকাপ-দুই টুর্নামেন্টেই আশানুরূপ সাফল্য পায় নি দল। সেমিফাইনাল থেকে ছিটকে যেতে হয়েছিলো। তুলনায় ২০২৩ অপেক্ষাকৃত ভালো কেটেছে টিম ইন্ডিয়ার (Team India)। এশিয়া কাপ জিতেছে তারা। যদিও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওডিআই বিশ্বকাপ-আইসিসি আয়োজিত দুই প্রতিযোগিতাতেই ফাইনালে গিয়ে মুখ থুবড়ে পড়তে হয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।
কোচ হিসেবে দ্রাবিড়ের (Rahul Dravid) সাথে BCCI-এর চুক্তি শেষ হওয়ার কথা ছিলো গত বছরের নভেম্বরে ওডিআই বিশ্বকাপের পর। কিন্তু ২০২৪-এর জুনে রয়েছে টি-২০ বিশ্বকাপ। তার আগে টিম ইন্ডিয়ার (Team India) অন্দরমহলে বড় কোনো বদল চাইছিলো না বোর্ড। সেই কারণেই চুক্তি নবীকরণ করা হয় দ্রাবিড়ের সাথে। তবে জুন মাস মিটলেই নতুন কোচের হাতে যে দায়িত্ব দেওয়া হবে তা দিনকয়েক আগে স্পষ্ট করে দিয়েছিলেন সচিব জয় শাহ (Jay Shah)। তাঁর বক্তব্য মেনেই প্রকাশিত হয়েছিলো কোচ নিয়োগের বিজ্ঞপ্তিও। দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে টিম ইন্ডিয়া। ২০২৪-এর জুলাই থেকে ২০২৭-এর ডিসেম্বর, অর্থাৎ প্রায় ৩.৫ বছরের জন্য স্বাক্ষরিত হবে চুক্তিপত্র। গুগল ফর্মের মাধ্যমে সহজে আবেদনের সুযোগ করে দিয়েছিলো BCCI। কিন্তু আবেদনের আতিশয্যে আপাতত ব্যাকফুটে তারাই।
Read More: মিটলো না সৌরভ-শাহরুখের মনোমালিন্য, ঘরের দল ‘KKR’ চ্যাম্পিয়ন হলেও দিলেন না শুভেচ্ছাবার্তা !!
আবেদনের ঝড়ে জর্জরিত BCCI-
যে বিজ্ঞপ্তি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছিলো ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা BCCI, সেখানেই আবেদনের লিঙ্কটি দেওয়া ছিলো সকলের সুবিধার্থে। কিন্তু তাতে হিতে বিপরীত হয়েছে বলেই জানা যাচ্ছে। যোগ্য প্রার্থীরা তো আবেদন করেছেনই, সাথে সাধারণ ক্রিকেটপ্রেমীরাও বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মাদের (Rohit Sharma) হেডস্যর হতে চেয়ে আবেদন করে বসেছেন। অনেকে আবার আবেদন করার সময় ব্যবহার করেছেন ভুয়ো নাম। ২৭ মে ভারতীয় সময় সন্ধ্যে ৭টা অবধি ছিলো আবেদনের সময়সীমা। BCCI সূত্রে খবর মিলেছে যে এই সময়কালের মধ্যে অন্তত ৩০০০ আবেদন পত্র জমা পড়েছে। এর মধ্যে কতজন আদৌ বোর্ড প্রকাশিত যোগ্যতার মাপকাঠিতে উত্তীর্ণ হতে পারেন, নজর থাকবে সেইদিকে।
আবেদনকারীদের নামের তালিকায় চোখ বুলিয়ে চক্ষু চড়কগাছ বোর্ড কর্তাদের। রয়েছে ক্রিকেট কিংবদন্তি শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar), মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। এমনকি ক্রিকেটের বৃত্তের বাইরে রাজনৈতিক দুনিয়ার লোকজনেরও অভাব নেই সেই তালিকায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), বাদ যান নি কেউই। এই নিয়ে চূড়ান্ত হাসিঠাট্টাও চলছে ক্রিকেটমহলে। সংবাদসংস্থা ইন্ডিয়ান এক্সপ্রেসকে এক বোর্ড কর্তা জানিয়েছেন, “গতবছর’ও BCCI-কে একই সমস্যার মুখোমুখি হতে হয়েছিলো। ভুয়ো আবেদনপত্র জমা দেওয়ার হিড়িক পড়েছিলো। এই বছরও একই সমস্যা দেখা দিয়েছে। যেহেতু একটা শীটেই সব আবেদনকারীর নাম দেখে নেওয়া যায়, সেই কারণেই BCCI-কে গুগল ফর্মে আবেদন করার ব্যবস্থা করতে হয়েছিলো।”
কে হবেন কোচ? রয়েছে ধোঁয়াশা-
৩০০০ আবেদন পত্র থেকে যোগ্যতমদের খুঁজে বের করতে খানিক সময় যে লাগবে তা পরিষ্কার। এরপর রয়েছে সাক্ষাৎকার পর্ব। তারপর ঘোষিত হবে নতুন কোচের নাম। সরকারী ভাবে ঘোষণা হতে এখনও দেরী থাকলেও জল্পনা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। রিকি পন্টিং (Ricky Ponting), জাস্টিন ল্যাঙ্গার (Justin Langer), অ্যান্ডি ফ্লাওয়ারদের বাজিয়ে দেখা হয়েছে। নাম শোনা গিয়েছে স্টিফেন ফ্লেমিং-এরও। পন্টিং ইতিমধ্যেই আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, “আমার জীবনযাত্রার সাথে এই মুহূর্তে খাপ খাচ্ছে না এই দায়িত্ব।” রাজী নন ল্যাঙ্গার’ও। “চাপ ও রাজনীতি রয়েছে প্রচুর। আমি তা নিতে চাই না” বলেছেন তিনি। শোনা যাচ্ছে ফ্লাওয়ারের তরফ থেকেও মিলেছে নেতিবাচক সাড়া। ফ্লেমিং চেন্নাই সুপার কিংসের দায়িত্ব ছাড়তে প্রস্তুত কিনা মেলে নি সে সম্পর্কে কোনো তথ্য।
কিছু কিছু সংবাদমাধ্যম জানিয়েছে যে কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন হরভজন সিং (Harbhajan Singh)। তবে টিম ইন্ডিয়ার (Team India) নতুন হেডস্যর হিসেবে ভারতীয় সমর্থকদের প্রথম পছন্দ এখন গৌতম গম্ভীর। যেভাবে প্রায় নিখুঁত ক্রিকেট খেলিয়ে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল চ্যাম্পিয়ন করিয়েছেন তিনি, তাতে গম্ভীরের (Gautam Gambhir) চাহিদা এখন আকাশছোঁয়া। আইপিএল ফাইনালের দিন কেকেআর মেন্টর গম্ভীরের সাথে একান্তে কথা বলতে দেখা গিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড সচিব জয় শাহ’কে। টিম ইন্ডিয়ার (Team India) দায়িত্ব নেওয়ার বিষয়েই চলছিলো চর্চা? প্রশ্নের উত্তরের সন্ধানে টিম ইন্ডিয়ার অনুরাগীরা। যদিও জয় শাহ বা গম্ভীর-কারও তরফেই এই মুহূর্তে এই নিয়ে কোনো প্রতিক্রিয়া মেলে নি।