Champions Trophy 2025: তিন ভারতীয় খেলোয়াড় যাঁরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরবেন দলে !! 1

Champions Trophy 2025: ঘরের মাঠে গত বছর বিশ্বকাপ (ICC World Cup 2023) জয়ের খুব কাছাকাছি চলে এসেছিলো টিম ইন্ডিয়া। দাপুটে পারফর্ম্যান্স দেখিয়ে ফাইনালে গেলেও হারতে হয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। দশ বছরেরও বেশী সময় আইসিসি ট্রফি না জেতা টিম ইন্ডিয়া (Team India) আপাতত চলতি বছরের টি-২০ বিশ্বকাপ ও আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিকেই (Champions Trophy 2025) ‘পাখির চোখ’ করছে। জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর। আর ২০২৫-এ চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা পাকিস্তানে। ২০২৩ সালে পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যেতে রাজী হয় নি ভারতীয় দল। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আদৌ তারা ওয়াঘা সীমান্তের ওপারে যাবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়।

টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) জন্য দল কেমন হবে সেই ব্যাপারে আভাস মিলেছে ইতিমধ্যেই। ২০২৪-এর গোড়াতে আফগানিস্তান সিরিজে যাঁরা সুযোগ পেয়েছেন, তাঁদের মধ্যে থেকে অনেকেই যে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ বা মার্কিন যুক্তরাষ্ট্রগামী বিমানে জায়গা করে নেবেন, তা একপ্রকার পরিষ্কার। ধোঁয়াশা রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) দল নিয়ে। আপাতত ঠিক রয়েছে যে ওডিআই ফর্ম্যাটে আয়োজিত হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে সূত্র মারফৎ জানা গিয়েছে ব্রডকাস্টারদের তরফে ফর্ম্যাট পালটে টি-২০ করার আবেদন করা হয়েছে আইসিসি’র কাছে। এই জটিলতার মাঝে ধীরে চলো নীতি নিয়েছে ভারতীয় বোর্ড। ক্রিকেটারদের পারফর্ম্যান্স যাচাই করে দল গঠন করবেন অজিত আগারকার’রা। তাঁরা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দলে ফেরাতে পারেন তিন তারকাকে।

Read More: ধোনির বিরুদ্ধে মানহানির মামলা! আইপিএল শুরুর আগেই ঝামেলায় ক্যাপ্টেন কুল !!

ঋষভ পন্থ-

Rishabh Pant | Champions Trophy 2025 | Image: Getty Images
Rishabh Pant | Image: Getty Images

২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের জার্সিতে দেখা যাবে ঋষভ পন্থকে (Rishabh Pant)। তরুণ উইকেটরক্ষককে আগামীর তারকা বলা হচ্ছে বহুদিন ধরেই। টেস্ট হোক বা সীমিত ওভারের ফর্ম্যাট, ইতিমধ্যেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মত কঠিন প্রতিপক্ষের ঘরের মাঠেও ঋষভের (Rishabh Pant) ব্যাট থেকে দেখা গিয়েছে একের পর এক আগুনে ইনিংস। কেরিয়ারের গ্রাফ যখন উপরের দিকে উঠছে ঋষভের, তখনই কঠিন সমস্যার মুখোমুখি হতে হয়েছিলো তাঁকে। ২০২২ সালের ৩০ ডিসেম্বর ভয়াবহ সড়ক দুর্ঘটনায় হাঁটুতে গুরুতর চোট পেয়েছিলেন তিনি। এরপর এক বছরেরও বেশী সময় মাঠেই নামতে পারেন নি তিনি। অস্ত্রোপচারের পর চলেছে দীর্ঘ রিহ্যাব। শোনা যাচ্ছে ২০২৪-এর মাঝামাঝি সময় সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফিরবেন তিনি। পুরনো ছন্দ ফিরে পেলে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অবশ্যই মাঠে দেখা যাবে ঋষভকে।

শিখর ধাওয়ান-

Shikhar Dhawan | Champions Trophy 2025 | Image: Getty Images
Shikhar Dhawan | Image: Getty Images

তালিকায় দ্বিতীয় নাম শিখর ধাওয়ানের (Shikhar Dhawan)। দশ বছরেরও বেশী সময় ধরে ভারতীয় দলের হয়ে সাদা বলের ফর্ম্যাটে নিয়মিত ওপেন করেছেন শিখর। ১৬৭ ম্যাচে ৬৭৯৩ রান করেছেন তিনি। ওডিআই-তে করেছেন ১৭টি শতরান’ও। আইসিসি আয়োজিত প্রতিযোগিতাগুলিতে ধাওয়ানকে বরাবরই ভয়ঙ্কর হয়ে উঠতে দেখা গিয়েছে। তিনি ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে  (Champions Trophy 2025) সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন। ভারতের খেতাব জয়ে বড় ভূমিকা রেখেছিলেন। ২০১৫ ওডিআই বিশ্বকাপেও ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন। ২০২২-এর ডিসেম্বরের পর থেকে টিম ইন্ডিয়ার বাইরে রয়েছেন শিখর। তাঁর পরিবর্ত হিসেবে শুভমান গিল ২০২৩-এ ভালো খেললেও, বর্তমানে রয়েছেন চূড়ান্ত অফ ফর্মে। তিনি ছন্দ খুঁজে না পেলে, ফের একবার ধাওয়ানের অভিজ্ঞতাতেই আস্থা রাখতে হবে দলকে।

ভুবনেশ্বর কুমার-

Bhuvneshwar Kumar| Champions Trophy 2025 | Image: Getty Images
Bhuvneshwar Kumar | Image: Getty Images

২০২২ সালের টি-২০ বিশ্বকাপের আসরে ১০ উইকেট নিলেও সেমিফাইনাল হারের ব্যর্থতার দায় চাপানো হয়েছিলো ভুবনেশ্বর কুমারের (Bhuvneshwar Kumar) উপর। সেই বছর নভেম্বরে নিউজিল্যান্ড সিরিজের পর আর জাতীয় দলের জার্সিতে দেখা যায় নি তাঁকেও। ভারতের হয়ে খেলার সুযোগ না হলেও ঘরোয়া ক্রিকেটে কিন্তু নিয়মিত খেলছেন ভুবি। ইউপি টি-২০ টুর্নামেন্টে ভালো পারফর্ম করেছেন। এরপর নিজের রাজ্য দল উত্তরপ্রদেশের হয়েও ক্রিকেটের তিন ফর্ম্যাটেই মাঠে নামতে দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অনবদ্য পারফর্ম করেছিলেন। শক্তিশালী কর্ণাটকের বিরুদ্ধে ১৬ রানের বিনিময়ে এসেছিলো ৫ উইকেট। ভালো পারফর্ম করেছিলেন বিজয় হাজারে ট্রফিতেও। রঞ্জি ট্রফির আসরে ফিরেও বাংলার বিরুদ্ধে এক ইনিংসে ৮ উইকেট নিয়ে নজর কেড়েছেন তিনি। এই ধারাবাহিকতা বজায় রাখলে আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেরাতেই হবে ভুবনেশ্বরকে।

Also Read: Champions Trophy 2025: ICC দিলো চরম হুঁশিয়ারি, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যেতে হবে টিম ইন্ডিয়াকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *